অনলাইনে আয়ের দিন শুরু- ১

আপনারা হয়তো অনেক বন্ধুর কাছে অনলাইনে আয়ের ব্যাপারে শুনে থাকবেন। কিন্তু আপনাদের মনে হয়ত প্রশ্ন জাগে যে, এগুলো কি আসলে সঠিক? হা এটা সঠিক, কিন্তু আমরা আসলে সঠিক পথটি খুজে পাইনা। তাই আজকে আমি হাজির হয়েছি আপনাদের সাথে এই অনলাইন আর্নিং বিষয় নিয়ে আলোচনা করতে। নিচে আমি  একটি সাইট নিয়ে আলোচনা করবঃ

A.W Survey

এই সাইটটি একটি রিভিউ সাইট। এখানে আপনি রিভিঊ লিখে ইনকাম করতে পারবেন কিন্তু তা অত সহজ না। একটু কস্ট করতে হবে। এখানে ক্লিক করে যে পেজটা আসবে সেখানে উপরের দিকে Create an Account এ ক্লিক করুন। তারপর আপনার কাজ শুরু করুন।

সুবিধা সমৃহ:

০১. এপ্রুভ হতে সময় লাগে না।
০২. পেমেন্ট খুব সহজ।
০৩. ৭৫  ডলার হলেই টাকা উঠানো যায়।
০৪. অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা কম।
০৫. রেফারেল প্রোগ্রাম আছে।
০৬. প্রতি সার্ভেতে ৪-৫ ডলার করে দেওয়া হয়। রেফারেল এ ১.২৫ ডলার করে দেওয়া হয়।
০৭. পেপল ও এর্লাটপে সাপোর্ট করে।

পরবর্তীতে আসছি আরও ওয়েবসাইট নিয়ে।

তথ্যসূত্রঃ আদিবাসীদের বাংলা ব্লগ

Level 0

আমি মর্তুজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটা জানি…… 🙂

ভাইজান, আপনি কি কখনো এখান থেকে টাকা উঠাতে পেরেছেন। যদি পারেন আর তা সত্যি হলে মনে করব যে মরে গেলে মানুষ আবার জীবিত হয়ে কবর থেকে উঠে আসতে পারে। এর চেয়ে আশা করি আর বেশি কিছু বলার প্রয়োজন হবেনা।

যদি আপনার অনলাইনে আয় করার আশা থাকে তবে সহজ কাজ হিসেবে neobux এ যোগ দিতে পারেন।
আমার রেফারেলে রেজিষ্টার করুন। প্রতি ১০০ ক্লিক এ আমি আপনাকে ১ ডলার দেব। আর আপনার একাউন্টে ১ ডলার হবে। কিছু লোক রেন্ট করবেন আশা করি মাস শেষে কিছু থাকবে। আর যদি এটা পছন্দ না হয় তবে ফ্রিল্যন্স সাইটে কাজ করেন। আপনি যে সাইটের কথা বলেছেন এটা একদম ভুয়া আর মার্কেট প্রাপ্ত সাইট।

আমার রেফারেল লিংক: http://www.neobux.com/?r=diganto

    Please enter your AlertPay/PayPal email.

    ata pabo koi ba kholbo kibaba? ata ki taka lagba ? koto?

A.W Survey ১ নাম্বার ভুয়া সাইট। আমি ৮০$ জমা করে এলার্টপেতে পে-আউট করেছিলাম। কিন্তু………………. 🙁

আচ্ছা ভাই কেউ কি bestbox থেকে টাকা পাইছেন । আমার ৫৮ ডলার Account Balance দেখায় cashout হয় না ।

এটা কোন সঠিক পদ্ধতি নয়। এই সব ভূয়া পদ্ধতি বাদ দিয়ে সঠিক ভাবে অনলাইনে আয়ের পদ্ধতি জানতে পারেন http://earnhelp.com এখান থেকে।

    ভাই আপনাকে ভাল লাগতো কিন্তু কমেন্ট এ আপনার সাইট এর বিজ্ঞাপন দেখে আপনার নুতন নাম দিলাম
    “”” ছাগল আরেফিন”””…।। দয়া করে নামটা চালু করে দিন আজ থেকে……………। নামটা কেমন হল জানাবেন পিলিস…।

একদম ভুয়া সাইট। আমি কিছু দিন কাজ করার পর account band হয়ে গেছে।

এইখানে ও সেই আয়।

এইটা ১ নং খাটি ভুয়া সাইট তারা আমাকে টাকা দিবে বলে দেয়নি।

Level 0

আর কোন সাইট পাননাই ভাই?????? 🙂 🙂 🙂

    Level 0

    যাই হোক আপনাকে স্বাগতম।

kar kotha k bissas korbe hayre

আপনি AW Survey এর যে লিংকটি দিয়েছেন তা একটা রেফারেল লিংক। রেফারেল লিংক দেয়ার আগে আপনার বলে দেয়া উচিত ছিল যে এটা একটা রেফারেল লিংক।

Level 3

নানা মুনীর, নানা মত।

ভাই সাইট সম্পর্কে সঠিক ভাবে জেনে টিউন করেন, না হয় আপনার কষ্টকরে করা টিউনের উদ্দ্যেশ্যই সফল হবে না।

Level 0

Easy money no work no invest just bet and win for details click http://www.somewhereinblog.net/blog/anik2645/29576917