আমি আগের পর্বে মাইক্রোওয়ার্কারস নিয়ে আলোচনা করেছিলাম । আগের পর্ব দেখতে http://micro-job.blogspot.com/2010/12/blog-post.html ।
এই পর্বে আমি PTC সাইট নিয়ে আলোচনা করব । PTC সাইটে রেজিঃ করতে নিচের লিঙ্ক গুলোতে যান
১. http://www.onbux.com/?rh=042b7064033b174111a5cb4849739b9b
২. http://www.neobux.com/?rh=616A6F626A6F6E
PTC এর পূর্ন রুপ হচ্ছে paid to click । ইন্টারনেট এ কাজেন ভিতরে সবচেয়ে সহজ কাজ হল এটা ।এখানে তেমন কোনো পরিশ্রমই হয়না । আপনি নেট এ বসেছেন ? ফেসবুক এ চ্যট করতেছেন ? ইয়াহুতে চ্যাট করতেছেন ? করুন এই ফাকে আপনি এই কাজটা করতেপারেন ।বিস্বাস করবেন কিনা জানি না আমি এই ভাবেই সব কাজ করি ।
আপনি যদি PTC সাইটে কাজ করতে চান তাহলে উপরের লিঙ্ক থেকে রেজিঃ করে কাজ শুরু করে দিন ।
প্রতিটি সাইটে আপনি 4 টি করে এড পাবেন প্রতিদিন । প্রতিটি এডে ক্লিক করলে আপনি পাবেন ০.০১ ডলার । ইনকামটা কমহয়ে গেলো না ? চিন্তা করবেন না উপায় আছে । অপেক্ষা করুন বলব । আর ইনকাম যাই হোক একটা কথা আছে না যে, "নাই মামার চেয়ে কানা মামা ভালো " ।
তাই আর দেরি না করে কাজ শুরু করে দিন ।
এইবার আসুন কিভাবে আয় বাড়ানো যায় তা দেখি । আয় বাড়ানোর জন্য আপনার মেম্বার শিপ আপগ্রেড করতে হবে এবং রেফারেল কিন্তে হবে ।
আমি বলব আগেই রেফারেল কেনার দরকার নাই । আগে আপনি আপনার রেফারেল লিঙ্কটা আপনার বন্ধু দেরকে দিন তারা account করুক তার পর আস্তে আস্তে আপনি রেফারেল কিনুন ।আর আপনার বন্ধুরা account করে তাদের রেফারেল লিঙ্কটা একই ভাবে প্রচার করুন । এতে আপনার রেন্টেড রেফারেল বাড়বে । এই ফাকে আপনি আরও ভালো করে PTC সম্পর্কে জানুন বুঝুন । এইভাবে দেখবেন আপনি এক সময় ভালো ইনকাম পাচ্ছেন ।
আর একটি কথা এক ip দিয়ে কখনও ২টা id খুলবেননা । যদি খুলেন তাহলে আপনার account বাতিল করে দিবে ।
আপনি মাইক্রোওয়ার্কারস এ কাজ করুন ভালো ইনকাম পাবেন । মাইক্রোওয়ার্কারস এ কাজ করার ফাকে ফাকে এই PTC সাইট গুলো করবেন তা হলে দেখবেন আপনার সব দিক থেকেই লাভ ।
ডলার কিভাবে তুলবেনঃ আপনার মাইক্রোওয়ার্কারস এবং PTC থেকে প্রাপ্ত ডলার আপনি এলার্ট পে , মানি বুকার্স , পেপাল ( বাংলাদেশে সাপোর্ট করে না ) ইত্যাদি দিয়ে তুলতে পারবেন । ডলার উঠানোর জন্য নিচের লিঙ্ক গুলো account করুন
১. https://www.alertpay.com/?4qIh%2fLEh0no4B9Y9Qvxywg%3d%3d
২. https://www.moneybookers.com/app/?rid=19365418
আশা করি আমার পোষ্টি নতুনদের কাজে লাগবে । আর কারো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করুন আমি উত্তর দিতে চেষ্টা করব । আর কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি সাহায্য করব ।
মাইক্রোওয়ার্কারস এর প্রত্যেকটা কাজের উপর আরো বিস্তারিত লেখার চেষ্টা করব ।
ধন্যবাদ সবাইকে
আমি ইকরামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যারা কমন IP ব্যবহার করেন যেমন ZOOM, GP বা BL ব্যবহার করেন তারা কি microworkers.com বা PTC এর মাধ্যমে কাজ করতে পারবেন?
বিস্তারিত জানালে উপকৃত হব।
ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য।