সাইফ দি বস ৭’র সোলায়মানলিপি ভার্সন টু

বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় ফন্ট কী? কোন ফন্টটি সবচেয়ে দেখতে সুন্দর? কোন ফন্টটি সব ওয়েবসাইটে একচেটিয়া ইউজ হচ্ছে? কোন ফন্টটি এক কথায় সবার মন কেড়েছে?
নিশ্চয়ই সবার উত্তর হবে সোলায়মানলিপি? হ্যা! সেই সোলায়মানলিপিকেই আরো একটু কাস্টোমাইজ ও মডিফাই করে বানিয়ে ফেললাম আজ সোলায়মানলিপি ভার্সন টু!

সোলায়মানলিপি ফন্টটা নিয়ে কাজ করলাম কারণ এই ফন্টটি সবচেয়ে সেরা ফন্ট হলেও এর কিছু সমস্যা ছিল। যেমন এই ভার্সনটি উইন্ডোজের গুগল ক্রোমের ইংলিশ রেন্ডারিং এ বেশ ঝামেলা করত। এর প্রধান কারণ ছিল English Letter গুলো একসাথে মিক্স হয়ে ভজঘট হয়ে যেত এবং কিছুই পড়া যাইত না! । যেহেতু আমি ক্রোম ইউজার প্রথম থেকেই তাই সোলায়মান করিম ভাইয়ের তৈরী সোলায়মানলিপি ভার্সন ১.০ ইউজ করতাম। কিন্তু কালকে কি মনে হতে একুশের লেটেস্ট সোলায়মানলিপিটা কাস্টোমাইজ করার সিদ্ধান্ত নিলাম এবং কিছু কাস্টোমাইজেশন করে এটিকে রিলিজ উপযোগী মনে করে আজ রিলিজ করছি।

সোলায়মানলিপি ভার্সন টু - নতুন কী?

  1. ইংলিশ ক্যারেকটারগুলো ক্রোমে যে মিলেমিশে একাকার হয়ে জগাখিচুড়ী হয়ে যেত, সেটা ফিক্স করা হয়েছে। [কৃতজ্ঞতাঃ সারিম ভাই]
  2. ইংলিশ ক্যারেকটারগুলো আগের লো কোয়ালিটি ফন্টে আসবে না। ক্যানোনিকালের তৈরী Ubuntu ফন্টে আসবে।
  3. এটি ক্রস ব্রাউজার কম্পাটিবল। মানে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার ও অপেরাতে কাজ করে।
  4. এটি আংশিক ক্রস ও এস কম্পাটিবল। লিনাক্স ও উইন্ডোজে সাপোর্ট করে। (ম্যাকে চলবে না!)
  5. এটি সম্পূর্ণভাবে গুগল ক্রোম সাপোর্টেবল। উইন্ডোজ ও লিনাক্স উভয় ওএসের ক্রোম সাপোর্ট করে।

স্ক্রিনশটঃ

ডাউনলোড করার জন্যঘুরে আসুন

সাইফ দি বস ৭ এর ব্লগে।

নোট: সাইফ দি বস এর অনুরোধে টিউনটি টিটিতে প্রকাশ করা হলো

Level New

আমি ইলিয়াস আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 396 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইলিয়াস আহমেদ, তথ্য প্রযুক্তি ভালবাসি.নিজেকে সবসময় তথ্য প্রযুক্তির মাঝে ডুবিয়ে রাখতে চাই, আশাকরি আপনাদের মাঝে নিয়মিত থেকে অনেক কিছু জানাতে এবং জানতে পারব ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সোলায়মানলিপি ভার্সন টু ডাউনলোড লিঙ্ক কউ?

    ডাউনলোড লিন্কতো ভাই দেয়াই আছে। ডা উনলোড করার জন্য ঘুরে আসুনএই লিখাটির উপর ক্লিক করুন ধন্যবাদ।

ভাই এটাচমেন্টে তো কিছু নেই। ডাউনলোড লিংকটি কি আবার দিবেন

    ভাই ডাউনলোড লিন্ক এ ক্লিক করার পরে যে পেজটি ওপেন সেই পেজটিকে ব্রাউজারের file option এ গিয়ে save page as এ save করুন,তাহলেই আপনি ফন্টি পেয়ে যাবেন,ধন্যবাদ।

ডাউনলোড করতে পারলাম না।

    ভাই ডাউনলোড লিন্ক এ ক্লিক করার পরে যে পেজটি ওপেন সেই পেজটিকে ব্রাউজারের file option এ গিয়ে save page as এ save করুন,তাহলেই আপনি ফন্টি পেয়ে যাবেন,ধন্যবাদ।
    আপনিও একই পদ্ধতি অবলম্বন করুন।