৫০ টি ছবি গ্যালারীর মুক্ত কোড ওয়েব সফটওয়্যার

কিছু দিন পুর্বে একটি প্রতিষ্ঠানের সাইট বানাতে গিয়ে ছবির গ্যালারীর দরকার পরে।কম টাকা দিবে বলে নিজে কোড লিখতে মন চাইল না। খুজতে থাকলাম ভাল ছবির গ্যালারী। পেয়ে গলাম....দেখুন....

1. Gallery 2

মোটামুটি বড় একটা গ্রুপের ছবির গ্যালারীর জন্য উপযোগী

2. Zenphoto

Zenphoto মূলত PHP তে করা।আপনার সাইটের অংশ হিসেবে ব্যবহার করতে পারবেন।

3. Minishowcase

php/javascript এর সহজ সরল গ্যালারী

4. TripTracker

এনিমেটেড স্লাইড শো প্রদর্শন করে।

5. Dynamic Drive CSS Image Gallery

JavaScript ব্যবহার না করে  CSS এর চমৎকার ছবির গ্যালারী

6. Ajax Photo Gallery

Ajax ব্যবহার করে  Picasaএলবামের জন্য তৈরী ছবির গ্যালারী

7. SimpleViewer

ফ্লাস ব্যবহার করে সম্পুর্ন ফ্রী ছবির গ্যালারী।

8. Jalbum

Jalbum is aআপলোডও ডাউনলোডের জন্য চমৎকার ছবির গ্যালারী সফট।

9. Coppermine

Gallery 2, এর মতো PHP photo album

10. Plogger

ছবি সম্পাদনা, জীপ করা,নিজের ভিন্ন থিম ইত্যাদি  ফিচার আছে।

11. CSS Play

CSS এর উপর তৈরী ছবির গ্যালারী

12. Polaroid Gallery

ফ্লিকারের   RSS feed সহ flash script ব্যবহারকরা ছবির সফট।

13. dfGallery

14. (E)2 Photo Gallery

15. AutoViewer

16. Smooth Gallery

17. Satellite

18. Hoverbox

19. Flash Gallery

20. HighSlide JS

21. Pixelpost

22. Script and Style Auto-Generated Photo Gallery

23. Postcard Viewer

24. Andrew Berg's Flash Photo Browser

এনিমেটেড ব্রাউজিং স্ক্রিপ্ট

25. Flickr Photo Album for WordPress

এটি WordPressএর প্লাগইন যা ফ্লিকারের ছবিরএলবাম তৈরী করতে ব্যবহার করা যায়।

26. Galleria

jQuery ব্যবহার করা হয় Galleria য়

27. Lightview

সুন্দর ও সাধারন ।

28. Fancy Zoom

ছবি ছোট বড় করার।

29. Imagevue

A nice flash image gallery that has photo albums, slideshows, and an admin area.

30. jpGalScroll Photo Gallery

jQuery ব্যবহার করা ছবি স্ক্রলের সফট

31. nextgen gallery

ওয়ার্ড প্রেস প্লাগইন।

32. Singapore

33. jQuery Cycle

34. Imagin

গ্যালারী ও সাব-গ্যালারীতে ছবি গুলো ভাগ করা যায়

35. Phormer

মাইএসকিউএল ছাড়া সহজে সেটআপ করা যায়।

36. Gullery

Ruby on Rails ব্যবহার করা হয়েছে

37. How to Build a Photo Gallery with CakePHP and Flickr

এটি মুলত: টিউটরিয়াল

38. filebrowser

ছবি ব্রাউজ করার ওয়েব টুল

39. FAlbum

40. Slimbox 2

41. Animated JavaScript Slideshow

42. iPhotoToGallery

এটি মূলত প্লাগইন

43. FrogJS Gallery

44. Create a Spectacular Photo Gallery with MooTools

45. Django-based photo gallery tutorial

46. Zen Gallery

47. folderblog

48. Duh Gallery

এটি WordPress gallery plugin.

49. Original Photo Gallery

50. Making the ultimate dynamic image gallery in Flash 8

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai apni kivabe apnar siter nam TutorialBD.com dilen ami o chesta kori nijer ekta site hobe kintu supporting site hoy parle janan pls

Level 0

জটিল একটা পোস্ট হয়েছে ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। নি্র্বাচিত হওয়া দরকার ছিল। আপনার এই টিউনটা দেখে এখন সত্যি এইখানে ফেভারিট করার অপশন টা মিস করছি।

Level 0

map korben ami ai web site tir address pai nai, doya kore ki diben?

Level 0

ধন্যবাদ, প্রিয়-তে রাখলাম ।

চরম জটিল টিউন।

ফেভারিটে যুক্ত করলাম। অনেক অনেক কাজে দেবে। কষ্ট করে এতগুলো সাইটের নাম সহ বিবরণ উল্লেখ করার মানসিকতা দেখে মুগ্ধ না হয়ে পারছিনা। সফল হউক আপনার যে কোন শুভ প্রচেষ্টা।

লিংক গুলো এড করে রাখলাম কাজে আসবে….আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ

@Hasib: ধন্যবাদ। http://domai.nr এ গিয়ে সাইটের নাম খুজে দেখুন। ভাল নাম পেতে অনেক চিন্তা করা দরকার হয়।

@operaGeek: ধন্যবাদ। নির্বাচিত করা হয় নি বলে দূ:খিত।

@tipu: শিরোনামে ক্লিক করুন।

@aziz ও শাকিল: অনেক অনেক ধন্যবাদ।

@কামরুল ইসলাম রুবেল: আসলে টেক টিউনসে ফেভারিটের অপশনটা রাখা উচিত। এটা খুবি সহজ কাজ। শুধু একটা প্লাগইন ইন্সটল করলেই চলে। আশা করি টেকটিউনস কর্তৃপক্ষ নজর দিবেন।

@তাওহীদুল হাসান: আসলেই লিঙ্কগুলো কাজের ও সংরক্ষনে রাখার মতো। ধন্যবাদ, কষ্ট করে আমার টিউনগুলো পড়ার জন্য।

এত ধৈর্য্য সহকারে চমৎকার ও প্রয়োজনীয় একটি টিউন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কষ্টকরে আমার টিউন পড়ার, দেখার সেই সাথে সুন্দর মতামত দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ।

Level 0

ভালো একটা টিউন পড়লাম।

@aminmehedi : ধন্যবাদ ।

অসাধারণ একটা কালেকশন । তবে যেটা না বলে পারছি না, লাইসেন্স দিয়ে গ্রুপ করা থাকলে আরো জটিল হতো ।

অসাধারণ এবং জটিল। আসলেই অনেক কাজের একটি টিউন। টিউনটি অনেকের কাজে আসবে। টিউটো ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

One of the best post in Techtunes.

জটিল post ,thanks

ভাই অনেক ধন্যবাদ
সুন্দর একটা টিউন