তোমার সাথে পরিচয় তাও বেশি দিন হয়নি গত সেপ্টম্বর থেকে। ওপেন সোর্স, ভাইরাস থেকে মুক্তি, সবচয়ে বড় কথা পাপ মুক্তি। তোমাকে দেখে খুব পছন্দ হয়ে গেল। ওয়েব ঘেটে তোমাকে পটানোর নিয়ম পেতে বেশ বেগ পেতে হল। যাক তবু তোমায় শেষ পর্যন্ত বাসায় নিয়ে আসলাম। তুমি কি জান তোমাকে বাসায় আনতে আমার তিনদিন তিনরাত নির্ঘুম কাটাতে হয়েছে? এই সময়টায় আমি তোমাকে বাসায় আনার ব্যান্ডউইথ যোগার করেছি। কারন আমার ট্রান্সপোর্টর ছিল “ব্রডব্যান্ড” নামক এক শামুক।
তোমাকে আমার কম্পিউটারের দায়িত্ব দিলাম। ওহ! কি স্পিডেই না তুমি আমার কম্পিউটারের দায়িত্ব পালন করছিলে!! তোমাকে বন্ধুদের মাঝে বিলিয়ে দিতে কার্পণ্য করিনি।
কিন্তু কি জান? সুখ আমার কপালে সয় না! তুমি আমার প্রিয় শার্ট,প্যান্ট পড়তে দিতে না। যদিও লুঙ্গি, গামছা পড়তে আপত্তি ছিলনা। কিন্তু দিগম্বর হয়ে তো থাকা যায় না!
মেইন্টেন্স এর নামে ওঁ তোমাকে বের করে দেবে ভাবিনি। কিন্তু জান? আমি জানার ২ ঘণ্টার মধ্যেই তোমায় আবার বাসায় নিয়ে এলাম। কারন এবার আমার ট্রান্সপোর্টর ছিল “কিউবি” নামক এক পংক্ষিরাজ।
কিন্তু অভিমানী তুমি! এত সহজে কি অভিমান ভাঙ্গে? কিছুতেই তুমি আমার কম্পিউটারের দায়িত্ব পালন করতে চাচ্ছিলে না। এবার নিরুপায় আমি লজ্জা শরম ডিভিডিতে রাইট করে, প্যাকেটে রেখে তোমায় রুমে নিয়ে এলাম। নাহ! তোমার মত অভিমানী আমি কখনো দেখিনি!
এবার বের হলাম ম্যাজিকশিয়ানের খোঁজে। যে ভাবেই হোক তোমাকে যে আমার পেতেই হবে! অযোগ্য ম্যাজিকশিয়ানদের জন্য তোমাকে আরও কতোবার বাসায় আনা নেওয়া করেছি! আমি কিন্তু আমার চেষ্টা মাসে পর মাস চালিয়ে গিয়েছি।
ম্যাজিকশিয়ান “বাবর” এর পরামর্শে তোমাকে ডাক্তার দেখাই (টরেন্ট চেক) নাহ! নাহ! নাহ! তুমি সত্যি “হার্ড টু গেট”
এরার গেলাম তোমার মায়ের কাছে। তার কাছে থেকে তোমার AMDX64 ভার্শনটা নিয়ে এলাম। তোমার রুপ দেখে আমি অভিভূত। কিন্তু “হার্ড টু গেট”
আবার ম্যাজিকশিয়ান “বাবর” এর পরামর্শে তোমাকে নতুন স্থান ঘুড়িয়ে নিয়ে এলাম। যায়গাটা বোধয় তোমার বেশ পছন্দ হয়েছিল। না হলে আমার কম্পিউটারের দায়িত্ব নেবে কেন?
তোমার এত ছলনা? তুমি আমার প্রাণ প্রিয় “কিউবি” নামক পংক্ষিরাজ হত্যা করতে বলতে পারলে? কিন্তু প্রিয়তমার আদেশ কি আমি ফেরাতে পারি? না, পারিনা। তোমার পছন্দ মত নতুন ট্রান্সপোর্ট গ্রামীণ ফোন নামক ফা____ শীট নিলাম।
এবার শুরু করলে তোমার আসল খেলা! কিছুতেই তুমি আমাকে কোথাও যেতে দাও না। আবার কিছু করতেও দাওনা। কারন একটাই “Subscribe to Pocket Data First”.
আমি কি সঠিক ভাবে কনফিগার করিনি? ওঁ কি ২ সেকেন্ডে কানেক্ট হয়নি?
আমি তো কোথাও না গিয়েই থাকতে চেয়েছিলাম। কিন্তু তুমি তো বাসায়ও কিছু করতে দিচ্ছিলেনা!
আজ তোমাকে খুব গালি দিতে ইচ্ছা করছে। খুব খুব........ কিন্তু মহান আল্লাহ্র আদেশ..........
তুমি কেন মিলার সাথে গলা মিলিয়ে এই গানটা গাচ্ছ?
প্রেমের ফান্দে
পইড়া কান্দে
মজা এবার বুঝবে পণ্ডিতে..............
তুমি জান ওঁ কিন্তু মিলার সাথে সুরেলা গলা মিলিয়ে এই গানটা গায়
চলনা চলানা দূরে কোথাও
যেখানে থাকবেনা কোন বাধা
প্রেম খেলা সবাই জানে না...........................
AB এর সাথে গলা মিলিয়ে, তোমাকে শুনিয়ে এ গানটা আমি গাইতে চাই।
আজ নিয়ে তোমায় নেই সেই পিপাসা
মন জুড়ে তাই থাকে অনন্ত হতাশা।
দূরে তুমি আজও থেকে গেলে দূরে
কাছে এসে নিলে স্বপ্ন কেড়ে...................
AB এর সাথে গলা মিলিয়ে, তোমার কাছে আমার শেষ কথা
ফিরিয়ে দেবে যদি ব্যান্ডউইথ গুলো ফিরিয়ে দাও
শরতের আকাশের মত কেন প্রতিক্ষণে রং বদলাও?
তুমি জান ওঁ এখন আমার পাশে বসে এ গানটা গাচ্ছে
তোমার যত ব্যাথা আমায় দিয়ে দাও
আমার শুধু তুমি, তোমার করে নাও
আমার শুধু তুমি তোমার করে নাও.........................
ক্ষমা প্রার্থনাঃ
পাঠক, আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত। কিন্তু আজ ক্ষমা চাইব না (চেয়ে না পেলে যা হয় আর কি!) আপনারাই তো বাংলাদেশী নিজের মন মত পোস্ট হলে বুকে জড়িয়ে নেবেন না হলে...
পরিশেষঃ
এটি একান্তই আমার এক বিরল অনুভূতি। অনুভূতিতে কি মন্তব্য করা যায়? (কমেন্ট অফ রাখা হল)
কিন্তু অনুভূতির সাথে অনুভূতি ভাগাভাগি করা যায়। তাই লিনাক্স নিয়ে আপনার অনুভূতি (ভাল/মন্দ) জানার অপেক্ষায় রইলাম ফেসবুকে ।
আমি নতুন পন্ডিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ঢাকার ছেলে,ইমরান।দশম শ্রেণীর শিক্ষার্থী। ফ্রীল্যান্স আর পড়ালেখা নিয়ে জীবন।বাংলাদেশের নাগরিক হতে পেরে আনন্দিত। অন্যদের উৎসাহ দিতে ভাল লাগে। ইন্টারনেটে বাংলা লিখতে দারুন ভালোবাসি। CMS জুমলা জানতে, সমস্যায় সাহায্য করতে পারলে খুশি হব। ফোনঃ ০১৭৫১৭২৬০৩৪ আমার ফেসবুক প্রোফাইল অথবা আমার সাথে যোগাযোগের সকল সম্ভাব্য উপায়