মজিলা সফটওয়্যারগুলোর প্রোফাইল ব্যাকআপ রাখা

মজিলার সফটওয়্যারগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিনে দিনে। এর মধ্যে মজিলা ফায়ারফক্স অত্যান্ত জনপ্রিয় ওয়েব ব্রাউজার। ওপেন সোর্স এসব সফটওয়্যার বিভিন্ন এ্যড-অন্স ইনস্টল করা যায় এবং পছন্দে সাইট বুকমার্ক করে রাখা যায়। ভিন্ন ভিন্ন ইউজারে বা কম্পিউটারে এ্যড-অন্স, বুকমার্ক ইত্যাদি নতুন করে এসব ইনস্টল করতে হয়। নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করলে, রিইনস্টল করলে এসব তথ্য মুছে যায় বা অন্য কম্পিউটারে অথবা অন্য ইউজারে আগের ইউজারের এ্যড-অন্স বুকমার্ক, কুকিজ, পাসওয়ার্ড, হিস্টোরীসহ অনান্য সেটিংস কপি পেষ্ট (ব্যকআপ রেখে পরবর্তিতে আবার রিস্টোর) করা গেলে দারুন হতো। মজব্যাকআপ সফটওয়্যার দ্বারা মজিলা ফায়ারফক্স, থান্ডারবার্ড, সানবার্ড, ফ্লোক ওয়েব ব্রাউজার, সীমানকি, পোষ্ট বক্স, মজিলা সোয়ীট, স্পেসবার্ড, নেটস্কেপ ব্রাউজার ইত্যাদির প্রোফাইল, বুকমার্ক, কুকিজ, পাসওয়ার্ড, হিস্টোরী, মেইল, কনটাক্ট, এক্সটেনশন ব্যাকআপ করে রাখা যাবে। এমনকি ব্যকআপে পাসওয়ার্ডও ব্যবহার করা যাবে। আর পরবর্তিতে এই ব্যাপআপ রিস্টোর করা যাবে। উইন্ডোজের সকল সংস্করণের উপযোগী এই সফটওয়্যারটি http://mozbackup.jasnapaka.com থেকে ডাউনলোড করা যাবে। মজব্যাকআপ উপরোক্ত সফটওয়্যারগুলোর বহনযোগ্য সংস্করণেও ব্যবহার করা যাবে।

প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com/?p=2230

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর হয়েছে

Level 0

ভাল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Level 0

মেহেদী আকরাম ভাই , ভাল লাগলে, ধন্যবাদ ।

vai software ti ki mediafire e deoa jai na…..plz…….thanks for Nice tunes

    এখান থেকে কি ডাউনলোড করা যায় না।
    সফটওয়্যারের নিজস্ব লিংক সবচেয়ে উত্তম।