আপনাদের সাথে শেয়ার করবো ৫টি পিসি অপটিমাইজার সফটওয়্যার যাদ্বারা আপনার কম্পিউটারে আপনি সবসময় গতিময় রাখতে পারবেন সফটওয়্যারগুলোর কাজ হলো কম্পিউটারে রেজিষ্ট্রি এরর, ট্রেম্প ফাইল ডিলেট, ফ্রিক্স সর্টকার্ট এরর, পিসি'তে যত অপ্রয়জনীয় ফাইল আছে তা ডিলেট করে আপনার কম্পিউটারের পারফমেন্স বৃদ্ধি করবে সাথে কম্পিউটারকে আরো গতিশীল করবে। সবগুলো সফটওয়্যার ফ্রি-ওয়্যার তাই লাইসেন্স বা সিরিয়াল কী নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। চোখ বন্ধ করে নামিয়ে নিতে পারেন আপনার পছন্দের যে কোন একটি সফটওয়্যার।
এটি একটি দারুন ইউটিলিটি সফটওয়্যার যাদ্বারা আপনার কম্পিউটারের যত অপ্রোজনীয় সফটওয়্যার আছে তা ডিলেট করতে পারবেন। এছাড়া কম্পিউটারের সফটওয়্যার'টি তে আপনি ক্লিনআপ রিপায়ার, অপটিমাইজ/ ইমপ্রুভ, প্রাইভেসি / সিকিউরিটি, ফাইল এন্ড ফোল্ডার, সিস্টেমটুল ইত্যাদি অপশন পাবেন যা দ্বারা আপনি খুব সহজে কম্পিউটার'কে জামেলা মুক্ত রাখতে পারেন।
"SlimCleaner" আরো একটি ভালো ইউটিলিটি সফটওয়্যার যাদ্বারা আপনার কম্পিউটারের অপ্রোজনীয় ফাইল ডিলেট করে কম্পিউটারকে আরো গতিময় করতে পারবেন এবং কম্পিউটারের পারফমেন্স বাড়াতে পারবেন। এ সফটওয়্যারের মাধ্যমে এনালাইজ করে কম্পিউটার পরিষ্কার রাখতে পারেন সর্বক্ষন।
"CCleaner" আরো একটি জনপ্রিয় ফ্রিওয়্যার সফটওয়্যার। যাদ্বারা আপনার কম্পিউটারের ভালো করে যত্ন নিতে পারবেন এবং পারফমেন্স বাড়াতে পারবেন এছাড়া ব্রাউজারের অপ্রয়জনীয় ডাটা ডিলেট করে ব্রাউজিং আরো দ্রুত করতে পারবেন। সফটওয়্যার'টি সম্পর্কে আরো ভালোভাবে জানতে ডাউনলোড লিঙ্কে দেখতে পারেন।
"TweakNow" ফ্রিওয়্যার খুব ভালো একটি সফটওয়্যার। একটি সফটওয়্যার দ্বারাই আপনি কম্পিউটারের অপ্রয়োজনীয় ডাটা মুছতে পারবেন, ডিস্ক এনালাইজিং করতে পারবেন, চাইলে ইন্সটল করা সফটয়্যারগুলো সহজে আনইন্সটল করতে পারবেন। স্টার্ট-আপ ম্যানেজার দ্বারা মনের মত করে প্রোগ্রামগুলো সাজাতে পারবেন। ভাচুর্য়াল ডেস্কটপ দ্বারা আপনার কম্পিউটারের ডেস্কটপকে নতুন রূপে সাজাতে পারবেন। সিস্টেম ব্যাকআপ রাখতে পারবেন...
এটিও একটি ফ্রিওয়্যার সফটওয়্যার যা দ্বারা কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইল মুছতে পারবেন এবং রেজিষ্ট্রি জনিত সমস্যা ফিক্স করতে পারবেন। এছাড়া সবসময় আপনার কম্পিউটার মনিটরিং করবে এই সফটওয়্যার'টি সমস্যাগুলো খুজে বের করে সেগুলোর সমাধান করবে। আপনার কম্পিউটারের স্টার্ট আপ প্রোগ্রামগুলো সাজাতে পারবেন। আরো বিস্তারিত জানতে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে সফটওয়্যার'টির সাইটে জানতে পারবেন।
এই ৫টি সফটওয়্যার থেকে যেকোন একটি আপনি ব্যাবহার করতে পারেন। আশা করি আপনাদের কাজে আসবে পোষ্ট'টি, আর কাজে আসলেই আমার টিউন করা সার্থক।
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আরো ভালো প্রয়োজনীয় সফট নিয়ে আলোচনা করবেন ok…!