ফেসবুকের সেরা একটি ট্রিক, ফেসবুক ইউজারদের কাজে আসবেই ! ! !

ফেসবুকে এখন কম বেশী সবাই আসক্ত। আমার আসক্তির পরিমানটা বোধহয় একটু বেশী। ফেসবুকে আমার বন্ধুর সংখ্যা ৩০০ এর উপরে। এতো বন্ধু থাকাটা একদিক থেকে সুবিধার আরেকদিক থেকে ঝামেলারও। সুবিধা বলতে অনেকেই অনেক কিছু শেয়ার করে, সেখান থেকে কিছু শিখতে পারি, জানতে পারি, ভালোলাগাটা শেয়ার করা যায়। অসুবিধা বলতে এতো বেশী স্ট্যাটাস আপডেট আসে যে হিজিবিজি হয়ে যায়। প্রিয়জনদের স্ট্যাটাস আপডেট খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়ে।
আগে মাঝে মাঝে ভাবতাম, এমন যদি হতো -

-ক্লোজ ফ্রেন্ডদের স্ট্যাটাস আপডেট একটা গ্রুপে পাবো
-টেকটিউনস বন্ধুদের স্ট্যাটাস আপডেট একটা গ্রুপে ক্লিক করে পাবো
-অফিসের কলিগদের স্ট্যাটাস আপডেট একটা গ্রুপে ক্লিক করা মাত্রই পাবো

জিনিষটা ভাগ ভাগ হয়ে গেলে সবার সাথে যোগাযোগটাও যেমন বৃদ্ধি পেতো আবার অনেক অনাকাঙ্খিত জিনিষও ফিল্টার করা যেত !!

আজকে এই ট্রিকটা নিয়েই লিখছি যে, কিভাবে আপনার বন্ধুদের ফিল্টার করবেন তাদের কে না জানিয়েই ! ! !

ধাপ ১:

হোম এ গিয়ে সর্ববামদিকের প্যানেলের নিচে "Create" এ ক্লিক করুন-


ধাপ ২:

গ্রুপটির একটি নাম দিন, যেমনঃ People I care about or Close Friends or Family or Blog Friends etc
ধরুন নামটা People I care about

ধাপ ৩:

এবার বন্ধু সিলেকশনের পালা। এই গ্রুপে কাকে কাকে রাখতে চাচ্ছেন তা নাম টাইপ করে-

অথবা স্ক্রল করে সিলেক্ট করতে থাকুন-

ধাপ ৪:

সিলেকশন করার পর ওকে করে গ্রুপটি তৈরি হয়ে গেল-

ধাপ ৫:

এবার সেই গ্রুপটিকে ড্র্যাগ করে একদম উপরে নিয়ে আসুন-


এখন থেকে People I care about এর নিউজ ফিডগুলো আসা শুরু করবে এবং বাকীগুলো ফিল্টার হয়ে যাবে।

এভাবে নিচের ছবির মতো বিভিন্ন গ্রুপ করে সেইগুলোতে ক্লিক করুন


গ্রুপ অনুযায়ী ফিড পাবেন।

হ্যাপি ফেসবুকিং ! ! ! ভালো থাকুন, আগামীতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য শুভরাত্রি !

Level 0

আমি saifimam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

জানা কথা। তবে এখানে ট্রিক এর কি আছে বুঝলাম না

Level 0

ট্রিক না বলে অপশন ও বলতে পারেন। জানা থাকলে ভালো। অনেকেরই নাও জানা থাকতে পারে।

Level New

আমি একটা আই ডি হ্যাক করতে চাচ্ছি

Level 0

তো আমি এখন কি করবো?

(হা হা হা হাঃ-))

ধন্যবাদ।

সুন্দর!

Level 0

Thanks a lot.

অেনক অেনক ধন্যবাদ

Level 0

ধন্যবাদ

সবাইকে ধন্যবাদ পড়ার জন্য!

Level New

আমি একটা আই ডি হ্যাক করতে চাচ্ছি .

Level 0

তো আমি কি করতে পারি?কিভাবে আইডি হ্যাক করতে হয় সেটা আমার জানা নেই। ধন্যবাদ।

Level 0

everyone knows that bro………………

এটা কোনো হ্যাকিংই না। Just a tips.

গাধা…………………….

ছাগল :d

এটা ফেসবুকের একটা অপশন ট্রিকস নয়।

Level 0

ভাই লজ্জাজনক হইলেও সত্যি যে আমার এই option টা জানা ছিলনা। 🙁

আপনার টিউনের থেকে টিউনমেন্ট গুলো পড়েই বেশি মজা পাইলাম 😀 😀 xD