আমরা অনেকেই DU METER ব্যবহার করি। ইন্টারনেট স্পিড জানার জন্য, আপলোড, ডাউনলোড ডাটা জানার জন্য এর উপকারিতা অপরিসীম। কিন্তু এর সবচেয়ে বড় অসুবিধা হল, এটি মাত্র ৩০ দিন ফ্রি ব্যবহার করা যায়। এর পরে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। অথবা বিভিন্ন প্যাচ, পাইরেটেড সিরিয়াল কি ইত্যাদি ব্যবহার করতে হবে।
এই অসুবিধার জন্য অনেকেই DU METER এর উপরে বিরক্ত। আমি নিজেও অনেক দিন থেকেই খুঁজছিলাম এমন একটি ফ্রি সফটওয়্যার, যা ডি ইউ মিটার এর সমকক্ষ না হলেও খুব একটা কম হবে না। অবশেষে পেয়ে গেলাম এমন একটি সফটওয়্যার। এটি ডি ইউ মিটার এর চেয়ে বরং অনেক বেশি ভালো। ডি ইউ মিটারের সব সুবিধা তো এতে আছেই, উপরন্তু এর টাস্ক বার মিটার ইচ্ছামত কাস্টমাইজ করা যায়। লেখা বড়-ছোট করা যায়, ফন্ট পরিবর্তন করা যায়, রঙ পরিবর্তন করা যায়, এরকম আরও অনেক সুবিধা।
তাই, গত ১ মাস ধরে ব্যবহার করার পর এটা বলতে বাধ্য হচ্ছি, ডি ইউ মিটারের দিন শেষ! এখন থেকে এর বিকল্প হিসেবে ব্যবহার করুন NET SPEED MONITOR.
আমি ডাঃ সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আই ও ব্যবহার কইরতাম । কিন্তু, এর লাহান Speed একটু কম কম লাগিসসিলু বুলে গুম কইরা হালাইসি । এইডা কি Bandwidth খায়ে ?