Compressed Software-এর ফ্রিওয়্যার সফটওয়্যার (ফ্রিতে ভালো পেলে কিনবেন কেন?)

Zip Softwareআমরা সাধারণত compressed সফটওয়্যারের ক্ষেত্রে ফ্রিওয়্যার-এর চেয়ে ফুল ভার্সন ব্যবহার করি।
প্রথমে আসি, কম্প্রেসড ইউটিলিটি গুলো সাধারণত নিম্নোক্ত ফরম্যাটে হয়ে থাকে।
ফরম্যাটগুলো হলো rar,zip,jar,iso,7z,tar,bz2,gzip,arz প্রভৃতি ফরম্যাটে হয়ে থাকে।সাধারণত নেট থেকে ডাউনলোড করতে গেলেই আমাদের প্রথম দুটি ফরম্যাট বেশী প্রয়োজন হয়। কারণ এর ফলে কিছুটা ভাইরাস মুক্ত থাকে।আর এতে ফাইলের আকার বেশ ছোট হয়ে আসে।এজন্য আমরা ব্যবাহার করি সাধারণত Winrar এবং WinZip. কিন্ত দুটিই ফ্রিওয়্যার নয়। এজন্য আমরা সাধারণত ক্র্যাক বা সিরিয়াল কিসহ ডাউনলোড করে ব্যবহার করি। যেহেতু টেকটিউনসহ অন্যান্য সাইট ফ্রিওয়্যারকে স্বাগত জানায় তাই এই সফটওয়্যার দুটির বিকল্প কিন্ত এদের মতোই কার্যকর বা কোন ক্ষেত্রে এগুলোর চেয়ে ভালো কিন্ত ফ্রিওয়্যার সেগুলোই আমি উল্লেখ করবো ইনশাআল্লাহ।

প্রথমেই যেটির নাম বলছি সেটি বেশ ছোট কিন্তু কাজের ও বেশ পরিচিত।
সেটি হলো:
7-Zip:
এটি একটি অসাধারণ ফ্রিওয়্যার সফটওয়্যার।এর কার্যক্ষমতা অন্য সব সফটওয়্যারের থেকে বেশ ভালো। এটির আকারও বেশ ছোট।এক মেগা্বাইটের কাছাকাছি। অথচ এটি সবধরণের ফরম্যাট সাপোর্ট করে এবং এর কম্প্রেসড করার এবং এক্সটাক্ট করার গতি অনেক ফাস্ট।
ডাউনলোড:

PeaZip:

এটাও ফ্রিওয়্যার। বেশ ভালো। এর পোর্টেবল ভার্সনও আছে। এটির কম্প্রেসড ও এক্সট্রাক্ট করার ক্ষমতা winrar এর চেয়েও ফাস্ট।
তবে এটির অপশনগুলো আসে Send to অপশনে।

IZArc:
এটিও ফ্রিওয়্যার ।এবং এটিরও কম্প্রেসড করার ক্ষমতা বেশ ভালো।প্রায় 7-Zip এর মতো।
ডাউনলোড:

Compressed IT:
এটি একটি বিকল্প সফটওয়্যার। এটিও কম্প্রেস করতে ব্যবহৃত হয়।
ডাউনলোড:

QuickZip:
এটি আরেকটি জিপ সফটওয়্যার এবং ফ্রিওয়্যার।এটিও বেশ ভালো।
ডাউনলোড:

Ultimate Zip:
এটিও ফ্রিওয়্যার: ব্যবহার করতে পারেন।
ডাউনলোড

FreeZip:
এটিও ফ্রিওয়্যার। এটাও বেশ ভালো এর তালিকা ফ্রিওয়্যার এর মধ্যে বেশ উপরে।

ডাউনলোড:

KGB Archiver:
এটিও ফ্রিওয়্যার এবং এর কম্প্রেস করার হার বেশ ভালো। কিন্ত এটি বেশ স্লো।তবুও ব্যবহার করে দেথতে পারেন।
ডাউনলোড:

আরো সফটওয়্যার এর তালিকা জানতে চাইলে এখানে ক্লিক করুন:

অথবা,
এখানে

Level 0

আমি শাহাদাত হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 214 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am shahadat from RUET. I am so simple.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সফটগুলির সাথে পরিছয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ