২৯৫০০ হাজার বইয়ের ডিভিডি নিয়ে আসুন আপনার বাড়িতে

কেমন আছেন সবাই |এটা টেকটিউনসে আমার দ্বিতীয় টিউন |আজকে আপনাদের ২৯৫০০ হাজার বইয়ের খোঁজ দেবো |না আপনাদের কষ্ট করে ডাউনলোড করতে হবে না |আপনাদের খেদমদে ওনারাই আপনাদের ঠিকানায় পৌছে দেবে বইয়ের ডিভিডি |ওনারা হলেন গুটেনবার্গ প্রজেক্টের ভলেন্টিয়ার গণ |গুটেনবার্গ প্রজেক্ট আর্কাইভ ফাউন্ডেশনের আওতায় বিভিন্ন বই ডিজিটাল আকারে সারা বিশ্বে বিনে পয়সায় বিতরণ করে |ইংরেজী উপনাস ,সাহিত্য ,বিভিন্ন সময়ের জনপ্রিয় বই ,সাইন্স ফিকশন,গল্পের বইয়ের মতো হাজার হাজার বই এতে পাবেন |ইংরেজী ছাড়াও আরো ৫৮ টি ভাষার বই আছে |আপনাদের এই ফ্রী বইয়ের ডিভিডি পেতে নিচের ঠিকানায় ফর্মটি পূরণ করে নির্দেশনা মতো কাজ করে ধৈর্য ধরে ২০ দিনের মতো অপেক্ষা করতে হবে |

http://snowy.arsc.alaska.edu/cdproject/dvdreq-int.html

আমি ফর্মটি পূরণ করার ১৯ দিন পর ডিভিডি গুলা পাইছিলাম |আপনারা সর্বনিম্ন ২ টি ডিভিডির জন্য আবেদন করতে পারবেন |

ও আরেকটি কথা ,ডিভিডি হাতে পাওয়ার পর অনেকেই হয়তবা নিরাশ হবেন কারণ ই-বুক বলতে যা বুঝেন আসলে এগুলো সেভাবে নাই ,এর বেশির ভাগ বই ‌টেক্সট ফরমেটে, নোটপ্যাডে পড়তে হয় |

আর বই গুলো অবশ্যই ইংরেজিতে |হয়তো আপনাদের কাজে আসতে পারে |কেমন লাগলো জানাবেন |

Level 0

আমি মুয়াখখেরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি তথ্য শেয়ার করার জন্য

অনেক ভাল একটা সাইটের সন্ধআন দেওইয়ার জন্য ধন্যবাদ।

Thanks brother…

wow thanks

সর্বনিম্ন দুটি নাকি সর্বোচ্চ দুইটি?

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

হায় হায় কি বেলন ভাই? ফ্রী??? তাও আবার বাসায় এসে দিয়ে যাবে? তাহলে তো জটিল।আচ্ছা তাহলে আপনে যে বললেন সর্বনিম্ন ২ টি ডিভিডির জন্য আবেদন করতে পারবো? তাহলে ২৯৫০০ হাজার বইয়ের মাঝে মাত্র ২টা নিতে পারবো? ঠিক বুঝলাম না। পারলে একটু জানাবেন।
অনেক ধন্যবাদ

    Level 0

    ২৯৫০০ X ২ ডিভিডি

রিকোয়েস্ট করলাম দেখি কি হয়?

আমি মে মাসে ২ টা ডিভিডি পেয়েছি

Level 0

আবেদন করলাম
ম্যাক্সিমাম ৮ সপ্তাহ লাগতে পারে,
লাইনে আছে ২৯০+ রিকয়েষ্ট
প্রতি সপ্তাহে পাঠায় ৩৮ টা,
তার মানে ২ মাস পরে পাব

আপনাকে আন্তরিক ধন্যবাদ শেয়ার করার জন্য।
সর্বনিম্ন দুটি নাকি সর্বোচ্চ দুইটির জন্য এপ্লাই করা যাবে?