বিনামূল্যে বাসায় আসবে উবুন্টুর নতুন edition এর সিডি (না পড়লে চরম মিস করবেন)

বিনামূল্যে উবুন্টু

ওপেনসোর্স ভিত্তিক জনপ্রিয় কম্পিউটার অপারেটিং সিস্টেম উবুন্টুর নতুন সংস্করণ বাজারে ছেড়েছে উবুন্টু কর্তৃপক্ষ। বাজারে আসা নতুন সংস্করণটি হলো উবুন্টু ১০.০৪।

নতুন এ সংস্করণটি এলটিএস ঘরানার। আর তাই নতুন এ সংস্কণের ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদী সহায়তা করবে উবুন্টু।

অন্যান্য সংস্করণে সাধারনত ১৮ মাস সহায়তা করা হলেও নতুন সংস্করণে এর মেয়াদ হবে তিন বছর পর্যন্ত।

সাধারণত দুই বছর পর পর নতুন সংস্করণ বাজারে আনে লিনাক্স কর্তৃপক্ষ।

অপারেটিং সিস্টেমটির মূল সংস্করণ ইংরেজিতে হলেও ব্যবহারকারীরা চাইলে এটি বাংলায়ও ব্যবহার করতে পারবেন।

যাদের ইন্টারনেট স্পিড ভালো তারা উবুন্টু.কম/গেটউবুন্টু ঠিকানার ওয়েবসাইট থেকে বিনামূল্যে উবুন্টু অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করতে পারবেন।

চাইলে বিনামূল্যে একটি উবুন্টু সিডিও পেতে পারেন। উবুন্টু কর্তৃপক্ষ আপনার বাসায় পৌছে দিবে এ সিডি।

এজন্য সর্বপ্রথম শিপইট.উবুন্টু.কম ঠিকানার ওয়েবসাইটে যান।

উবুন্টু সিডি

এবার রিকোয়স্ট ফর এ উবুন্টু সিডি লেখা ট্যাবে ক্লিক করুন।

ক্রিয়েট এ অ্যাকাউন্ট অপশনের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।

মেইলে একটি কনফার্মেশন লিংক পাবেন। লিংকটি ভেরিফিকেশন করুন। আপনার নাম ঠিকানা দিয়ে উবুন্টু সিডির জন্য রিকুয়েস্ট করুন। একাধিক সিডির জন্য বিশেষ রিকুষেস্ট অপশনটি ব্যবহার করতে হবে।

আপনার নাম ঠিকানা সাবমিট হওয়ার পর কয়েকদিনের মধ্যে আপনার বাসায় পৌছে যাবে উবুন্টু সিডি।

Level 0

আমি রাতের বন্ধু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বহুত পুরান কথা…

    ভাই এই বহুত পুরান কথা…ই অনেক মানুস জানে না,তাই তাদের জানানর জন্য আমের এই লেখা শুধু আপনি জানলে তো আর হবে না সবাইকে জানতে হবে।

অনেক দিন আগেও ঠিক তাই করেছিলাম। কিন্তু এখনো কোন খবর নাই, পোষ্টম্যানের পথ চেয়ে বসে আছি………….

    ভাই আমি এ পজন্ত জতবার rec. করেছি ততবার CD পেয়েছি কনবার miss হই নাই,তবে আমার মনে হই আপনি আপার Address ঠিক মত দিতে পারেন নাই।

আপনি বলেছেন- কয়েকদিনের মধ্যে আপনার বাসায় পৌছে যাবে উবুন্টু সিডি। কিন্তু আমার জানামতে সিডি পেতে হলে কমপক্ষে ৪-৬ সপ্তাহ অপেক্ষা করা লাগে।

আমি কুরিয়ারের খরচ দিব আমার সিডি চাই। ০১৭২২৫০২৪৫১ আব্দুর রব শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। সুন্দর বন বা করোতয়া।

Level 0

আমি আবেদন করে পাইনি ।আমাকে যদি সুন্দরবন কুরিয়ার এ CD পাঠান তাহলে ভাল হয়।আমি খরচ দিব।নাম শুভ বিশ্বাস কেশবপুর,যশোর । ০১৭২৯৮৩৩১৫২।