ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য বেশ কিছু জরুরী এড-অন্স! পার্ট-২

এটি এই সিরিজের ২য় পার্ট। তাই বেশি কিছু লিখে শুরু না করে সরাসরি শুরু করব।

যারা পার্ট ১ পড়েন নি তারা এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন।

পার্ট ১ এর পর.........

১১. পরশমণিঃ এই এড-অন্স দ্বারা আপনি ইউনিকোড দিয়ে তৈরি করা বা ইউনিকোড ছাড়া তৈ্রি করা বাংলা পেপারের ওয়েবসাইটগুলোকে ইউনিকোড ৪.২ তে কনভার্ট করতে সক্ষম। ডাউনলোড করুন এখানে

এটি যে যে ওয়েবসাইট বর্তমানে সাপোর্ট করে-

- http://www.prothom-alo.com/

- http://www.amadershomoy.com/

- http://www.ittefaq.com/

- http://www.bhorerkagoj.net/

- http://www.manabzamin.net/

- http://www.jaijaidin.com/

প্রিভিউঃ


১২.টরেন্টস সার্চঃএই এড-অন্সের মাধ্যমে আপনি সহজেই আপনার কাঙ্খিত টরেন্ট খুজে পাবেন। এটি আপনাকে একই সাথে একাধিক টরেন্ট সার্চ ইঞ্জিনে সার্চ করার সুযোগ দিবে। যখনি আপনি এর সার্চ করবেন এটি তখন একসাথে জনপ্রিয় ইঞ্জিন গুলো থেকে রেজাল্ট দেখাবে। ডাউনলোড করুন এখানে

১৩. এক্সটেন্ডেড কুকি ম্যানেজারঃ আপনার ব্রাউসারের কুকি খুব সহজ ভাবে ম্যানেজ করতে আপনার জন্য এটি একটি খুবই প্রয়োজনীয় এড-অন্স। ডাউনলোড করুন এখানে

প্রিভিউঃ


১৪.রেপীডশেয়ার সার্চ প্লাগিন্সঃ এই এড-অন্সের সাহায্যে আপনি পুরো রেপিডশেয়ার ডট কম কে সারচ করতে পারবেন।

ডাঊনলোড করুন এখানে

১৫.এডব্লক প্লাসঃ এই এড-অন্স ঈন্সটল করা থাকলে আপনি যেকোন ধরণের ব্যানার এড বা ফ্ল্যাশ এদকে ব্লক করে দিতে পারবেন। এতে করে আপনার কাঙ্খিত সাইট দ্রুত লোডিং হবে। ডাউনলোড করুন এখানে

১৬.ভিডিও ডাউনলোড হেলপারঃ এটি ভিডিও ডাউনলোড এবং কনভার্টের জন্য খুবই জরুরী এড-অন্স। এর মাধ্যমে ইউটিউবের মত আরো শতাধিক সাইট থেকে {যেখানে শুধু ভিডিও দেখতে দেয়া হয় ডাউনলোড করতে দেয়া হয়না} ভিডিও ডাউনলোড অ একই সাথে কনভার্ট করতে পারবেন। ডাউনলোড করুন এখানে

১৭.ডাউন দেম অলঃ এটি ফায়ারফক্সের জন্য ডাউনলোড ম্যানেজার। এটি এতটাই ইউজার ফ্রেন্ডলি যে এটি ব্যবহার করলে আপনাকে অন্য কোন ডাউনলোড ম্যানেজার প্রয়োজনই পরবে না। এটি রিসাম সাপোর্টেড। ডাউনলোড করুন এখানে

প্রিভিউঃ

১৮.ফায়ার এফটিপিঃ এটি ফায়ারফক্সের জন্য একটি ক্রস প্লাটফরম এফটিপি ক্লায়েন্ট। যারা ফাইলজিলা ব্যবহার করেছেন তাদের কাছে এটি ব্যবহার করা ব্যাপারই না। যেখানে ভালো এফটিপি ক্লায়েন্ট গুলো অনেক স্পেস নিয়ে থাকে সেখানে ফায়ারফক্সের এই অসাধারণ এড-অন্স নেয় মাত্র ০.৫এম.বি স্পেস। ডাউনলোড করুন এখানে

প্রিভিউঃ

ইমেজটি বড় করে দেখতে ইমেজে ক্লিক করুন

১৯.পিডিএফ ডাউনলোডঃ এই এড-অন্স দ্বারা আপনি যেকোন ওয়েবসাইটকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।আপনি এটি দিয়ে কোন পিডিএফ ফাইলকে ডাউনলোড না করেও আপনার ব্রাউসারে এইচটিএমএল ওয়েবপেজ হিসেবে দেখতে পারবেন। ডাউনলোড করুন এখানে

২০.ফাস্টারফক্সঃ এই এড-অন্স আপনার ফায়ারফক্সকে বিভিন্ন ভাবে টুইক করে দ্রুতগতির করে দিবে। আপনার পেজভিউইং টাইম কমিয়ে দিবে। ডাউনলোড করুন এখানে

২১.হিট উইকেটঃ যারা ক্রিকেট পছন্দ করেন তাদের জন্য খুবই দরকারী এড-অন্স এটি। এর সাহায্যে আপনি নেট ব্রাউসিং এর সময় কোন ওয়েবসাইটে না ঢুকেই সরাসরি আপনার ফায়ারফক্স স্টাটাস বারে লাইভ স্কোর দেখতে পাবেন। ডাউনলোড করুন এখানে

আগে আমার সাইটে প্রকাশ করা হয়েছিল এবং প্রথম অংশ টেকটিউন্সে প্রকাশ করা হয়েছিল।

ঘহগফ

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আবারও ধন্যবাদ।
একটা কথা, এখন তো কোনকিছু ছাড়াই খুব সুন্দর যে কোন বাংলাওয়েবসাইট দেখা যায়।

    না আমার ত আমাদের সময় ঝামেলা করে

    বাবর ভাই ভুল করলেন সুতন্বী ফন্ট না থাকলে ইত্তেফাক দেখতে পারবেন না মনে হয়। ঐটা বিজয়ে করা অর্থাৎ আসকি।

    বাবর ভাই ধন্যবাদ কমেন্টের জন্য। কিন্তু যুগান্তর, ইত্তেফাক সহ আরও বেশ কিছু সাইট যেখানে আস্কি ইউজ করা হয়েছে সেগুলোকেও ইউনিকোডে কনভারট করতে পারবে পরশমণি এড-অন্স। আর দিহান তোমাকেও ধন্যবাদ কমেন্টের জন্য।

আমাদের সময় দেখার জন্য কোন সফট বা ফন্ট লাগবে কেউ বললে খুশি হতাম

    সুতন্নী সহ বিজয়ের অন্যান্য ফন্ট ইন্সটল ইন্সটল করলেই হয়ে যাবে। আমাদের সময় আসকি কোডে করা।

DJ arif আসলেই রক্স !!

    অশেষ ধ…………ন্য…………বা………দ দিহান ব্রো।

জটিল লিখেছেন।
অনেক ধন্যবাদ।

    ধন্যবাদ !ধন্যবাদ! আপনি আমার থেকেও জ়টিল লিখেন। কয়েকদিন আপনার টিউন দেখছি না। ব্যস্ত নাকি?

২য় পর্বও ভাল হইছে ধন্যবাদ টিউনের জন্য শুভকামনা রইল আপনার জন্য।
আমার প্রথম আলো দেখতে সমস্যা হয় ওপেন হইতে অনেক সময় লাগে এবং ঠিক মতন দেখাও যায়না এর কি কোন সমাধান আছে?

    অনেক ধন্যবাদ। প্রথম আলো দেখতে সমস্যা হউয়ার কারণ আমার যা মনে হচ্ছে তা হল পেজভিউ ছোট। প্রথম আলো ওপেন করে ctrl এবং + কয়েকবার চাপুন তাহলে পেজ একটু বড় হবে , তাই দেখতে সুবিধা হবে। আর দেখতে অনেক সময় লাগার কারণ হল ফ্ল্যাশ এড আর ব্যনারগুলো। এগুলোর কারনেই দেখতে সমস্যা হয়। যদি ব্যনার এড আর ফ্ল্যাশ এড দেখতে না চান তাহলে উপরে দেয়া এডব্লক প্লাস এড-অন্সটি ইন্সটল করে নিন আতাউর ভাই। এতে আশা করি সুফল পাবেন।

    হ্যা এড ব্লক আর ফ্লাস ব্লক দিয়ে আমিও সব বন্ধ রেখেছি

২ মাস পর আজই কমেন্ট করলাম।আরিফ,ফানি বাংলায় একটা কমেন্ট করছি….
ওয়াও,জুস হইছে!
আছ কেমন?

    আরে ওবায়দুল ভাই যে!!
    এইতো আছি কোনরহম, তয় মোটামুটি বালাই আসি, তুমার খবর কি বাই?
    অনেক দিন পর তোমাকে টেকটিউন্সে পেলাম।