সবাই কে সালাম। আমি আপনাদের আজ একটি পুরাতন বিষয় কে নতুন করে মনে করিয়ে দিতে এসেছি। অনেকেই অনেক দামী দামী এন্টিভাইরাস নিয়ে টিউন করেছেন এবং করছেন ও। তবে টাকা দিয়ে কেনা জিনিশ ফ্রী তে ব্য*বহার করতে গেলে তো একটু ঝামেলা লাগবেই, মানে লাইসেন্স ফাইল খোজা, ইউজারনেম পাসওয়ার্ড খোজা, কী জেনারেটর ইত্যাদি ইত্যাদি… । কিন্তু আমরা ইচ্ছে করলে মাইক্রোসফট এর ফ্রী পণ্য Microsoft Security Essential (MSE) ব্যবহার করতে পারি। এটি Antivirus হিসেবে খুব ই শক্তিশালি। এটি আপনার পিসি কে কখনোই স্লো করবেনা আর রাখবে ভাইরাস মুক্ত।
মাইক্রোসফট সিকিউরিটি অ্যাসেনসিয়াল ব্যবহার এর সুবিধা সমুহ:
ডাউনলোড হয়ে গেলে আপনার পুর্বের অ্যান্টিভাইরাস টি আনইন্সটল করে পিসি রিস্টার্ট করুন।
এবার ডাউনলোডকৃত সেটাপ ফাইল (App 1) টি ইন্সটল করুন। ব্যস, হয়ে গেলো। কিন্তু একটা কাজ শুধু বাকি আছে। আপনাকে virus and spyware definition update file টি Update করতে হবে। এই ফাইল টি প্রায় 60 mb এর মত। অনলাইনে ম্যানুয়েলি আপডেট করতে অনেক টাইম লাগে ।
আর তাই এখন শুধু Update File(app 2) টি কে Right click করে Run As Administrator হিসেবে চালু করুন। কিছুক্ষন অপেক্ষা করুন, তাহলেই আপনার কাজ শেষ।(এক্সপি এর ক্ষেত্রে শুধু ডাবল ক্লিক করে ওপেন করে OK করবেন)। এটি করার সময় নেট কানেকশান অবশ্যই বন্ধ রাখবেন।
সব কাজ হয়ে গেলে নেট কানেকশান চালু করুন। MSE অপেন করে একবার ম্যানুয়েলি আপডেট করে নিন। এক্ষেত্রে দুই-এক মিনিটেই আপডেট কমপ্লিট হয়ে যাবে। এখন ইচ্ছে করলে আপনি আপনার পুরো পিসি বা কাস্টম স্ক্যান করে নিতে পারেন।
নিচে আমি মাইক্রোসফট সিকিউরিটি অ্যাসেনসিয়াল (MSE) এর কিছু স্ক্রিনশট দিয়ে দিলাম।
এখন কিভাবে বুঝবেন আপনি জেনুইন উইন্ডোজ ব্যবহার করছেন কি না ?
সেভেন এর জন্য :
১) ডেস্কটপ থেকে My Computer আইকন এ Right Button Click করে Properties ওপেন করুন। Windows activation option এ যদি নিচের চিত্রের মত দেখতে পান তবে আপনার উইন্ডোজ টি জেনুইন।
ধন্যবাদ সবাই কে মুল্যবান সময় নষ্ট করে পড়ার জন্য।
সৌজন্যে : Rambs Tech
সৌজন্যে : Hope Tips
আমি আকাশ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Puran Jinis Nia Tanahesra.