ফেসবুক বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমান পৃথিবীর এই বিশাল জন-গোষ্ঠির মধ্যে ফেসবুক ব্যবহার কারীদের সংখ্যা ব্যাপক! আসলে ফেসবুকের অনেক ইতিবাচক দিকের কারণেই এর ব্যবহার কারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জনপ্রিয়তার এমন ঊর্ধ্বগামী সময়েই ফেসবুকে নেমে আসলো বিপর্যয়। সোমবার রাত আনুমানিক 09ঃ45 থেকে ফেসবুক সহ এর আরও দুই জনপ্রিয় অঙ্গ্যপ্রতিষ্ঠান
ইন্সটাগ্রাম এবং হোয়াটসআ্যপের সার্ভার-ডাউন!
এদিকে নিত্য ব্যবহারে অভ্যস্ত আ্যপ্লিকেষন গুলোতে প্রবেশ করতে না পেরে ভিন্য মাধ্যম টুইটারে ক্ষোভ জানিয়েছেন অনেকেই। এখনো পর্যন্ত এ বিষয়ে পরিষ্কার করে কিছুই বলে নি কতৃপক্ষ। তবে ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ তার একটি টুইট বাত্রা"য় জানিয়েছেন চলমান সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছেন তারা। প্রযুক্তি বিশেষজ্ঞ"রা জানিয়েছেন ফেসবুকের সার্ভার-ডাউন বিষয়টি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড়ো কারিগরিক ত্রুটি!
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত হয় ফেসবুক।
ফেসবুকের মালিকানায় রয়েছেন মার্ক-জাকারবার্গ।
শুরুর দিকে মূলত বার্তা প্রেরণ এবং তথ্যাদি আদান প্রদানের জন্য ফেসবুকের ব্যবহার হয়ে থাকলেও বর্তমানে এর ব্যবহার আরও বিস্তৃত লাভ করেছে। যেমন; খবর দেখা থেকে শুরু করে বাচ্চাদের কার্টুন দেখা সবই হয় এর মাধ্যমে। বলা যায় এই সময়ের বিনোদনের অন্যতম মাধ্যম এই ফেসবুক। এতো সুযোগ থাকা সত্ত্বেও দিন-দিন অনেক ঝুঁকি-পূর্ণ ও ক্ষতিকর হয়ে উঠছে ফেসবুক। ইদানীং ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া থেকে শুরু করে নানা রকমে প্রতারণার শিকার হতে হয় ফেসবুক ব্যবহারকারিদের! এছাড়াও কোমল্মতি শিশুরা ফেসবুকের প্রতি দিন দিন আকৃষ্ট হয়ে উঠছে। তাদের এই অতিরিক্ত ফেসবুক ব্যবহারের ফলে দিন-দিন তারা বাস্তবতা থেকে হারিয়ে যাচ্ছে। অথচ বাস্তবতার কোন বিকল্প পথ নেই। তাই এর ভুল ব্যবহার বন্ধ করে সচেতন মূলক ব্যবহার করলেই এর প্রকৃত ফায়দা নেওয়া যাবে। অপর দিকে ফেসবুকের অপর দুইটি সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে কিঞ্চিৎ ধারণা না নিলেও নয়!
ইন্সটাগ্রাম হচ্ছে ফেসবুকের অন্যতম জনপ্রিয় একটি প্রতিষ্ঠান। মূলত ছবি ও ভিডিও আদান-প্রদান এবং প্রকাশের জন্য এটাই সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। ২০১০ সালের ৬ অক্টোবর কেভিন সাইজ্ট্রম, মাইক ক্রিজ্ঞার ইন্সটাগ্রামের উদ্ভাবনা করে এবং পরবর্তীতে ফেসবুক তাদের থেকে ইন্সটাগ্রাম কিনে নেয়। বর্তমান বিশ্বের সবচেয়ে বেসি সচল ব্যবহারকারী রয়েছে ইন্সটাগ্রামে।
অপরদিকে ম্যাসেজিং এবং ভয়েস চ্যাটের জন্য সার্বাধিক জনপ্রিয় হচ্ছে হোয়াটসআ্যপ। ২০০৯ সালের ০৪ ফেব্রুয়ারি জ্যান কউম ও ব্রায়ান একটন
এর প্রতিষ্ঠা করে এবং পরবর্তীতে ফেসবুক তাদের কাছ থেকে হোয়াটসআ্যপ কিনে নেয়। বর্তমানে হোয়াটসআ্যপে প্রায় 5 বিলিয়ন ব্যবহারকারী রয়েছে।
আমি লিহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।