আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো। যে যে অবস্থানে আছেন, নিজের অবস্থানকে আরো সুদৃঢ় করতে চেষ্টা অব্যাহত যুগ যুগ থেকে ছিলো এবং থাকবে। তারই ধারাবাহিকতায় বর্ত
মান অবস্থার পাশাপাশি নিজেকে আরো ভালো অবস্থানে নিতে বিভিন্ন মাধ্যমের পাশাপাশি চাকুরীর সাইট গুলোর প্রতি অনেকেরই নজর থাকে।
কিন্ত চাকুরীর সকল সাইট গুলোতে নির্ভ রযোগ্য বলা যায় না।
নিচে বৈশিষ্ট্য সম্বলিত চাকুরীর কয়েকটি ওয়েবসাইটের এর পরিচয় দেয়া হলো -
১। BDJOBS এটি জব সাইট গুলোর মধ্যে সবচেয় জনপ্রিয় সাইট হিসেবে জায়গা করে নিয়েছে। প্রতি মাসে গুগলে এডসেন্স থেকে সাইটটি অনেক বড় অংশ আয় করে থাকে।
২্। PROTHOM-ALOJOBS বিডিজবস এরপর এ সাইটটির অবস্থান। ক্যাটাগরী অনুযায়ী বিভিন্ন জব এখোনে সার্চ দিয়ে পাবেন।
৩। BDJOBS TODAY তুলনামূলকভাবে কম জনপ্রিয় হলেও এ সাইটটিও শীর্ষে রয়েছে। দেশের বিভিন্ন জব ক্যাটাগরি অনুযায়ী এখানেও সার্চ করতে পারেন।
৪। JOBS A1 পাশাপাশি এ সাইটটিও শীর্ষে রয়েছে। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এখানেও জব সার্চ করতে পারেন।
৫। JOB STREET দেশ বিদেশের বিভিন্ন জব সার্চ করতে পারেন এ সাইটের মাধ্যমে
৬। ALL JOBS BD এ সাইটটিতে আপনি জব খোজার পাশাপাশি জব টিউনও করতে পারেবন।
৭। JOBSNEWS24 এখানে আপনি পত্রিকার সার্কুলার সহ জব এর খোজ পাবেন।
৮। BD SOB এ সাইটটিতেও আপনি জব খোজার পাশাপাশি সবকিছু পাবেন তাই এর নাম বিডিসব তাছাড়া জব টিউনও করতে পারবেন
৯। ENGINEERING AND OTHER JOBS প্রকৌশল ভিত্তিক ও অন্যান্য দেশী বিদেশী জব এর জন্য আপনি এ সাইটটি ভিজিট করতে পারেন।
১০। JOBS BANGLADESH প্রফেশনাল জবের সমন্বয় রয়েছে সাইটটিতে। দেশ বিদেশের আপডেট জব নিয়ে সাইটটি জনপ্রিয়তা পাওয়ার আশায় এগিয়ে যাচ্ছে।
তাছাড়া ফেসবুক এর কয়েকটি ফ্যান পেজ চাকুরীর খোজ খবর দেয়ার ক্ষেত্রে শীর্ষ স্থান দখল করে নিয়েছে। আপনি এসব পেজের সাথে কানেক্টেড থেকে আপডেট জব এর খোজ পেতে পারেন।
অফলাইন জব বাদ দিয়ে এবার আসুন অনলাইন জবের ক্ষেত্রে কারা কারা শীর্ষ
স্থানে আছে এবং কোন কোন সাইট আপনাকে সহযোগীতা করতে পারে।
১। UPWORK অনলাইন জবের ক্ষেত্রে জনপ্রিয় একটি সাইট। এটি শুধু অনলাইনে আউটসোর্সিং এর কাজের জন্য প্রযোজ্য।
২। MICROWORKERS অনলাইনে ছোট ছোট কাজের জন্য সাইটটি জনপ্রিয়। আপনি চেষ্টা করে দেখতে পারেন।
৩। GURU এটি বাংলাদেশের একটি জনপ্রিয় মার্কেটপ্লেস। এখানে ছোট বড় সব ধরনের কাজ রয়েছে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
Perfect