ওপেনসোর্স শব্দটির সঙ্গে আমরা প্রায় সবাই কমবেশী পরিচিত, লিনাক্স ব্যবহারকারী তো বটেই। আমরা কখনো জেনে, কখনো না জেনে ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহার করি। যেমন, Mozilla Firefox। এই ব্রাউজারটি খুবই জনপ্রিয় এবং ওপেনসোর্স। তেমনি আমাদের টেকটিউনস, তা চলছে WordPress এ, যা ওপেনসোর্স! আসুন, এবার ওপেনসোর্সের সুবিধা অসুবিধা সম্পর্কে জানি।
ওপেনসোর্সের সুবিধা যেমনি আছে, তেমনি আছে অসুবিধা। তবুও, বাংলাদেশের মত দেশের পক্ষে ওপেনসোর্সই আশার আলো।
আমি অনিরুদ্ধ অধিকারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুলে ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছাত্র। জীবনের দুইটি ভালোবাসা হল গণিত এবং লিনাক্স।
ধন্যবাদ অনিরুদ্ধ ওপেন সোর্স সম্পর্কে জানানোয়।