সবচেয়ে জনপ্রিয় লিনাক্স ডিই গ্নোম (Gnome) এর তৃতীয় সংস্করণ মুক্তির পথে রয়েছে। সে হিসেবেই চালু করা হয়েছে গ্নোম ৩ এর ওয়েবসাইট। লিংকঃ http://gnome3.org/ সাথে এর আলফা ভার্সনও রিলিজ করা হয়েছে। পূর্ণ সংস্করণ মুক্তি পাবে এপ্রিল মাসে।
গ্নোম ৩ এর অন্যতম একটা স্লোগান হচ্ছে
Made of Easy
গ্নোম ৩ এ আসছে বিল্টইন মেসেজিং এবং নোটিফিকেশন সিস্টেম। এতে এতদিন অব্যবহৃত থাকা উইন্ডোজ কীও ব্যবহার করা হবে।
ও ভাল কথা। এপ্রিলে কিন্তু উবুন্টুরও নতুন ভার্সন বাজারে আসছে। আর সেটাও আসছে নতুন আরেকটা ডিই ইউনিটি নিয়ে। উবুন্টু ১১.০৪ আসবে ইউনিটি ২ডি সহ। তবে চিন্তার কোন কারণ নেই। আপনি চাইলে ইউনিটি থেকে গ্নোম ৩ এও মুভ করতে পারবেন।
উপরেরটা ইউনিটি আর নিচেরটা গ্নোম ৩। দেখুন কেমন দেখা যায়।
আপনার যদি টেস্ট করার অভ্যাস থাকে তাহলে এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করার কোন দরকার নেই। এখনই গ্নোম ৩ চেখে দেখতে পারেন। JHBuild এর সাহায্যে আপনি খুব সহজেই ব্যবহারযোগ্য আলফা ভার্সন তৈরী করে ফেলতে পারবেন। বিস্তারিত দেখুন এখানেঃ http://gnome3.org/tryit.html
ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন।
লিংকঃ http://bn.ibabar.com/tech/compu/ubuntu/gnome3-website-released.html
আমি বাবর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 989 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রীল্যান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং ডিজাইনার। | উবুন্টু ব্যবহারকারী | ওপেনসোর্স প্রেমিক | সিইও @ ওয়ার্কার্সল্যাব
থেঙ্কু বাবর ভাইজান