কেমন আছেন সবাই |এটা টেকটিউনসে আমার দ্বিতীয় টিউন |আজকে আপনাদের ২৯৫০০ হাজার বইয়ের খোঁজ দেবো |না আপনাদের কষ্ট করে ডাউনলোড করতে হবে না |আপনাদের খেদমদে ওনারাই আপনাদের ঠিকানায় পৌছে দেবে বইয়ের ডিভিডি |ওনারা হলেন গুটেনবার্গ প্রজেক্টের ভলেন্টিয়ার গণ |গুটেনবার্গ প্রজেক্ট আর্কাইভ ফাউন্ডেশনের আওতায় বিভিন্ন বই ডিজিটাল আকারে সারা বিশ্বে বিনে পয়সায় বিতরণ করে |ইংরেজী উপনাস ,সাহিত্য ,বিভিন্ন সময়ের জনপ্রিয় বই ,সাইন্স ফিকশন,গল্পের বইয়ের মতো হাজার হাজার বই এতে পাবেন |ইংরেজী ছাড়াও আরো ৫৮ টি ভাষার বই আছে |আপনাদের এই ফ্রী বইয়ের ডিভিডি পেতে নিচের ঠিকানায় ফর্মটি পূরণ করে নির্দেশনা মতো কাজ করে ধৈর্য ধরে ২০ দিনের মতো অপেক্ষা করতে হবে |
http://snowy.arsc.alaska.edu/cdproject/dvdreq-int.html
আমি ফর্মটি পূরণ করার ১৯ দিন পর ডিভিডি গুলা পাইছিলাম |আপনারা সর্বনিম্ন ২ টি ডিভিডির জন্য আবেদন করতে পারবেন |
ও আরেকটি কথা ,ডিভিডি হাতে পাওয়ার পর অনেকেই হয়তবা নিরাশ হবেন কারণ ই-বুক বলতে যা বুঝেন আসলে এগুলো সেভাবে নাই ,এর বেশির ভাগ বই টেক্সট ফরমেটে, নোটপ্যাডে পড়তে হয় |
আর বই গুলো অবশ্যই ইংরেজিতে |হয়তো আপনাদের কাজে আসতে পারে |কেমন লাগলো জানাবেন |
আমি মুয়াখখেরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি তথ্য শেয়ার করার জন্য