আজ আমি আপনাদের কে অটোরান,পেনড্রাইভ,ফোল্ডার ভাইরাস্ সহ আরও অন্যান্য ভাইরাস্ এর জন্য এক চমতকার সমাধান দেব।প্রথমে জেনে নেওয়া যাক আপনি কি ভাবে বুঝবেন যে আপনার পিসি তে ঐ ভাইরাস্ দ্বারা আক্রান্ত হয়েছে।অর্থাৎ এই ধরনের ভাইরাস্ এর লক্ষন গুলো জেনে নেওয়া যাক।
লক্ষান সমুহঃ
১। আমরা সবাই জানি যে Ctrl+Alt+Delete কী এক সাথে চাপলে টাস্কম্যানেজার প্রোগ্রামটি ওপেন্ হয়।কিন্তু ভাইরাস্ লাগলে তা ঠিক মত ওপেন্ হবে না।
২। কম্পিউটার এর উইন্ডোজ ফোল্ডার এ Registry Editor বলে একটা প্রোগ্রাম থাকে।ভাইরাস্ লাগলে ঐ প্রোগ্রামটি ওপেন্ হবে না।
৩। কমান্ড প্রমট বলে একটা প্রোগ্রাম আছে যেটা আমরা অনেকেই ইউজ্ করি।কিন্তু ভাইরাস্ লাগলে তা ওপেন্ হবে না।
৪। আমরা রান প্রোগ্রামটি দিয়েও অনেক কমান্ড দিয়ে থাকি। ভাইরাস্ লাগলে এটা তেও কাজ করবে না।
৫। আমরা জানি যে My computer ওপেন্ করলে উপরের মেনুতে Tools বলে একটা অপশন থাকে যার মধ্যে Folder Option বলে একটি আইটেম থাকে।ভাইরাস্ লাগলে এটা দেখা যাবে না।
৬। আবার ফোল্ডার অপশন থাকবে কিন্তু হিডেন ফাইল ওপেন্ হচ্ছে না।এই রকম ও হতে পারে।
৭। আবার দেখা যায় যে My Computer এ কোন ড্রিভ এর উপর ডাবল ক্লিক করলে তা আলাদা একটি উইন্ডো তে ওপেন্ হচ্ছে।বা অনেক সময় কোন ফোল্ডার ওপেন্ হয় না।
সমাধানঃ
হ্যাঁ এখন উপরের সব গুলো লক্ষনেরই সমাধান আছে।আমি আপনাদের কে সেই রকম দুইটি ফ্রী সফটওয়্যার এর লিংক দেব।এর জায়গা খুব বেশি হবে না তাই এখনই ডাউনলোড করে নিন ফ্রী সফটওয়্যার দুইটি।
ডাউনলোডঃ সফটওয়্যার দুইটি ডাউনলোড করুন এখান থেকে (দুটোই ডাউনলোড করুন)
এদের কাজঃ
এখন জেনে নেওয়া যাক ঐ দুটো সফটওয়্যার এর কাজ। প্রথম টার নাম Smart Virus Remover যার কাজ উপরে বর্নিত ৭টি লক্ষন এর সব গুলোর সমাধান করা।
আর দ্বিতীয় টির নাম হচ্ছে Autorun Eater যার কাজ কাজ হচ্ছে আপনার পিসি কে সব সময় প্রটেক্ট দিবে যাতে ঐ ধরনের ভাইরাস্ আর কখনো না লাগে।
সফটওয়্যার দুইটির ব্যবহারঃ
প্রথম সফটওয়্যার টা ইন্সটল করার পর আপনার ডেক্সটপ এর টাস্কবারের সিস্টেম ট্রে তে দেখতে পাবেন নতুন একটি আইকন দেখা যাচ্ছে। ওটা তে ক্লিক করলেই একটি মেনু ওপেন্ হবে সেখান থেকেই আপনি Launch Smart Virus Remover এ ক্লিক করলেই Restore Windows Default Settings এর অধিনে বিস্তারিত দেখতে পাবেন।(উপরের চিত্র অনুযায়ী)
দ্বিতীয় সফটওয়্যার টি ইন্সটল করলে ঐ একই জায়গায় আর একটি নতুন আইকন দেখতে পাবেন।ওটা সব সময় অ্যাক্টিভ্ থাকবে ফলে হঠাৎ কোন পেন ড্রাইভ বা অন্য কোন উৎস হতে ঐ ভাইরাস্ এর সংক্রমন প্রতিহত হবে।আসলে কিছুদিন আগে আমার পিসিতেই এই সমস্যা হয়েছিল, আর সেটার সমাধান পেয়েছিলাম এই দুটি সফটওয়্যার এর কাছে, তাই আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। এ দুটি ইন্সটলেশন এ কোন জটিলতার সৃষ্টি হওয়ার কথা নয়, তারপরেও যদি হয় তা অবশ্যই সবাইকে জানাতে অনুরোধ করছি। যাই হোক আশা করি আমার এই পোস্ট টি আপনাদের কাজে আসবে।যদি কারোও ভালো লাগে এবং কেউ উপকৃত হন তা হলে অবশ্যই আমাকে কমেন্ট 😉 করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।
(বিঃদ্রঃ এই একই পোস্ট http://www.Tech.Linkinworld.com নামের এই ব্লগে করা হয়েছে......)
আমি www.Linkinworld.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভিজিট করুন লিংকইনওয়ার্ল্ড এর জগতে... www.Linkinworld.com অথবা www.Tech.Linkinworld.com www.Prithbi.net www.Supersonichost.us
সবইতো বুঝলাম, কিন্তু ধরুন আপনার পেনড্রাইভ এ ভাইরাস আছে, আর আপনি পেনড্রাইভটা বাইরের কোন একটা পিসিতে লাগালেন, তখন? আপনি কি অন্য একজনের পিসিতে সফটওয়্যার ইন্সটল করে ভাইরাস তাড়ীয়ে তারপর পেনড্রাইভ ইউস করবেন? আমার পিসিতেতো আমি অন্য কাওকে কোন সফটওয়্যার ইন্সটল করতে দেবো না, এমন তো সবাই ভাবে তাই না? সুতরাং এটা কি অসাধারন সমাধান হলো? এমন কিছু হলে কি ভাল হয় না যে, ভাইরাস থাকবে কিন্ত এফেক্ট করবে না।
Linkinworld ভাই সত্যিই অসাধারন লাগলো।বিশেষ করে আপনার উপস্থাপনা টা।আর ভালো কিছু তথ্য পেলাম।কিন্তু ডাউনলোড লিংক এ কাজ হচ্ছে না কেন???
ওহ ধন্যবাদ ভাই আপনাকে আবারো আসলেই লিংক টা ঠিক আছে।একটা কাজের সফটওয়্যার দিয়েছেন আমি আগের দিন এই জাতীয় সফটওয়্যার ইন্টেরনেটে সার্চ করে কোথাও ফ্রী পাইনি। কিন্তু এখন পেলাম।
জিয়া ভাই আপনি নিশ্চয় দেখেছেন সবাই টিউন এর শিরোনাম টা একটু আকর্শনীয় দেওার চেষ্টা করে।আমার মতে এই ব্যক্তিও তার ব্যাতিক্রম নয়।তবে আমার কাছে ভালো লেগেছে।আর শিরোনামে কোন কিছু যাই আসে না। ভেতর টা ঠিক থাকলেই হল।উনি তো আর অপ্রসংগিক কিছু লেখেন নাই।
লিঙ্কিনওয়ার্ল্ড ভাই আপনাকে ধন্যবাদ
Linkinworld ভাই আপনার উপস্হাপন কিছুটা রুবেল ভাই এর মতো । যাক সে সব এর আগে RRT দিয়ে সমস্যায় পরে ছিলাম সে রকম কিছু হবে না আশা করি ।
ami akta motherboard checker kinechi (pci,iso slot) kintu motherboard checker er code gulo shob amar antena-r upor diye jachche, kichui bujtesina, karon divicetar shathe kono menual nei. google a search dio kichui pachchi na, keu ki bolte parben menual ta ami kivabe pete pari ? Please ….
othoba karo jodi motherboard checker er code golu jana thake tahole please amake janan
আশকরি কাজে লাগবে। ধন্যবাদ
aR
http://banglablogtips.blogspot.com