IDM এর সাতকাহন {মেগা টিউন}

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম,আশা করি সবাই ভালো আছেন। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন করে নতুন টিউন নিয়ে।আমরা যারা IDM ব্যাবহারকারী আছি তাদের সবচেয়ে বেশি সমস্যা হয় যখন IDM এর নতুন ভার্সন বের হয় ।তখন সিরিয়াল কি বা প্যাঁচ খুঁজতে সবার আগে গুগলে সার্চ করা হয় ।কিন্তু সেটা পাওয়াটা বেশ কষ্টকর ।আর টিটিতে IDM এর নতুন ভার্সন রিলিজ পাওয়ার পর অনেকেই IDM এর নতুন ভার্সনের সাথে প্যাঁচ নিয়ে নিন এই রকমের কিছু হাবিজাবি পোস্ট করে নিজের ব্লগের কিছু ভিসিটর এর আশায় মাঝে থেকে নিজের ব্লগটা প্রমোট করে চলে যায় 👿  যেটা খুবই বিরক্তিকর ।IDM নিয়ে টিটিতে সার্চ করলেই দেখতে পারবেন ।যাইহোক, বেশি প্যাঁচাল পারলে মাইর দিব 😛  ।যারা IDM ব্যাবহার করেন তাদের বলব IDM ছেড়ে IDM এর মতো FDM(Free Download Manager) এবং XDM(Xtreme Download Manager) ব্যাবহার করতে ।কারন,এই সফটওয়্যারগুলা ওপেনসোর্স এর সফটওয়্যার ।এটাতে কোন সিরিয়াল কি বা প্যাঁচ করতে হয় না এবং যেকোনো ভার্সনে যেকোনো ব্যাবহারকারী কোন জামেলা ছাড়াই ব্যাবহার করতে পারে ।এক নজরে এর বৈশিষ্টগুলো দেখে নিন ।

১। এটি ব্যবহার করতে আপনাকে কোন রকম প্যাচ/সিরিয়াল/রেজি: করা লাগবেনা। এটি সম্পূর্ণ ফ্রি ও ওপেন সোর্স মুক্ত। যে কেউ এটিকে ডেভেলপ করতে পারে।

২। এটি যে কোন ব্রাউজারে মানান সহভাবে কাজ করে। তাছাড়া পিসি স্লো হবার ভয় নাই। এবং যে কোন অপারেটিং সিস্টেমে সমানভাবে কাজ করবে।

৩। HTTP, HTTPS and FTP protocols, firewalls, proxy servers, file redirects, cookies, authorization সহ সাপোর্ট করে ।

৪।সকল ধরনের ব্রাউজার যেমন মোজিলা,অপেরা,ক্রম সহ সকল ধরনের ব্রাউজার এ সমর্থন করে ।

৫। বর্তমানের পরীক্ষার সমীপে দেখা গেছে আইডিএম অপেক্ষা অধিক কার্যকারী । ডাউনলোড গতি অনেক ফাস্টেড। তাছাড়া আইডিএম থেকে এর ডাউনলোড গতি প্রায় ৪০% বেশী।

৬। এর ইন্টারফেস অনেক সহজ-সরল। কোন বিরক্তিভাব প্রকাশ করবেনা। এখানে যে কোন ফাইলকে শিডিউলভাবে ডাউনলোড করতে পারবেন।

FDM(Free Download Manager) Download Link

XDM(Xtreme Download Manager) Download Link

এখন আসি IDM ।যদি ও IDM নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই ।তবু ও নতুনদের জন্য নতুনভাবে কিছু বলছি বিস্তারিত গুগল এ সার্চ করলেই পাবেন ।কাজের সূত্রের প্রয়োজনে বিশেষ করে যারা ইন্টারনেট জগতের সাইট থেকে বিভিন্ন ফাইল ডাউনলোড করেন তারা বিভিন্ন থার্ডপার্টি ইউটিলিটির সাহায্য নিয়ে থাকি।ব্রাউজার সফটওয়্যারে যে ডাউনলোড প্লাগইন সংযুক্ত থাকে তা তেমন কাজের নয়। বিশেষ করে ডাউনলোডের গতি অনেক ধীর সম্পন্ন। অথবা এইটা হয়, তো অন্যটা ডাউনলোড হয়না ।তাই,ডাউনলোড এর জন্য অনেকেই ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করে থাকি যেমন- IDM, Download accelerator plus, Orbit down loader, Flash get ইত্যাদি। তবে এর মধ্যে সবচেয়ে বেশী জনপ্রিয় এবং ব্যবহারকারীর দিক দিয়ে খ্যাত হচ্ছে না মানে ইয়ে এগিয়ে আছে  😛 - IDM তথা Internet download Manager ।যারা IDM ব্যবহার করছেন তাদের অধিকাংশই  পাইরেটেড/ভূয়া কিজেন ব্যবহারের মাধ্যম বেছে নিয়েছেন। মূলত প্যাঁচ ব্যাবহার করে অনেকে এটা সিরিয়াল কি বা ফুল ভার্সন জন্য কিন্তু প্যাঁচ কখনই শুধু IDM এর ক্ষেত্রে না কোন সফটওয়্যারকেই ফুল ভার্সন করে না ফ্রীটাকে ফ্রী রেখেই শুধু সিরিয়াল কি বা যেটাই হোক এটা বাইপাস করে থাকে ।IDM যদি আপনার পিসিতে পুরাতন কোন ভার্সন ইন্সটল করা থাকে তাহলে ওইটা আন-ইন্সটল করে নিচের লিঙ্ক থেকে নতুন ভার্সন ডাউনলোড করে ফেলুন ।

IDM Download

এখন আসি IDM এর প্যাঁচ আলোচনায় ।আমি যে IDM প্যাঁচ দিয়েছি সেটা IDM এর নতুন বা পুরাতন সকল ভার্সনে কাজ করবে ।সামনে নতুন ভার্সন রিলিজ হওয়ার পর ও আপনাকে প্যাঁচ নিয়ে চিন্তা করতে হবে না ।এই প্যাঁচ দিয়েই আপনি কাজ করতে পারবেন ।

IDM প্যাঁচ MediaFire Download

IDM এ প্যাঁচ কিভাবে করবেন ?

১ মে নিচের ছবির মতো যেই ড্রাইভে ইন্সটল করছেন ঐ ড্রাইভটা দেখিয়ে দিন আমি Local Disk C তে করেছি তাই C ড্রাইভটা দেখিয়ে দিয়েছি

এখন শুধু  প্রেস করলেই হবে ।

IDM প্যাঁচ করা শেষ এখন নিশ্চিন্তে ব্যাবহার করতে থাকুন ।

আজকের মতো বিদায় ।

কোন সমস্যা হলে Facebook এ আছি আমি link

Level 0

আমি হিমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি নিয়ে জানা এবং জানাবার ইচ্ছা ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা তো Onhax এর IDM Universal Crack। এটা আগে ব্যবহার করতাম, কিন্তু এখন এটা আর কাজ করে না, সব সময় সার্ভার ডাউন দেখায়।

ki beppar, dropbox theke dwnld krte gelei regi korte bole

    @লিমন: bro, রেজিস্ট্রেশন পেজ আসলে তার নিচে লেখা থাকে “No, thanks take me to download”। এটাতে ক্লিক করলে রেজিস্ট্রেশন ছাড়াই ডাউনলোড হবে।

    @লিমন: ভাই,Dropbox এ অ্যাকাউন্ট থাকলে রেজিস্টেশন করতে লাগে না তবে ডাউনলোড এর সুবিধার জন্য mediafire এ আপলোড করে দিছি

Refresh download link ফিচার টি আর কোন download maneger e আছে ?>

vai apnar idm thake viruse soran

    @সেতু মন্ডল: ভাই সব ক্র্যাক ফাইল গুলাকেই এন্টিভাইরাস ভাইরাস হিসেবে ধরে এটা কোন নতুন কথা না

আমি অনেক দিন ধরে IDM এর এই ভার্সনটি কোন ঝামেলা ছাড়া ব্যবহার করছি। কারো লাগলে Download করে নিতে পারেন নিচের লিঙ্ক থেকে
https://drive.google.com/uc?export=download&id=0B6N-rJ6VEVA-X2NHUVpIRUo4eTQ