৩ টি উপায়ে অনলাইনে আয় করুন [আসল অনলাইন ইনকাম]

সালাম দেওয়ার আগে বলে রাখি আপনি যদি ভিডিও দেখে বা বিজ্ঞাপণে ক্লিক করে আয় করার জন্য এখানে আশেন তাহলে আমি বলবো আপনি ভুল যায়গায় এশেপরেছেন তাই চলে যাওয়া আপনার জন্য শ্রেয়। আশাকরি ভালো আছেন, আমি আপনাদের দোওয়াতে অনেক ভালো। আশি করি সব সময় দেওয়া করবেন। আপনি কি এখন ভাবেন কিভাবে অনলাইনে নিজের ক্যারিয়ার গড়বেন? কিভাবে ৯-৫ টার আজাব থেকে মুক্তি পাবেন? তাহলে আপনার জন্য আমার আজকের টিউন হ্যা ভাই আমি আজো আপনাদের সাথে প্রমোট কোড শেয়ার করব হা হা হা, মজা করলাম চলুন শুরু করার যাক।  শুরু আগে একটি ছোট কথা আপনার যদি গাড়ি বা বাইক থাকে তাহলে আপনি Uber and Pathao এর সাথে যোগাযোগ করতে পারেন।

1.বিদ্যমান ওয়েবসাইট ব্যবহার করুন

আপনি অনলাইনে আয় করার জন্য কিছু বিদ্যমান ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, এইটা সক্রিয় এবং প্যসিভ আয় দুটোরই অন্তর্ভুক্ত। তাই আমি মনে করি অনলাইনে আয়ের জন্য বিদ্যমান ওয়েবসাইট আপনার জন্য অনেক উপকারী। তবে সকল কাজের সফলতার জন্য অনেক সময়ের প্রয়োজন এখানেও অনেক সময় প্রয়োজন হবে আপনার।

UpWork: এটি একটি মার্কেট প্লেস যেখানে অনেক বড় রকমের প্রোজেক্টের কাজ অন্যদের দিয়ে করিয়ে নেয় অনেক বড় বড় কোম্পানির মালিক রা, আপনার যদি ওয়েব ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইনের উপর ভালো হাত হতা থাকে তাহলে আপনার জন্য Upwork.

Fiverr: আরেকটি অসাধারন ওয়েবসাইট ফাইভার, আমি মূলত ফাইভারে কাজ করে থাকি, আমি এখন পর্যন্ত মাত্র $1000 ডলার আয় করেছি ফাইভার থেকে আমি ফাইভারে ওয়েবসাইট তৈরির কাজ করে থাকি এবং আমি এখন ফাইভারে লেভেল ১ সেলার, তবে ফাইভারে কাজ করার জন্য আপনার SKILL না থাকলেও চলবে কারন ফাইভারে এমন কিছু কাজ আছে যা SKILL ছাড়াই করা যায়। আপনি এখনি ফাইভারে চলে জান এবং প্রতিটা ক্যাটাগরি দেখুন কে কিভাবে কি বিক্রি করছে তাহলেই বুঝতে পারবেন আপনি কিভাবে ফাইভারকে আপনার ক্যারিয়ার বানাতে পারেন। তবে একটি ভালো কাজ শিখে এখানে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি।

এরকম অনেক ওয়েবসাইট আছে কিন্তু আমার কাছে এই ২টি বেস্ট তাই আপনিও ট্রাই করতে পারেন, লেগেথাকুন একটি সফলতা চলে আসবে।

2. নিজের পণ্য বিক্রি করাঃ

অনলাইনে অনেকে অনেক কিছু বিক্রি করে থাকে যেমনঃ ডোমেইন, হোস্টিং, ডিজাইন, ওয়েবসাইট এরকম আরো কতো কি, আপনি চাইলে আপনার নিজের পন্য বিক্রি করতে পারেন যেমন ডোমেইন হোস্টিং রেসেলিং করতে পারেন। আমাদের অনলাইন বাজারে এমন অনেক আছে যারা ডোমেইন হোস্টিং অন্যান্য সার্ভিস বিক্রি করে থাকে আপনি তাদের সাথে চুক্তি সেটা রে-সেল করতে পারেন।

#CodenDream এখন দিচ্ছেঃ ২৫ জিবি ওয়েব হোস্টিং, মাত্র ৯০০ টাকা মাস। আপনি আপনার ইচ্ছা মতো বিক্রি করতে পারবেন কারন ২৫ জিবির সাথে Unlimited Cpanel মানে আপনি আপনার ইচ্ছা মতো  Cpanel তৈরি করতে আপনার কাস্টমাদের কাছে হোস্টিং বিক্রি করতে পারবেন। আশাকরি আপনি আমার প্রমো কোড ব্যবহার করবেন কারন আমার প্রমো কোড ব্যবহার করলে আপনি পাবেন ২৫ জীবী ওয়েব হোস্টিং মাত্র ৭৫০ টাকায় ১৫০ ডিকাউন্ট। এই ডিস্কাউন্ট শুধু ১ মাসের জন্য না শারাজীবনের জন্য।

PromoCode: RONYHOSTRESELLER

Click Here for Order

3. অফিলিয়েট মার্কেটিংঃ

আমি আফিলিয়েট মার্কেটিং করে থাকি, বাংলাদেশী একটি ওয়েবসাইট CodenDream-এর প্রোডাক্ট আমি রে-সেল করি, এছারাও Godaddy-Hostgatore ও আমি আফিলিয়েটর হিসেবে আছি,

CodenDream:   এখানে আপনি অনেক সুবিধা পাবেন, যেমন আপনি তাদের প্রোডাক্ট যদি রিসেলিং করতে চান তাহলে তাদের কাছ থেকে না কিনেই আপনি বিক্রি করতে পারবেন। এবং তারা আপনার কাছ থেকে কিছু টাকা কমিয়ে রাখবেন যেনো আপনি একটু লাভ করতে পারেন এবং আপনি যদি তাদের প্রোডাক্ট তাদের চেয়ে বেশি দামেও বিক্রি করেন তাহলে তাদের কোন প্রবলেম নেই, আমার কাছে উনাদের এই জিনিষটা অনেক ভালো লাগে। আপনি চাইলে উনাদের সাথে কাজ করতে পারেন।

HostGator:  আপনি এখান থেকেও অনেক টাকা আয় করতে পারবেন কিন্তু আপনাকে প্রচুর পরিমান মার্কেটিং জানতে হবে, প্রথম কাস্টার আপনার লিংকে নেওয়া অনেক কস্ট হবে। কিন্তু কমিশনটি দারুন।

আশাকরি আমার টিউনটি আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের কোন প্রকার হেল্পার প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে আমি 

Level 0

আমি মোঃ রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এপ্স ব্যবহার করে আপনার অ্যানড্রয়েড মোবাইলের মাধ্যমে টাকা উপার্জন করুন।
বিস্তারিত জানতে ভিজিট করুণ
https://onlineeasyearning0713.wordpress.com/