আমরা হার্ডডিস্কের পার্টিশন ব্যাকআপ করে রাখার জন্য বিভিন্ন ধরণের সফটওয়্যার/টুল ব্যবহার করে থাকি। এদের মধ্যে শেয়ারওয়্যার , ফ্রি-ওয়্যার এবং ফ্রি (ওপেনসোর্স) টুল ও আছে। আবার কিছু আছে শুধুমাত্র নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের (যেমন উইন্ডোজ) ফাইল সিস্টেম ব্যাকআপ করতে পারে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো Acronis , Norton Ghost। আর কিছু আছে যারা বিভিন্ন অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেম ব্যাকআপ করতে পারে। যেমন Clonezilla, Partimage ইত্যাদি।
আজকে আমি এমন একটি টুলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যা খুব সহজেই গ্রাফিক্যাল উপায়ে আপনার পার্টিশনের ব্যাকআপ এবং রিস্টোর করতে পারে। এর নাম Redo Backup।
Redo Backup একটি লিনাক্স বেসড ডিস্ট্রো যা partclone নামের একটি কমান্ডলাইন টুলের front-end হিসেবে কাজ করে। এটি লাইভ মুডে কাজ করে, ফলে আপনাকে কোনো নির্দিষ্ট OS এর উপর নির্ভর করতে হবে না। লাইভ সিডি অথবা ইউএসবি মুডে সহজেই চালাতে পারবেন। আসুন জেনে নিই এর কি কি বৈশিষ্ট্য আছে।
এখান থেকে নতুন ভার্সন ডাউনলোড করে নিন। সাইজ প্রায় ৭৮ মেগাবাইট। ডাউনলোডের পর ISO ফাইলটিকে সিডিতে ইমেজ হিসেবে বার্ন করে সেটা দিয়ে বুট করে কাজ করুন। আর কিভাবে কাজ করতে হয় তার ভিডিও ডাউনলোড করুন এখান থেকে (মাত্র 768KB)।
আশা করি সবার কাছে ভালো লাগবে। ধন্যবাদ।
আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুণ জিনিস দিলেন জাহিদ ভাই। ধন্যবাদ।
————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.