ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য বেশ কিছু জরুরী এড-অন্স! পার্ট-১

আসসালামুয়ালাইকুম। আশা করি  মহান সৃষ্টিকর্তার দয়ায় সকলে ভালো আছেন। আজকের টিউনটি ফায়ারফক্সের বেশ কিছু গুরুত্যপূ্র্ণ এড-অন্স নিয়ে। আশা করি সকলের ভালো লাগবে।

বেশ কিছু দিন টেকটিউন্সের কিছু সমস্যা থাকার কারণে তেমন ভিজিটর এবং টিউন পাচ্ছিলাম না। তাই বেশ খারাপ লাগত। কিন্তু ধীরে ধীরে টেক্টিউন্স আবার আগের মত প্রাণবন্ত হয়ে ঊঠছে। যা খুবই ভাল লাগছে। টেক্টিউন্সের সকলের প্রতি রইল প্রাণঢালা ভালবাসা আর এক বস্তা গোলাপের শুভেচ্ছা!

যারা  ফায়ারফক্স ব্যবহার করেন তারা নিশ্চই চাইবেন ফায়ারফক্স থেকে কিছু বাড়তি সুবিধা পেতে! আর এজন্যে আপনাকে ব্যবহার করতে হবে এড-অন্স। আমি নিচে ছোট বিবরণ দিয়ে কয়েকটি জরুরী এবং দরকারী এড-অন্স দিলাম। আশা করি টেকটিউন্স  এর ভিজিটররা উপকৃত হবেন-

১.অটো কপি- এর মাধ্যমে কোন ওয়েবসাইট থেকে কোন প্রয়োজনীয় লেখা আপনি কপি করতে পারবেন শুধু লেখাতিকে সিলেক্ট করেই! Ctrl+c চাপার কোন দরকারী নেই। এতে আপনার মুল্যবান সময়ের কিছুটা হলেও বাচবে!

ডাঊনলোড করুন এখানে

২. স্কিপ স্ক্রিন-এটি যেকোন ব্যবহারকারীদের জন্যই প্রয়োজনীয়। এর মাধ্যমে বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট যেমন Rapidshare.com, Megaupload.com, MediaFire.com, 4shared.com, Hotfiles.com ইত্যাদির অযাচিত ওয়েটিং টাইম কমিয়ে দিবে এমনকি আপনাকে লিঙ্ক ওপেন করা ছাড়া আর কিছুই করতে হবে না। যা করার এটি আপনা থেকেই করবে। এমনকি ওয়েটিং টাইমও কিছুটা কমিয়ে নিরধারিত সময়ের আগেই আপনাকে ডাউনলোড করার সুযোগ দেয়। মোট কথায় চরম একটি এড-অন্স। ডাউনলোড করুন এখানে

৩.স্ক্রিন গ্র্যাব- এটি আপনার পছন্দের কোন সাইটকে ইমেজ হিসেবে সেভ করে রাখতে দিবে। এর মাধ্যমে তোলা স্ক্রিন শট হবে আপনার কাঙ্খিত ওয়েব পেজের পুরো অংশ।ডাউনলোড করুন এখানে

নিচে প্রিভিউ দেয়া হলঃ

৪. ইমেজ জুমঃ এই এড-অন্স এর মাধ্যমে আপনি যেকোন ওয়েবসাইটের কোন ইমেজকে ডাউনলোড না করেই ওয়েবপেজে থাকা অবস্থায় জুম, রোটেট করতে পারবেন। কথায় খুব সিম্পল মনে হলেও যারা ক্যাপচা এন্ট্রি করে থাকেন তাদের জন্য এটি মহা মুল্যবান এড-অন্স। ডাউনলোড করুন এখানে

৫.ক্যাপচার ফক্সঃ এর মাধ্যমে আপনি ফায়ারফক্সের পুরো স্ক্রিনের আনলিমিটেড ভিডিও ক্যাপচারিং করতে পারবেন। সাথে সাথে আপনি আপনার কথাও রেকর্ড করতে পারবেন। ডাউনলোড করুন এখানে

৬.ইজি ইউটিউব ভিডিও ডাউনলোডারঃ এই এড-অন্সের মাধ্যমে আপনি যেকোন ইউটিউব ভিডিওকে FLV, 3GP, MP3, MP4, 720p HD and 1080p Full-HD কোয়ালিটিতে ডাউনলো্ড করতে পারবেন। ডাউনলোড করুন এখানে

প্রিভিউঃ

৭.গ্রিস মানকিঃ এর মাধ্যমে আপনি কোন নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য তৈরি জাভা স্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন। এতে করে কোন তৈ্রি নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য তৈরি জাভা স্ক্রিপ্টও ব্যবহার করে কাস্টোমাইজ করতে পারবেন। ডাউনলোড করুন এখানে

৮.ফ্ল্যাগ ফক্স- এই এড-অন্স ইন্সটল করা থাকলে আপনি কোনো ওয়েবসাইট ভিজিট করলে সেই ওয়েবসাইটের সার্ভার কোথায় আছে সেই দেশের পতাকা দেখাবে।ডাউনলোড করুন এখানে

৯.গুগোল টুলবার: এই টুলবার থাকলে আপনি গুগোল ওপেন না করেই সারচ করতে পারবেন, আপনি আপনার যিমেইল একাউন্টে লগিন না করেই হালনাগাদ করতে পারবেন, কোন অন্য ভাষার ওয়েবসাইটকে সহজেই ইংরেজী সহ নানা ভাষায় ট্রান্সলেট করতে পারবেন{বাংলা ছাড়া}, এছাড়া আরো নানা সুযোগ সুবিধা আছে যা ব্যবহার করলে আপনি নিজেই বুঝবেন। ডাউনলোড করুন এখানে

১০.সার্চ প্রিভিউঃ এটি আগে গুগোল প্রিভিউ নামে পরিচিত ছিল। এর মাধ্যমে আপনি গুগোল, ইয়াহু, বিং এ সার্চ করলে যে ফলাফল দেখাবে তার মধ্যে ওয়েবসাইট গুলো প্রিভিউ হিসেবে ওয়েবসাইট টি ওপেন করলে কেমন হবে তার একটি থাম্বনেইল দেখায়।ডাউনলোড করুন এখানে

প্রিভিউঃ

পার্ট-১ এখানেই শেষ করলাম। পরবরতীতে পরের অংশ পোস্ট করব ঈনশাল্লাহ!

তথ্যসুত্রঃ আমার ওয়েবসাইট।

তথ্যসুত্র লিঙ্কঃ http://djarifonnet.blogspot.com/2010/10/blog-post.html


আসসালামুয়ালাইকুম। আশা করি  মহান সৃষ্টিকর্তার দয়ায় সকলে ভালো আছেন। আজকের টিউনটি ফায়ারফক্সের বেশ কিছু গুরুত্যপূ্র্ণ এড-অন্স নিয়ে। আশা করি সকলের ভালো লাগবে।

যারা <a href="http://djarifonnet.blogspot.com/2010/06/firefox-latest-version-366-released.html" target="_blank">ফায়ারফক্স</a>  ব্যবহার করেন তারা নিশ্চই চাইবেন <a href="http://djarifonnet.blogspot.com/2010/06/firefox-latest-version-366-released.html" target="_blank">ফায়ারফক্স</a>  থেকে কিছু বাড়তি সুবিধা পেতে! আর এজন্যে আপনাকে ব্যবহার করতে হবে এড-অন্স। আমি নিচে ছোট বিবরণ দিয়ে কয়েকটি জরুরী এবং দরকারী এড-অন্স দিলাম। আশা করি টেকটিউন্স  এর ভিজিটররা উপকৃত হবেন-

১.অটো কপি- এর মাধ্যমে কোন ওয়েবসাইট থেকে কোন প্রয়োজনীয় লেখা আপনি কপি করতে পারবেন শুধু লেখাতিকে সিলেক্ট করেই! Ctrl+c চাপার কোন দরকারী নেই। এতে আপনার মুল্যবান সময়ের কিছুটা হলেও বাচবে!

ডাঊনলোড করুন এখানে

২. স্কিপ স্ক্রিন-এটি যেকোন ব্যবহারকারীদের জন্যই প্রয়োজনীয়। এর মাধ্যমে বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট যেমন Rapidshare.com, Megaupload.com, MediaFire.com, 4shared.com, Hotfiles.com ইত্যাদির অযাচিত ওয়েটিং টাইম কমিয়ে দিবে এমনকি আপনাকে লিঙ্ক ওপেন করা ছাড়া আর কিছুই করতে হবে না। যা করার এটি আপনা থেকেই করবে। এমনকি ওয়েটিং টাইমও কিছুটা কমিয়ে নিরধারিত সময়ের আগেই আপনাকে ডাউনলোড করার সুযোগ দেয়। মোট কথায় চরম একটি এড-অন্স। ডাউনলোড করুন এখানে

৩.স্ক্রিন গ্র্যাব- এটি আপনার পছন্দের কোন সাইটকে ইমেজ হিসেবে সেভ করে রাখতে দিবে। এর মাধ্যমে তোলা স্ক্রিন শট হবে আপনার কাঙ্খিত ওয়েব পেজের পুরো অংশ।ডাউনলোড করুন এখানে

নিচে প্রিভিউ দেয়া হলঃ

৪. ইমেজ জুমঃ এই এড-অন্স এর মাধ্যমে আপনি যেকোন ওয়েবসাইটের কোন ইমেজকে ডাউনলোড না করেই ওয়েবপেজে থাকা অবস্থায় জুম, রোটেট করতে পারবেন। কথায় খুব সিম্পল মনে হলেও যারা ক্যাপচা এন্ট্রি করে থাকেন তাদের জন্য এটি মহা মুল্যবান এড-অন্স। ডাউনলোড করুন এখানে

৫.ক্যাপচার ফক্সঃ এর মাধ্যমে আপনি ফায়ারফক্সের পুরো স্ক্রিনের আনলিমিটেড ভিডিও ক্যাপচারিং করতে পারবেন। সাথে সাথে আপনি আপনার কথাও রেকর্ড করতে পারবেন। ডাউনলোড করুন এখানে

৬.ইজি ইউটিউব ভিডিও ডাউনলোডারঃ এই এড-অন্সের মাধ্যমে আপনি যেকোন ইউটিউব ভিডিওকে FLV, 3GP, MP3, MP4, 720p HD and 1080p Full-HD কোয়ালিটিতে ডাউনলো্ড করতে পারবেন। ডাউনলোড করুন এখানে

প্রিভিউঃ

৭.গ্রিস মানকিঃ এর মাধ্যমে আপনি কোন নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য তৈরি জাভা স্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন। এতে করে কোন তৈ্রি নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য তৈরি জাভা স্ক্রিপ্টও ব্যবহার করে কাস্টোমাইজ করতে পারবেন। ডাউনলোড করুন এখানে

৮.ফ্ল্যাগ ফক্স- এই এড-অন্স ইন্সটল করা থাকলে আপনি কোনো ওয়েবসাইট ভিজিট করলে সেই ওয়েবসাইটের সার্ভার কোথায় আছে সেই দেশের পতাকা দেখাবে।ডাউনলোড করুন এখানে

৯.গুগোল টুলবার: এই টুলবার থাকলে আপনি গুগোল ওপেন না করেই সারচ করতে পারবেন, আপনি আপনার যিমেইল একাউন্টে লগিন না করেই হালনাগাদ করতে পারবেন, কোন অন্য ভাষার ওয়েবসাইটকে সহজেই ইংরেজী সহ নানা ভাষায় ট্রান্সলেট করতে পারবেন{বাংলা ছাড়া}, এছাড়া আরো নানা সুযোগ সুবিধা আছে যা ব্যবহার করলে আপনি নিজেই বুঝবেন। ডাউনলোড করুন এখানে

১০.সার্চ প্রিভিউঃ এটি আগে গুগোল প্রিভিউ নামে পরিচিত ছিল। এর মাধ্যমে আপনি গুগোল, ইয়াহু, বিং এ সার্চ করলে যে ফলাফল দেখাবে তার মধ্যে ওয়েবসাইট গুলো প্রিভিউ হিসেবে ওয়েবসাইট টি ওপেন করলে কেমন হবে তার একটি থাম্বনেইল দেখায়।ডাউনলোড করুন এখানে

প্রিভিউঃ

পার্ট-১ এখানেই শেষ করলাম। পরবরতীতে পরের অংশ পোস্ট করব ঈনশাল্লাহ!


Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফায়ারফক্স বেশ কিছু জরুরী এড-অন্স শেয়ার করার জন্য ধন্যবাদ।

    আপনাকেও কষ্ট করে এই টিউনটি পড়ার জন্য ধন্যবাদ………

ভাল টিউন। আমিও একটা ধারাবাহিক লেখার চেষ্টা করছিলাম। কিন্তু হচ্ছে না।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

    ধন্যবাদ আপনাকে বাবর ভাই। ওহ! ভালো কথা চেষ্টা করে যান, হয়ে যাবে আশা করি।

অ…………নে………ক………… অ……………নে…………….ক ধন্যবাদ

    ধ…………ন্য…………বা…………দ! ১ বস্তা গোলাপ {কাটা ছাড়া} আপনার জন্য

Level 0

Thanks….

thanks do continue………..

ধন্যবাদ শেয়ার করার জন্য।
টিউন ভাল হইছে আশা করছি সামনের পর্বও ভাল হবে।

    আপনাকেও ধন্যবাদ আতাউর ভাই। ঈনশাল্লাহ ভালো করার চেষ্টা করব।

onek kajer jinis. khub e dorkary. dhonnobad share korar jonno . good luck

    Thanks Brother. ভালো লাগল আপনার কথা শুনে।

Level 0

ধন্যবাদ আপনাকে।