আসাসালামুলাইকুম সম্মানিত টেকটিউন কমিনিউটি আমি আপন আজ আমি কোন টেকি টিউন নিয়ে আসিনি। টাইটেল দেখে অনেকে হয়তো অবাক হয়েছেন যে কেন আমি সুধু রংপুর বিভাগের এর টিউনরিডার দের ডেকেছি।অবাক হওয়ারই কথা কারন এমন কি বলবো যে সেটা সুধু রংপুর বাসীদের কাজে লাগবে। আসুন কথা না বাড়িয়ে যা বলতে এসেছি তা বলেই ফেলি। অনলাইনে কেনাকাটা এখন একটা কমন বিষয় হয়ে গেছে। আজ এই প্রযুক্তির যুগে মানুস তার কাজগুলোকে অনেক সহজ করে নিচ্ছে, মানুস এখন ব্যাস্ততা ও অন্যান্য কারনে কেনাকাটার মাধ্যম হিসেবে অনাইনকেই বেছে নিয়েছে। আমিও তার ব্যাতিক্রম নই, ব্যাস্ততা ও দোকানদারের সাথে দামাদামির ঝামেলা এড়াতে ছোটখাট কেনাকাটা গুলো অনলাইনেই সেরে ফেলি। আমি সাধারণত ঢাকাতে অবস্থিত বিভিন্ন অনলাইন শপ থেকে কেনাকাটা করতাম। আর আমার বাড়ি রংপুর জেলাই হওয়াই অর্ডার করার পর পণ্যটি হাতে পেতে ২-৩ দিন সময় লাগত আর সেটিও সরাসরি হাতে পেতামনা সংগ্রহ করতে হতে কুরিয়ার থেকে। এটাও আমার কাছে ঝামেলার মনে হত আর তাই ভাবতাম যদি আমাদের রংপুর বিভাগে একটি অনলাইন শপ থাকতো তাহলে শুধু আমিনা গোটা রংপুর বিভাগের মানুষ অনেক উপকৃত হত। এই কথা ভাবতে ভাবতে গুগলে সার্চ করে দেখি যে রংপুরে এমন কোন অনলাইন শপ আছে নাকি। খুব একটা খুজতে হয়নি, সহজেই একটা সাইটের সন্ধান পাই যেটার নাম রংপুর মার্কেট ডট কম, খুব একটা দেরি নাকরে ঢুকে পরি সেই সাইটে। ঢুকেই চোখে পরে কিছু উইন্টার কালেকশনের কিছু জ্যকেট, সোয়েটার ও শাল, সবগুলই ব্যান্ডেড এবং দাম মোটামুটি সহনীয় পর্যায়ের। তারা আসলেই রিয়েল নাকি ফেক তা যাচাই করার জন্য আমার নিজের জন্য একটি সোয়েটার ও একটি শাল অর্ডার করি, অর্ডার করার ২-২.৩০ ঘন্টা পরে একটি কল আসে সেই রংপুর মার্কেট ডট কম থেকে। তার কলটি করেছিলো অর্ডারটি কনফার্ম করার জন্য, কল করে তারা আমার অর্ডার করা পণ্য দুটির পেমেন্ট করতে বলে এবং আমি খুব একটা না ভেবেই বিকাশে পেমেন্ট করে দেই। পেমেন্ট করার পর অবশ্য একটা টেনশনে ছিলাম যে আমি কি সত্যিই আমার জিনিসগুলো হাতে পাবো? সেই চিন্তার অবসান ঘটিয়ে পেমেন্ট করার ৫-৬ ঘন্টা পর একজন বাসায় এসে আমার অর্ডার করা পণ্য দুটি দিয়ে যায়। আর আমার আর একটা চিন্তা ছিল কোয়ালিটি নিয়ে মাসাল্লাহ সেটাও ঠিকঠাকই ছিল।
তাই আমি রংপুরবাসীদের উদ্দেশে বলছি যারা অনলাইনে কেনাকাটা করেন বা করতে ইচ্ছুক তারা এই সাইটটি থেকে কিনতে পারেন। তাদের গ্রাহক সেবা ও পন্নের মান অনেক ভাল আর তাদের বিপুল পরিমান পণ্য থাকায় আপনার পছন্দের পণ্যটি খুজে পেতে খুব একটা বেগ পেতে হবে না। না কিনলেও একবার ঘুরে আসতে পারেন তাদের সাইটটি থেকে। এদের সাইটের লিঙ্ক এখানে>
আমি আসাদুসজামান আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই শুধুই শীতের বস্ত্র অনান্য পণ্য না থাকলে সুবিধা হয় না।