বিসমিল্লাহির রাহমানির রাহি। আমি হোসাইন মোহাম্মদ জুবায়েদ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম, আশাকরি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিন এর নিকট যিনি এই রকম একটি উদ্যোগ নিতে আমাকে তওফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই লারাভেল ডকুমেন্টেশন ওয়েবসাইটই বাংলায় অনুবাদ করার পেছনে আমার কোন ব্যবসায়িক উদ্দেশ্য নেই। এই লারাভেল ডকুমেন্টেশন সাইটটি করার জন্য যাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি তাদেরকেও জানাই ধন্যবাদ।
তাদের মধ্যে দুজনের হল।
https://github.com/appleboy প্রতিষ্ঠাতা laravel-tw
https://github.com/summerblue প্রতিষ্ঠাতা laravel-china
আমরা হয়তো খুব বেশি জানি না, কিন্তু যতটুকুই জানি চেষ্টা করবো ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেজন্য যারা বিষয়গুলো নিয়ে একেবারেই জানেন না তারাও বুঝবেন না এবং আমার ইচ্ছা থাকবে ভালোভাবেই বিষয়গুলো উপস্থাপন করার, বাকিটা আল্লাহর ইচ্ছা।
লারাভেল কি কেন আশাকরি এই বিষয় গুলা আপনারা জানেন। এ নিয়ে কিছু বল-বোনা।
লারাভেল এবং বাংলাদেশ: লারাভেলের আছে খুবই সুন্দর এবং বিশাল একটি কমিউনিটি। এছাড়া বিভিন্ন ভাষায় এর ডকুমেন্টেশন অনুবাদ হয়েছে। যেমন রাশিয়া, চীনা, ভিয়েতনাম tawian ইত্যাদি। গড়ে উঠেছে বিভিন্ন কমিউনিটি। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ভিবিন্ন দেশের রয়েছে একাধিক কমিউনিটি। বাংলাদেশ এ লারাভেল নিয়ে রয়েছে একাধিক ফেইসবুক গ্রুপ। এর মধ্যে লারাভেল বাংলাদেশ অন্যতম।
কেন লারাভেল ডকুমেন্টেশন বাংলায় করার প্রয়োজন:
নতুন হিসাবে মাতৃ ভাষায় যেকোনো বিষয় খুব দ্রুত এবং ভালো করে শিখা যায়। এই সময় লারাভেল সব চেয়ে জনপ্রিয় পিএইচপি ফ্রেমওয়ার্ক। এই জন্য হয়তো লারাভেল এর ডকুমেন্টেশন এতো ভাষায় অনুবাদ করা হয়েছে।
বাংলাদেশ এ রয়েছে লারাভেল শেখার কিছু ভালো ওয়েবসাইট। কিন্তু এগুলা কোনটাই লারাভেল এর অফিসিয়াল ডকুমেন্টেশন এর মতো নয়। অফিসিয়াল ডকুমেন্টেশন এর বিকল্প কিছু হয় না।
তাই আমরা প্রায় এক বছর যাবত github এ লারাভেল নিয়ে কাজ করছি এবং আমরা ছেয়েছিলাম আমরা নিজেরা অনুবাদ করে তা সকলের জন্য উন্মুক্ত করে দিব। আমরা চাই লারাভেল বাংলায় অনুবাদ হোক। আমি আপনাদের সহযোগিতা আসা করছি।
কিভাবে অনুবাদ করবো: লারাভেল এর ডকুমেন্টাইন টি মার্কডাউন ফরম্যাটে এ লিখা। এই প্রজেক্টটি রয়েছে গিটহাব এ MIT লাইসেন্সের অধীনে এবং আমাদের লক্ষ্য http://github.com/laravel-bangladesh/docs.
এই ডকুমেন্টাইন মূলত স্বেচ্ছাশ্রমে অনুবাদ করা হবে এবং laravel.com.bd সম্পূর্ণ ওপেন সোর্স। এখানে তাই আপনিও অবদান রাখতে পারেন লেখক হিসেবে। আপনার কন্ট্রিবিউশান গৃহীত হলে অবদানকারীদের তালিকায় আপনার নাম স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। কিভাবে গিটহাব এর প্রজেক্ট এ কন্টিবিউট/অবধান রাখবেন এ নিয়ে ইউটুবে অনেক ভিডিও পাবে।
ধন্যবাদ।

Level 0

আমি জুবায়েদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস