অনলাইনে আয় : গুগল এ্যাডসেন্স ও বিডভারটাইজার আসুন দেখি কে এগিয়ে ?

কেমন আছেন সবাই?সময়ের অভাবে অনেক দিন পর পোষ্ট লিখছি ।আমরা যারা অনলাইনে আয় করি বা অনলাইনে আয়ের চেষ্টা করছি তাদের জন্য এই পোষ্ট খুবই গরুত্বপূর্ন বলে মনে করি আমি ।অনলাইনে আয় বলতে গুগল এ্যাডসেন্স কে এগিয়ে রাখি আমরা ।কিন্তু গুগল এ্যাডসেন্স তো সোনার হরিন ।দীর্ঘ ৩বত্‍সর পর চেষ্টার তাকে ধরতে পেরেছি ।এতো দিন বিডভারটাইজার নিয়ে কাজ করেছি আমি আজ আপনাদের কাছে উপস্থাপন করতে চাই এই দুইটার মধ্য কে এগিয়ে ?
বিডভারটাইজার এর সুবিধা গুলো হলোঃ ১. বাংলা ওয়েবসাইটে বিঞ্জাপন দেয় ।
২. সাইট সাবমিট করলে সহজে এ্যাপ্রোভ করে ।
৩.কঠিন কোন শর্ত নাই .যেমন আমার সাইটে আমি অনেকবার ক্লীক করেছি ।
৪.মাত্র ১০ ডলার হলে পেপাল ১০০ ডলার হলে চেক মাধ্যমে টাকা উঠানো যায় .প্রত্যক মাসে ৩০ তারিখে অবশ্যই পেমেন্ট পাওয়া যায় ।
৫.গতকাল ১০০ ডলার পেমেন্ট পেয়েছি সাথে ৮ ডলার কনভেজ বোনাস হিসেবে পেয়েছি ।
৬.বিডভারটাইজার আপনার সাইটের জন্য পার ক্লীক কত দিবে তা প্রথম থেকে নির্ধারন প্রত্যক ক্লিকে একই পরিমান আয় হবে.যেমন বাংলা সাইটের জন্য পার ক্লীক ৩সেন্ট থেকে ১০ সেন্ট ও ইংরেজী ও ভালো মানের সাইটের জন্য যেমনঃ আমার সাইটে পার ক্লীক $ ১ ডলার পর্যন্ত নির্ধারন করা আছে ।
৭. এখানে বড় যে সুবিধাটি আছে একজন ব্লগার হিসেবে তা বলতে পারলাম না .কারন আমি চাইনা অন্য ব্লগারদের ক্ষতি হোক ।
এক কথায় কোন শর্তের জালে আপনাকে আবদ্ধ করেনা বিডভারটাইজার

অসুবিধাগুলোঃ এরা বেশী ইমেজ এ্যাড দেয়না বেশী টেক্সট এ্যাড বেশী দেয়।
যে সাইটের জন্য এ্যাড নিবেন ঐ সাইটেই কোড বসাতে হবে (প্রত্যক সাইটের জন্য আলাদা আলাদা কোড নিতে হবে)

গুগল এ্যাডসেন্সঃ
১.এরা সহজে এ্যাকাউন্ট এ্যাপ্রোভ করেনা ।
২.বাংলা সাইট এ্যাডসেন্স নেয়না
৩.বিভিন্ন শর্তের জালে আবদ্ধ করে রাখে ।
৪. আমি হতাশ হয়েছি এত খড় কাঠ পুড়িয়ে একটা এ্যাকাউন্ট পেয়ে পার ক্লীক আয় ৮সেন্ট দেখে ।

গুগল এ্যাডসেন্সের বেশী সুবিধা হলো এরা ইমেজ এ্যাড বেশী দেয় যাতে প্রচুর
ক্লীক সম্ভবনা থাকে ।

আমার অভিঞ্জতা শেয়ার করলাম এবার যারা গুগল এ্যাডসেন্স পাননি তারা বিডভারটাইজার থেকে নিশ্চিন্তে এ্যাড নিতে পারেন ।আর যারা গুগল এ্যাডসেন্স পাবলিশার তাদের কে বলবো এ্যাডসেন্সের পাশাপাশি অন্য ওয়েবসাইট বানিয়ে যাচাই করতে পারেন, এখানে দেখতে পারেন বা যোগ দিতে পারেন BidVertiser ধন্যবাদ । মতামতের আশায় রইলাম ।

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য । আমিও অনেক ট্রাই করে এপ্রুভ করতে পারলাম না ।। @ আমার কাজে লাগবে ।। আমাকে শেষ কারন টা বললে খুশি হতাম ।। [email protected]

আপনি নিজের এডে ক্লিক করার কথা বলেছেন অর্থাৎ আপনি বিডভারটাইসার কে না, যারা এড দিয়েছেন তাদের ক্ষতি করছেন, এ থেকে বিরত থাকুন, আর এডসেন্স নিয়ে এরকম কথা না বললেই পারতেন, এডসেন্স একাউন্ট পাওয়া মোটেই কঠিন কাজ না, বিশ্বের অধিকাংশ ব্লগাররা এডসেন্স ইউজ করেন, কাউকে আমি বিডভারটাইসার ব্যবহার করতে দেখিনি… এডসেন্স এ আরনিং বেশি হয়, আপনি বলেছেন আট সেন্ট পেয়েছেন ক্লিকে, সেটার কারণ আছে, আপনার ক্লিকের রেট পাবেন আপনি যেই এডে ক্লিক হবে সে কোম্পানী পার ক্লিকে কতটুকু বাজেট দিয়ে রেখেছে এবং আপনার সাইটের কি ধরণের কিওয়্যারড ব্যবহার বেশি হয়েছে এগুলোর ওপর নির্ভর করে। না জেনে বাজে কিছু না বলাই ভালো। আপনার মঙ্গল কামনা করছি।

    যারা এডসেন্স পায়না তাদের জন্য । তবে পুরনা আলাদা সাইট বানিয়ে কাজ করলে দোষ কি ?

    কাজ করলে দোষ নেই, তবে নিজের এডে নিজে ক্লিক করাটা যে দোষের…

    এটা যে এডসেন্স না

    ডিজে আরিফ সীমা অতিক্রম করে কথা বলেছেন ।কাকে বাটপার বলছেন ? আপনি যে ভাবে কমেন্ট বা লেখেন তাতে মনে হয় এই সাইট আপনার বাবার টাকায় বানানো । ভবিস্যতে কথা ভাল করে শেখার চেষ্টা করুন ।আপনাদের মত লোকের জন্য টিটি খতিগ্রস্থ হচ্ছে ।

    Level 0

    নিজে অ্যাড ক্লিক করা অবশ্যি দোষের।

    কমেন্ট মুছে দিয়েছেন তাতে আপত্তি নেই, আপত্তি অন্য জায়গায়, কার দ্বারা টিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা এডমিন এবং পাঠক ভালোভাবেই জানেন, আপনি নিজের এডে নিজে ক্লিক করতে উতসাহিত করছেন, যার দ্বারা অনেকেই ক্ষতিগ্রস্ত হবে, আর এই বিষয়টা নিশ্চয় একজন সচেতন টিউনার হিসেবে গ্রহণযোগ্য না, আর টিটি কার সেটা আপনার চেয়ে আমি ভালোই জানি, বাবার প্রশ্ন তুলিয়েন না… 😆

    হা তবে আমি জেটা বুজাতে চেয়েছি তা হল ,তারপরেও ব্যান করার সম্ভবনা নাই । উনি যে কথা বলেছে তা সরাসরি আমাকে আক্রমণ করেছে ।

    বিষয়টা এখনো বুঝেন নাই? ব্যান নিয়া কথা না, কথা হলো আপনি অন্যদেরকে খারাপ কাজে কেন উৎসাহিত করবেন, মানুষজন টাকা খরচ করে এড দেয় ভিজিটর পাবার জন্য, আর আপনি যাওদি সবাইকে সেই এডে উপযুক্ত ব্যক্তি ছাড়া নিজেই ক্লিক করেন তবে কিন্তু বিষয়টা খারাপই হবে, আমার আপত্তি সেখানে কেন আপনি নিজের এডে ক্লিক করার কথা বলেছেন? এটা নিশ্চয়ই অবৈধ… বিডভারটাইজারের নীতিমালা পড়ে দেখেন…

Level 0

ভাই আমার ব্লগে (techpress24.blogspot.com) এ বিডভারটাইজার এড দিয়েছিলাম। কিন্তু কোন ডলার শো করেনা। বেশ কিছুদিন পর পরীক্ষা করার জন্য আমার বন্ধুদের ক্লিক করতে বললাম। তারা ক্লিক করার পরও একাউন্টে কোন প্রকার রেকর্ড আসেনি। এরপর আমি চিতিকার এড প্লেস করি। সেখানে $0.18 জমা হয়েছে। আপনি যদি সত্যিই ডলার পেয়ে থাকেন তাহলে আপনার বিডভারটাইজার এড দেয়ার সিস্টেমটা বলেন। আমি আবার ট্রাই করব ।
অনেক ধন্যবাদ ।

Level 0

টিউনার ভাই , আপনি কোন সাইট এ bidvertise এর অ্যাড দিছেন ?

    ভাই বেশি জানা ভাল না , আমি যে টিউনস করেছি এডসেন্স জানলে এমনিতে বারোটা বাজিয়ে দিবে । ধন্যবাদ

    Level 0

    আমরা তো আর bidvertise কে বলতে যাচ্ছি না । নিশ্চিন্তে বলতে পারেন ।

    r ak kotha mone rakhben site link share kora sob ad siter nitimala birodi

Level New

Adsense Account আমি যতবার চেয়েছি ততবার ই ১-২ দিনের ধ্যে Approve করেছে, নাদের কি সমস্যা বলতে পারছিনা।

ধন্যবাদ টিউনের জন্য

Level 0

আমার অ্যাডসেন্স আকাঊন্ট এপ্রুভ করতে ১২ ঘণ্টা লাগে। যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন। নাম ঠিকানা ইমেইল করে দিতে হবে [email protected]. GTalk এ এড করতে ভুলবেন না। একাউন্ট এপ্রুভ হলে ২$ এলার্টপেতে বা ১৫০ টাকা ফ্লেক্সি দিতে পারেন ( না দিলে কেও বকবে না)

    আমি গত তিন বছর ধরে অ্যাডসেন্স ব্যবহার করছি। বেশ কয়েকটি আকাঊন্ট অন্যদের করেও দিয়েছি। কিন্তু বতমানে, আগের মত আর খুব সহজে অ্যাডসেন্স আকাঊন্ট করা যাচ্ছে না। আপনারা ১২ ঘণ্টা আকাঊন্ট করতে পারেন যেনে ভাল লাগলো। আমার ১টি অ্যাডসেন্স আকাঊন্ট লাগবে। আমি আপনাকে ৫০০ টাকা দিব। দয়া করে করে দিবেন। আমি আপনাকে ১২ ঘণ্টা নয়, ২ দিন সময় দিলাম। দয়া করে করে দিবেন। ধন্যবাদ …।

    Level 0

    আপনার কথা শুনে কষ্ট লাগলো এজন্য যে কারও ভালো করতে চাইলেও উল্টা বুঝা আমাদের স্বভাব এখন। একটা দুই টা একাউণ্ট আমি বন্ধুদের ফ্রি তে খুলে দিতে পারি কিন্তু ১০ টা ২০ টা একাউণ্ট আমার পক্ষে ফ্রি তে খুলে সম্ভব নয়। আমার এত সময় নেই। আমার আনুসাংগিক খরচ চালানোর জন্য ওডেস্কে কাজ করতে হয়।

    ওডেস্কে আমার সর্বনিম্ন রেট ঘন্টায় ১.৫০$ আপনার কি মনে হয় না আমি এডসেন্স না খুলে ওডেস্কে কাজ করলে বেশি টাকা পাবো?

    একটু ভেবে দেখুন তো আপনি যদি আপনার বন্ধুদের প্রতিদিন ৫ টা করে একাউন্ট খুলে দেন আর আপনার ১০ ঘন্টার বেশি লেগে যায় আপনি আপনার অন্য কাজ গুলা কিভাবে করবেন? এবার আপনি ই বলুন আমি কি ওডেস্কের কাজ ছেড়ে দিয়ে সবাইকে ফ্রি একাউন্ট করে দেওয়ার কাজে লেগে যাব ? আপনি বললেন আপনি বন্ধুদের ফ্রি একাউন্ট করে দিয়েছেন আমি ও করে দিতাম যদি আমি বড়লোক হতাম আর নিজের খাওয়া পরার চিন্তা না থাকত।

    আপনি নতুন একটা ইমেইল খুলে আমাকে এড্রেস টা দেন আর হা ৫০০ টাকা লাগবে না আমি ২$ চেয়েছি আর আমি মনে করি এটা অসংগত নয়। আমি ব্যাবসায়ী মনোভাব পোষণ করলে পার একাউন্ট ১০০০ টাকা নিতাম অনেক মানুষ দেওয়ার জন্য বসেও আছে। আমি আগেই বলেছি আমি ১০ টা বা ২০ টা একাউন্ট খুলতে পারব না কারন আমার অন্যান্য কাজ করতে হয়। আপনার মত অনেক কেই আমি একাউন্ট খুলে দেই। এডসেন্স একাউন্ট খুলতে যতটুকু সময় লাগে ঐ সময়ে আমি ওডেস্কে কাজ করলে যত পেতাম তার চেয়ে কম বৈ বেশি চাই নি।

    আর হা আপনি ২৪ ঘন্টায় এডসেন্স এপ্রুভ মেইল পেয়ে যাবেন।

      @Blogger o Vai apnar expertness really appreciate korar moto . Ami amr akta blog site ar jonno : http://bdworldnews24.blogspot.com ar jonno adsense apply koresilam but approve hoi nai…. kub koste achi.

      arekta pr1 site ache : http://frelancer1.blogspot.com site ache ata te please adsense account chai.. please ami apnake 2-5$ dibo akta adsense account please open kore den…
      My email : [email protected] skype: arfan66701 and phone no: 01824456670

      Waiting for your reply…

      Anyone can help me how can i get approved adsens account easily

    @Blogger O: আমারে ১টা পেপাল একাউন্ট খুলে দেন।

Level New

এডসেন্স ও বিডভারটাইজার দুটোই ব্যবহার করেছি। এডসেন্সের ভালো নিয়ে বলার কিছু নেই। সেরা এবং সর্ববৃহত এড পাবলিশার নেটওয়ার্ক, হাই সিপিসি, সব টপিকের এড…………..অনে কিছু।
যারা এডসেন্স পাননি তাদের জন্য অবশ্যই অন্যতম ভালো বিকল্প। আর এমন অনেক সাইট আমাদের আছে যেগুলা নিয়ে ঝামেলা হবার সম্ভাবনা আছে- যেমন ধরুন ডাউনলোডের সাইট। কখনো যদি পাইরেসির সন্দেহে আপনার এডসেন্স বাতিলের সম্ভাবনা থেকে থাকে তাহলে ঐসব সাইটে আরামে বিডভারটাইজার ব্যবহার করতে পারেন। কেননা সমস্যা হলেও একাউন্ট বাতিল হবে না, এডটি বাতিল হলেও হতে পারে। আর ১০ ডলার হলেই পেমেন্ট পাওয়া যায় এইটাও বড় একটা সুবিধা। সবমিলিয়ে বিডভারটাইজার সহজ এবং ঝামেলাবিহীন।
আর এডসেন্সে ৮ সেন্ট আয়ের প্রসঙ্গে বলতে চাই। আপনার সাইটটি হতে পারে অনেক ভালো। কিন্তু এডসেন্স লাগিয়ে পয়লা দিনেই ডলারের পর ডলার কামাবেন এটা ভাববেন না। আর সাইটের টপিকও আপনাকে মনে রাখতে হবে। এডওয়ার্ড দেখে খুব সহজেই আপনার টপিকের সিপিসি জেনে নিতে পারেন। সাধারণত পুরাতন এবং নিয়মিত আপটুডেট একটা সাইটেই গুগ্ল হাই সিপিসি এড বেশি দেখিয়ে থাকে।

    Level 0

    খুবই যুক্তি যুক্ত কথা বলেছেন
    তবে এডসেন্স পাওয়া নয় যেকোন কিছুই নিওয়ম অনুযায়ী কুলে তা সহজ হয়ে থাকে
    এডসেন্স er নিয়ম্বালী পউন সেই অনুযায়ী সাইট er কন্টেন্ট সাজান

    <b> তবে দয়া kore টিউনটি থেকে ব্যক্তিগত লিঙ্ক মুছে দিন, নয়তো নিয়ম ভঙ্গ er দায়ে টিউনটি মুছে যেতে pare 🙁 </b>

Level 0

বিডভার্টাইজার ভালো তার সাথে দ্বিমত নাই কিন্তু তাকে এডসেন্সের সাথে তুলনা করা ঠিক হবে না । বিডভার্টাইজার ভালো বাংলা ব্লগের জন্য। ইংরেজি ব্লগে এদসেন্সের প্রতি ক্লিকে ২ বা ৩ এমনকি ভালো ট্র্যাফিক থাকলে ১০ বা ২০$ ও পাবেন। আপনার ট্র্যাফিক কম তাই ০.০৮ $ পেয়েছেন। এজন্য আপনি কোন মতেই এডসেন্স কে দোষারোপ করতে পারেন না।
আপনি হয়তো জানেন না আমি আপনার টিউনের ভক্ত তাই আপনার কাছ থেকে এমন পক্ষপাতিত্ব মুলক টিউন আশা করি নাই। পুরো টিউনে এডসেন্স কে খলনায়কের ভুমিকায় দেখা গেছে।
ধন্যবাদ।

ভাই, আমার তো পেপাল একাউন্ট নাই। কেউ কি আমাকে ১ টা পেপাল একাউন্ট খুলে দিবেন??????????

khob valo laglu ,,ritimutu bakjodho,,,,,,,tarpor o pore khob valo laglo ……..akta kotha ami jatutuk jani bangladesh a pay pal suport kore na ,,,,,,google adsence er income naki paypal chara tula nai na ,,,,,,tahole ki ami vhol jani na ki apnara anno kono system a taka poket a anen ,,,,,,,,plz jante parle valo hotu
allah hafej…….

Level 0

ধন্যবাদ, ভাই আমি জুমলা দিয়ে একটি এ্যডুকেশনাল ওয়েব সাইট তৈরি করতেছি, যেখানে বাংলদেশের
বিভিন্ন প্রতিষ্ঠান সর্ম্পকে তথ্য থাকবে, এই তথ্য গুলো য়দি আমি বিভিন্ন পত্রিকা বা অন্য কোন সোর্স থেকে সংগ্রহ করি তাহলে তা কি কপি পেস্ট হিসাবে ধরা হবে। এবং সেখানে কি আমি এডসেন্স বিঙ্গাপন দেখাতে পারব।

Level 0

Vai aponar sathe kotha ace “bidvertiser” niye Please kivabe bolbo ?

Level 0

ভাই আমি ত আপনাকেই খোজতেশি । দয়া করে একটু সাহায্য করবেন? আমার bidvertiser সাইটে ৩৬ ডলার আছে। কিন্ত আমি তোলতে পারসিনা।http://44free.blogspot.com/.
ভাই একটু সাহায্য করেন। ০১৭১৬৬৮৬০০০
_

Level 0

ekti site e ki adsense o bid support kore?
blogger o vai apnar system e adsense appruve hote nunnotomo koyta post thaka lage site e
ami ei sob bisoy nia vison confused . apnar sathe jogajoger kono poth ase ki ?
apni jevave appruve koren tate bann hoar sombhobona thake ki?
tuner vai er kotha onujae .blogspot subdomain eo appruve hoite vejal kore. ata ki sotti . karon ata to google er nijesso. uttor gula paile kritoggo thakbo