পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট 'কে সংক্ষপে বলা হয় পিডিএফ, এই ফরমেটের ফাইলের সাথে প্রায় সবাই পরিচিত। অনেক সময় নান কাজে প্রয়োজন হয় পিডিএফ ফাইল এডিট করার তখন হয়তো সমস্যার সস্মুখীন হতে হয়। এই পোস্টি দ্বারা আশা করি সে সমস্যা থাকবে না। আপনার সাথে শেয়ার করবো ৫টি ফ্রিওয়্যার পিডিএফ ফাইল এডিট করার সফটওয়্যার যাদ্বারা আপনি খুব সহজে পিডিএফ ফাইলে এডিট করতে পারবেন। পিডিএফ ফাইল তৈরী করার জন্য টিনটিন ভাইয়ের "পিডিএফ তৈরির পাঁচটি জোসস্ টুল" এই পোস্ট'টি দেখতে পারেন।
ডাউনলোড লিঙ্কে প্রবেশ করে সফটওয়্যারগুলো সম্পর্কে আরো বিস্তারিত ধারনা পাবেন। এছাড়া সফটওয়্যারগুলো দ্বারা আপনি পিডিএফ থেকে অন্য ফরমেটে ফাইল কনভার্ট করতে পারবেন। অনলাইনে পিডিএফ ফাইল এডিট করতে Merge PDF, Split PDF ব্যাবহার করতে পারেন।
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মরি হায় হায় রে। আরেক খানা কষ্ট করি আরেকটু লিখলে এই গরিব(ব্যান্ডুইথ) ছাওয়ালের জন্য উপকার হত আর কি।
আমার কাছে “Nitro PDF Reader” আছে। এইটার চেয়ে এখানে যেটা ভাল সেইটা বললে নিতে পারতাম আর কি। :shy: 🙂