Bluetooth Device ব্যবহার করে উবুন্টু বা মিন্ট এ ইন্টারনেট কানেকশন দিতে চাইলে নিচের ধাপগুলো ফলো করুনঃ ১. শুরুতেই বিড়ম্বনা! কিছু সময়ের জন্যএকটা ডাটা কেবল লাগবে। নিজের না থাকলে কারো থেকে ধার করুন। উবুন্টু বা মিন্ট এ থাকাকালিন অবস্থায় এর মাধ্যমে নেট থেকে একটা সফটয়ার ইন্সটল করতে হবে। তারপর আর ডাটা ক্যবল লাগবে না। ২. উবুন্টু বা মিন্ট এর ডেস্কটপ এ থাকা অবস্থায় মোবাইল টি ডাটা ক্যবলের মাধ্যমে USB পোটে লাগান। ৩. একটা পপ আপ উইন্ডো আসবে, এ থেকে mobile broadband অপশন সিলেক্ট করুন।
৪. পরের ধাপে আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করতে হবে। এজন্য দেশের লিস্ট থেকে বাংলাদেশ সিলেক্ট করুন। তাহলে আপনার সিম এর অপারেটরকে সিলেক্ট করতে পারবেন।( গ্রামিন, বাংলালিঙ্ক---ইত্তাদি)।মনেকরি আপনি গ্রামিনফোনকে আপনার ডিফল্ট নেটয়ারক হিসেবে সিলেক্ট করেছেন।
৫. পরের ধাপ ওকে/ফরোয়াড করে এপ্লাই করে বের হয়ে আসুন। ৬. এখন নেটয়ারক কানেকশন এ ক্লিক করলে গ্রামিনফোন লেখা অপশন পাবেন। এতে ক্লিক করলেই ইন্টারনেট কানেকশন হবে।
৭. Menu>Software manager ক্লিক করুন। এখানে সারচ বক্সে blueman লিখে সারচ করলে এটা লিস্ট এ পাবেন। blueman লেখার উপর ক্লিক করলে ইন্সটল বাটন আসবে, তাতে ক্লিক করে ইন্সটল করুন। মাত্র ৪৭৬ কিলোবাইট।
৮. কম্পিউটার টা রিস্টারট করুন। ৯. এখন ডাটা ক্যবল খুলে মোবাইল এ ব্লুটুথ অন করুন। ১০. ব্লুটুথ ডিভাইস টা USB পোটে লাগান, এতে টাস্ক বার এ ব্লুটুথ এর নতুন আইকন আসবে। তাতে ক্লিক করুন।(অথবা মেনু থেকে blueman প্রোগ্রাম টা চালু করুন) ১১. search বাটন এ ক্লিক করলে আপনার মোবাইল টা পাবে। তখন আপনার মোবাইল টার নাম সিলেক্ট করে settings এ ক্লিক করুন।
১২. এখন পাসয়ারড দিয়ে কম্পিউটার এর সাথে মোবাইল কে কানেক্ট/পেয়ার করুন।
১৩. DUN (Dial Up Networking) সিলেক্ট করে অকে করলেই কেল্লা ফতে! ১৪. এখন আগের মত নেটয়ারক কানেকশন এ ক্লিক করলে গ্রামিনফোন লেখা অপশন পাবেন। এতে ক্লিক করলেই ডাটা ক্যবল ছাড়াই ব্লুটুথ দিয়ে ইন্টারনেট কানেকশন হবে।
বিঃদ্রঃ আমার এই লেখায় তারেক ভাই এর এই পোস্ট থেকে দুটি ছবি ব্যবহার করেছি।
আমি প্রীতিময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে টেকটিউনে প্রীতিময় শুভেচ্ছা । কোন দিন বন্টু ব্যবহার করলে কাজে লাগাতে চেষ্টা করব ।