ওপেনসোর্সের সুবিধা এবং অসুবিধা

ওপেনসোর্স শব্দটির সঙ্গে আমরা প্রায় সবাই কমবেশী পরিচিত, লিনাক্স ব্যবহারকারী তো বটেই। আমরা কখনো জেনে, কখনো না জেনে ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহার করি। যেমন, Mozilla Firefox। এই ব্রাউজারটি খুবই জনপ্রিয় এবং ওপেনসোর্স। তেমনি আমাদের টেকটিউনস, তা চলছে WordPress এ, যা ওপেনসোর্স! আসুন, এবার ওপেনসোর্সের সুবিধা অসুবিধা সম্পর্কে জানি।

ওপেনসোর্স

সুবিধাঃ

  • কোন সফটওয়্যার ব্যবহার করতে নগদ মূল্য দিতে হয় না।
  • অনেক ডেভেলপার একসঙ্গে কাজ করে বলে অনেক তাড়াতাড়ি প্রোগ্রামটি শক্তিশালী হয়।
  • অনেক ভাষায় প্রোগ্রামটি অনূদিত হয়।
  • প্রোগ্রামের কোন বাগ থাকলে অভিজ্ঞ ব্যবহারকারীরা আপনাআপনি বাগ ফিক্স করেন অথবা, ডেভেলপারদের জানিয়ে দেন।
  • প্রোগ্রামের যেকোন সমস্যায় ভালো সাপোর্ট পাওয়া যায়।

অসুবিধাঃ

  • সহজেই সিকিউরিটি হোল খুঁজে পাওয়া যায় এবং হ্যাকেবল। (যেমনঃ Joomla!)

ওপেনসোর্সের সুবিধা যেমনি আছে, তেমনি আছে অসুবিধা। তবুও, বাংলাদেশের মত দেশের পক্ষে ওপেনসোর্সই আশার আলো।

Level 0

আমি অনিরুদ্ধ অধিকারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুলে ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছাত্র। জীবনের দুইটি ভালোবাসা হল গণিত এবং লিনাক্স।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ অনিরুদ্ধ ওপেন সোর্স সম্পর্কে জানানোয়।

aro details kichu likhte parten

Level 0

ভাই, ওপেনসোর্স এত বিস্তারিত জিনিস যে তা কয়েক লাইনে তার সুবিধা- অসুবিধা লিখলে সেটা মাত্র দুই মার্কসের উত্তর হয়ে যায়।।
আরও বিস্তারিত লেখার অনুরধ জানাচ্ছি।

প্লিজ বি পজেটিভ, আপনি বললেন ওপেনেসোর্স এর অনুবিধা হল হ্যাকিং হয়। আচ্ছা এক জুমলা হ্যাকিং হয় জন্য কি সব হ্যাকিং হয়? কখনো শুনেছেন লিনাক্স হ্যাক হতে? এদিক দিয়ে বলতে গেলে তো ক্লোজডসোর্সগুলাই বেশি হ্যাক হয় যেমন উইন্ডোজ এবং তৎসংলগ্ন প্রোগ্রামগুলো।

    আমি লিনাক্স নিয়ে ৫ বছর ও বেশি সময় নিয়ে কাজ করছি কখনও লিনাক্স হ্যাক হতে শুনিনি…… (যদিও বেশি দিনের অভিজ্ঞতা নাই।)

    তারপরও ওপেন সোর্স BEST

আমি ব্যক্তিগতভাবে Ubuntu 10.04 LTS এবং CentOS 5.5 ব্যবহার করি। আমি তো বলিনি যে ওপেনসোর্স মানেই হ্যাক! আমি বলেছি vulnerability থাকে বেশী। যা Joomla! র মত web app এ দেখা যায়।

    কেউ যদি তার সফটকে যথেষ্ট সিকিউর করে না বানায় তাহলেতো বলার কিছু নাই, কিন্তু লক্ষ্য করুন ওপেসসোর্স হওয়াতে কিন্তু সহযেই অনেক লোক তার সিকিউরিটি হোল গুলো খুজে পায়, এবং এতে তাকে সিকিউর করা সম্ভব হয়, কারন শুধুমাত্র গুটিকয়েক ডেভলপারের দ্বারা একটি প্রোগ্রামের সিকিউরিটি হোল বন্ধ করা সম্ভব না, আর জুমলার কথা বলছেন “ব্যাতিক্রম উদাহারন না।”

Level 2

ধন্যবাদ অনিরুদ্ধ ওপেন সোর্স সম্পর্কে জানানোয়।

@dollar0101, নিজের ব্লগে এ্যাড দিয়েতো ভাই আপনি টিটি এর কমেন্ট বোর্ড ভড়ায় দিচ্ছেন। এটা কোন ধরনের ছোট মন মানুসিকতা। 🙁

Level 0

ফাইজলামু করার জায়গা পান নাই নাকি? আপনি যদি রিলেটেড কিছু কমেন্ট করতে না পারেন তাহলে এভাবে স্যামিং করছেন কেন?