ফায়ারফক্সের গতি বাড়িয়ে নিন

জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নতুন নতুন বিভিন্ন বৈশিষ্ট যোগ করার ব্যবস্থা। মুক্ত এবং ফ্রি এই ব্রাউজারের গতি বাড়িয়ে নিতে ম্যানুয়ালী কিছু কনফিগার করে নিতে পারেন। এজন্য এড্রেসবারে about:config লিখে এন্টার করুন, তাহলে ফায়ারফক্স কনফিগারেশন আসবে।
এখন network.http.pipelining এর মান true দিন (Preference এর উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলেই false থেকে true হবে)। একই ভাবে network.http.proxy.pipelining, network.dns.disableIPv6 এবং plugin.expose_full_path এর মান true নির্ধারণ করুন। এছাড়াও network.http.pipelining.maxrequests এর মান ৪ এর পরিবর্তে ৮ দিন।
এবার nglayout.initialpaint.delay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০। Preference তৈরী করতে মাউসের ডান বাটন ক্লিক করে New এ ক্লিক করুন এবং ডান থেকে String/integer/boolean নির্বাচন করুন, এরপরে Preference এর নাম লিখে Ok করুন এবং পরবর্তি উইন্ডোতে ভ্যালু লিখে বা নির্বাচন করে Ok করুন।
একই ভাবে content.notify.backoffcount নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ৫, ui.submenuDelay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০, content.max.tokenizing.time নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 2250000, content.notify.interval নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 750000, browser.cache.memory.capacity নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 65536|
এবার content.interrupt.parsing এবং content.notify.ontimer নামে নতুন বুলিয়েন Preference তৈরী করুন এবং মান true দিন। ব্যাস এবার দেখুন ফায়ারফক্সের গতি আগের তুলনায় বেড়েছে।

মূল লেখা এখানে

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই জিনিস টা অনেক আগেও একবার করে দেখেছি আমি। কোন লাভ হয়না মেহেদি ভাই।

Level 0

এসব একেবারে ফালতু….. তা ছাড়া আর কিছুই নয়। অনেক সময় নষ্ট করলাম কোন লাভ হলো না বরং আরো বেশী সমস্য হচ্ছে বলে মনে হচ্ছে…..

ধন্যবাদ আপনাম লেখার জন্য।

আমিও করে দেখলাম খুব একটা লাভ হয় না।

আমার মনে হয় এই জিনিসটার ফল বুঝতে হলে ন্যারোব্যান্ড কানেকশন থাক্তে হবে। যেমন আমার উপকার হয়েছে!

হ্যাঁ ঠিক বলেছেন, ব্রডব্যান্ড ওয়ালাদের এটার দরকর নাই।

Level 0

ভাই প্রথমে হেডিং পড়ে ভাল লেগেছে। কিন্তু মন্তব্য পড়ে চেষ্টা করার ইচ্ছে জাগেনি। তারপর ও লেখকে ধন্যবাদ।

Level 3

আমিও করে দেখলাম লাভ হয় না।

ouch!!!! এত কষ্ট করে করলাম, করে মন্তব্য পড়ে কান্না পাচ্ছে…আমি ব্রডব্যান্ড ব্যবহার করি :'(

Level 0

এই টিউন শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…

Level 0

ভাই ভাল টিপস দেন প্লিজ।টেকটিউন্স প্রোফাইল এ ছবি আপলোড করব কিভাবে প্লিজ জানাবেন এই ই-মেইল এ [email protected]

thanx