চলুন সবাই সালমান খানের কাছে প্রাইভেট পড়ি

অনেকেই নিশ্চই বুঝে গেছেন আমি কাকে নিয়ে কথা বলছি। আবার অনেকেই মনে করছেন বুঝে ফেলেছেন কিন্তু আসলে বুঝেননি। সালমান খান অনেক ভাল টিচার এবং আমি তার কাছে প্রাইভেট পড়ি। কিন্তু এজন্য তিনি কোন টিউশন ফি রাখেন না। তবে আপনি যে সালমান খানের কথা মনে করছেন আমি তার কথা বলছিনা। এই সালমান খান ভারতীয় নায়ক নয়। ইনি বাংলাদেশি নায়ক। যার সম্পর্কে আপনি হয়ত পত্রীকায় অথবা কোন ব্লগে পড়ে থাকতে পারেন। আমিও পড়েছিলাম অনেক দিন আগে। কিন্তু লিখব লিখব বলে লিখা হয়নি। যদিও আমি এখন নিওমিত তার কাছে পড়ি।

সালমান খান

চলুন জেনে নেয়া যাক তার ইতিহাস,

সালমান খান বাংলাদেশী বংশোদ্ভোত আমেরিকা প্রবাশি। ভালই উচ্চশিক্ষিত। তার খালার অনুরোধে অঙ্কে খারাপ  খালাত বোনকে অনলাইনে পড়ানো শুরু করেন। সেই বোন পরীক্ষায় বেশ ভাল রেজাল্ট করে। এভাবে তার পড়ানোর শুরু। তারপর তিনি এগুতে থাকলেন। পড়ানো বন্ধ না করে লেকচারের ভিডিও বানিয়ে সেগুলো ইউটিউবে পাবলিশ করলেন। ভিডিওগুলো অনেক জনপ্রীয় হয়ে উঠল। এর পর তিনি এই ভিডিও তৈরীতে এতটাই মগ্ন হয়ে গেলেন যে চাকরি ছেড়ে ভিডিওই তৈরী করতে লাগলেন। এখন পর্যন্ত তিনি দুই হাজারের বেশি ভিডিও তৈরী করেছেন। তার এখন খান একাডেমী নামে একটা ওয়েব সাইট আছে যেখানে সকল ভিডিও পাবেন। অনেক প্রলোভন এড়িয়ে তিনি এই প্রকল্প বিনামূল্যে এবং ওপেনসোর্স হিসাবে রেখেছেন। যেকেউ চাইলে এগুলো বাংলায় অনুবাদ করতে পারেন।

যে যে বিষয়ে পড়ানো হয়ঃ

মূলত গনিত, বিজ্ঞান, মানবিক এবং অন্যান্য অনেক বিষয় রয়েছে। প্রত্যেকটি বিষয়ের শাখা-প্রশাখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রত্যেকটি শাখা আলাদা আলাদা প্লে লিস্টে বিভক্ত। খান একাডেমিতে ভিডিওগুলোর মোট ৩৮টি প্লে-লিস্ট রয়েছে।

পড়ানোর ধরনঃ

ভিডিওগুলো বাংলায় নয় ইংরেজিতে। তবে আপনি সহজেই বুঝতে পারবেন এরকম ভাবে বুঝানো হয়েছে। আমিতো আমার ক্লাশের লেকচার থেকে এগুলো ভাল বুঝি। ভিডিও বলে ভয় পাবেন না। সাইজ ছোট। ১০ mb এর কাছাকাছি। এটা সান্তনার মত শোনালেও কিছু করার নেই। আপনারা সাড়া দিলে পরে আমি কুরিয়ারের মাধ্যমে ডিভিডি পাঠানোর ব্যবস্থা করার কথা চিন্তা ভাবনা করব। তবে সেক্ষেত্রে ব্লাঙ্ক ডিভিডির দাম এবং কুরিয়ারের খরচ দিতে হবে। আপাদত ডাউনলোড করেই দেখুন। গ্রাফিক্স, এনিমেশ এমন কিছুই নেই। কাল স্ক্রিনে রঙ্গিন লেখা দেখা যাবে। প্রয়োজন ভেদে মাঝে মাঝে কিছু পিকচারের ব্যবহারও পাবেন। এর সাথে থাকবে সহজ ভাষায় বর্ণনা। তবে ইংরেজি। ইংরেজিকে যারা ভয় পান তারাও দেখবেন। কারন ইংরেজি হলেও সেটা সহজ ইংরেজি। তাছাড়া দু-একটা ভিডিও দেখার পর এমনিতেই সহজ হয়ে যাবে। তাই বোনাস হিসাবে ইংরেজি শেখাও হয়ে গেল। তাছাড়া অনুশিলনের ব্যাবস্থাও খান একাডেমিতেই আছে।

সিকৃতিঃ

সালমান খান তার মহৎ প্রয়াসের মাধ্যমে বিভিন্ন সিকৃতি পেয়েছেন। খান একাডেমি উল্লেখযোগ্য সিকৃতি গুলো হল মাইক্রোসফট এডুকেশন অ্যাওয়ার্ড এবং গুগলের ১০ টুদি পাওয়ার ১০০। বর্তমানে শিক্ষা খাতে পৃথিবীর সবচেয়ে বড় প্রকল্প খান একাডিমি।

সবই জানলেন আরও জানতে পারবেন খান একাডেমীতে, দেখতে পারেন উইকিপিডিয়ার এই ভুক্তি। দুঃক্ষিত বাংলায় কোন ভুক্তি নেই 🙁 । বাংলায় সামুতে ফরিদ ভাই একটি পোষ্ট করেছেন, দেখুন এখানে। ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না। এবং অবশ্যই ঘুরে আসুন খান একাডেমী

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ জানানোর জন্য

ধন্যবাদ

ধন্যবাদ ভাই ।

খান একাডেমির ভিডিও গুলো অনেক উপকারি। আমি ও অনেক গুলো ডাউনলোড করে দেখছি। ধন্যবাদ টেকটিউন্সে শেয়ার করার জন্য।

    ধন্যবাদ জাকির ভাই। সবার উপকারের জন্যই শেয়ার করেছিলাম। ভেবেছিলাম সবাই পছন্দ করবে। কিন্তু আমার টিউনগুলো দেখলে দেখবেন এটাতেই সবচেয়ে কম মন্তব্য। কেউই ধন্যবাদের বেশি কিছু বলেনি। তার মানে দাড়ালো আমি ভাল ভাবে বুঝাতে পারিনি। আপনি আগে থেকে খান একাডেমী সম্পর্কে জানেন বলেই হয়ত এতটুকু লিখলেন। আচ্ছা বলুনতো, টিউনে সমস্যা কোন জায়গায়।

    টিউনে কোন সমস্যা নেই, টিটিতে সবাই আসে সফটওয়ার আর সিরিয়ালের জন্য 🙁 তাই এ অবস্থা। তবে ভালো কিছু ভিজিটর ও আছে তাদের জন্য অন্তত লিখে যাবেন।

    সফটওয়ার আর সিরিয়ালের জন্য টেকটিউনসে আসলেও কোন সমস্যা ছিলনা। কিন্তু যখন দেখি সবাই পিটিসি সাইট নিয়ে টিউন করে জনসেবায় ব্যাস্ত হয়, প্রথম পাতায় ৬০% টিউন পিটিসি, টিউনে রেফারেল লিঙ্ক দিয়ে বলে রেফারেলের জন্য আসিনি তখন রাগে গা জ্বলে যায়।

প্রথমে নায়ক সালমানের ছবি দিলেন কেন??
কিছু মানুষ ভাল কাজও করে বিরক্তিকর ভাবে।

    আপনি বিরক্ত হলে আমি দুঃক্ষীত। কিন্তু আমি এ কাজটা করেছি দুটু কারনে। একটা কারন হচ্ছে স্রেফ মজা করা। দ্বিতীয়টা হচ্ছে কৌতুহল সৃষ্টি করা যাতে ঘটনা কি তা জানার জন্য সবাই অন্তত একবার দেখে যায়। কারন এসব বিষয়ে সবার আগ্রহ কম(ভিজিটর এবং কমেন্টরের অনুপাত দেখলেই বুঝতে পারবেন)। তবে কেউ যাতে বিভ্রান্ত না হয় সেজন্য প্রথমেই আসল সালমানের ছবি আর কারন দিয়ে দিয়েছি।

বা লো লাগ লো আপনার টিউন টি

vai amar lagbe. amar math & physics lagbe.apnar sathe kivabe contact korbo. amr phone no 01681659631