এবার রিচার্ড স্টলম্যানকে ঝেড়ে দেবার সুযোগ আসল! আপনি কী প্রস্তুত?

হঠাৎ করেই আমার জিএনইউ/লিনাক্স ডিস্ট্রোগুলোর সাথে পরিচয় হয়নি। কৌতূহলী আমি ইন্টারনেটে নানান বিষয়েই ঘাঁটাঘাঁটি করতাম। বিশেষ করে একই বিষয়ের একাধিক সফটওয়্যার নামিয়ে ব্যবহার করে পরীক্ষা করাটাই ছিল তখনকার আমার নিয়মিত অভ্যাস। যেমন: এক গান শোনার জন্য ১৪টা মিডিয়া প্লেয়ার ইনস্টল দিয়েছিলাম।

সফটওয়্যার নামানোর কিছু সাইট থেকেই লক্ষ্য করলাম যে অপারেটিং সিস্টেমেও এই বহুরূপীতা বর্তমান। সেটা লক্ষ্য করার পর নেটে শুধু ওস দিয়েই সার্চ দিলাম। তখনই উবুন্টুর সাথে পরিচয় হলো। সেই উবুন্টুকে আরেকটু ভাল লাগে সামু ব্লগে এর সম্পর্কে পড়তে পড়তে। আমার এলাকার ছোট ভাই সাইফুল আর আমি মিলে প্রথম বার পরীক্ষামূলক ভাবে ইনস্টল দিতে গেলাম। ফলাফল আমার হার্ডডিস্কের সমস্ত তথ্যের সলিল সমাধি।

কিন্তু এত কিছুর পরেও হাল ছাড়িনি। কারণ উবুন্টু ব্যবহার করার পেছনে একটা আদর্শ কাজ করছিল। উবুন্টু ব্যবহার করবো আর এই দেশের কমিউনিটির সাথে পরিচয় হবে না এটা হতে পারে না। হলও সেটাই। ধীরে ধীরে অনলাইনে পরিচিত হওয়া প্রায় সবার সাথেই আমার সম্পর্ক গড়ে উঠল। সবার সাথেই দেখা হয়েছে এক জামালউদ্দীন ভাই বদে। কমিউনিটির সেই হাজারও ভাললাগার পেছনে কিছু মন বেজার করার মতো দিকও ছিল। কমিউনিটিতে থাকার সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের মাঝে টুকাটুকি থেকে শুরু করে এমনকি গালাগালি অবদি হতে দেখেছি। এর মধ্যে একটা প্রধান টুকাটুকির বিষয়টাই হতো -- এই ডিস্ট্রোগুলোকে শুধুমাত্র "লিনাক্স" নাকি পূর্ণভ"জিএনইউ/লিনাক্স" ডিস্ট্রো বলতে হবে?

এই ইস্যুটা নিয়ে আগে নানান স্থানে কথা হলেও আমার একটা পোস্টে লিখার শেষে সেটা নিয়ে এমন তিক্ত কথা চললো যে আমি আহত না হয়ে পারলাম না। চোখের সামনেই দেখলাম কি করে ছোট-বড় ব্যবধানটুকু ভুলে গিয়ে কমিউনিটির অনেক মুরুব্বীকেই অবলীলাক্রমে ব্যক্তিগতভাবে আক্রমন ও অপমান করা চলছে। আমি শুধু দেখেছি। বলার মত শব্দ নিজের জ্ঞানভান্ডারে কম হওয়ায় কিছু বলার চেষ্টা করিনি।

আসুন আমরা নিজেদের মধ্যে করা এই ইস্যুটা নিয়ে মারামারি পুরাই বন্ধ করে দেবার মোক্ষম সুযোগটা কাজে লাগাই। আমাদের বাংলাদেশের জিএনইউ/লিনাক্স ডিস্ট্রো ব্যবহাকারীদের মধ্য থেকে অনলাইন কমিউনিটির বেশীর ভাগই শুধুমাত্র "লিনাক্স" বলবার পক্ষে। গণতন্ত্রের দেশে তাই আসনু আমরা আপাতত "লিনাক্স"ই বলি। কিন্তু এটা দেশের মাত্রা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়াতে হলে যে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। আপনারা নিশ্চয় অনেকেই ইতোমধ্যে জানতে পেরেছেন যে, রিচার্ড স্টলম্যান নামের নাটের গুরু যার কারণেই মূলত আমাদের কমিউনিটিতে এত এত ঝামেলা হচ্ছে তিনি স্বয়ং এই ডিসেম্বর মাসেই বাংলাদেশে আসছেন!!! যদি এখনো খবরটা না জেনে থাকেন তো দেখুন -- http://www.fsf.org/events/rms-20141212-dhaka

আসুন আমরা দলে দলে এই সুযোগটা গ্রহণ করি। তাকে এই বার চেপে ধরি এবং শিখিয়ে দেই এটা কোনক্রমেই "জিএনইউ/লিনাক্স" হবে না; এটা শুধু এবং শুধুমাত্র "লিনাক্স"ই হবে। সাথে যদি সুযোগ পাই তো আসুন তাকে সাইজ করে দেই। তিনি কেন এত বেশী বুঝেন? কেন তিনি এত ঘাড় ত্যাড়া। তাঁর বোধবুদ্ধির কারণেই যে আমাদের কমিউনিটিতে এত ঝামেলা হচ্ছে!!!

আশা করি এই মোক্ষম সুযোগটা আমরা কেউই হেলায় নষ্ট করবো না। আয়োজনে নিজের অবস্থান শক্তপোক্ত করে নিতে দেখুন -- https://crm.fsf.org/civicrm/profile/create?gid=353&reset=1

Level New

আমি sagir42। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্যাপারটা ঠিক বুঝলাম না ।

Level New

রিচার্ড স্টলম্যান ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের মাধ্যমে ফ্রি সফটওয়্যার আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং জিএনইউ প্রজেক্টের গুরু। তিনি ঢাকাতে আসছেন একটু অনুষ্ঠানে যোগ দিতে।
তার ব্যাপারেই এই পোস্ট।