অনেকদিন ধরে এই পোস্ট টা দেবো দেবো করেও দেয়া হয়ে উঠেনি। উবুন্টু লাইভ মোডে চালানোর সময় অনেক ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার এর নাম দেখলেও ভালো একটা GIS এর অভাব বোধ করছিলাম ।
বিশেষ করে গত কয়েক মাসে এই gis নিয়ে দৌড়াদৌড়ি আমাকে ভালো ভুগিয়েছে ।
থিসিসের কাজে GIS লাগবে , কোথায় শিখবো ? কোনটা শিখবো ?
উত্তর ছিলো অবশ্যই ARC GIS
প্রথমে ভাবলাম নিজে , ঘেটে ঘেটে । টের পেলাম ব্যপারটা সহজ হচ্ছে না , এমনিতে থিসিস নিয়ে ঝামেলা তে আছি (সেটা নিয়ে আরেকটা পোস্ট এ লিখবো)
তাহলে উপায় হলো কোথাও গিয়ে শেখা । কোথায় ?
এর মধ্যে নতুন বিপদ । এক পরিচিত বড় ভাই বললো , যদি ARCGIS এ কাজ করতে চাই তাহলে আসল ভার্শন দরকার, পাইরেটেড ভার্শনে অনেক প্লাগইন নাই । বাহ ! আসল ভার্শন এর দাম কত ? বেশি না, মাত্র কয়েক লাখ টাকা
এতগুলো কথা বলার উদ্দেশ্য GIS নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থার কথা বলা । GIS যে কত বিশাল একটা কাজের জিনিশ তা বলার অপেক্ষা রাখে না , কিন্তু আসল সফটওয়ার এর দাম এর কারনে , প্রশিক্ষন এর অভাবে আমরা প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছি ।
কেমন হত যদি সবাই মুক্ত GIS ব্যবহার করতে পারতাম ? আমাদের গরীব দেশের কত টাকা বেচে যেত , কাজের গতি বেড়ে যেত ।
কিন্তু মুশকিল হলো , যারা অলরেডি একটা GIS এ অভ্যস্ত , তারা কি সহযে মুক্ত GIS এ চলে আসবে ? মনে হয় না । (যেমন , IEB যেহেতু পুরনো arcinfo তে অভ্যস্ত তাই তারা এখনও dos based arcinfo , Arcview শেখাচ্ছে , অথচ বাজারে ARCGIS er সর্বশেষ ভার্শন চলে এসেছে )
তাই উপায় হলো আমরা নতুনরা যদি মুক্ত GIS কাজ দিয়ে শুরু করি । আমি অনেক ঠেক খাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি , আমি মুক্ত GIS দিয়েই কাজ করবো
মুক্ত GIS এর মধ্যে সবচেয়ে নামকরা , উবুন্টু , WINDOWS , MAC সবখানেই চালানো যাবে। সোর্স উন্মুক্ত ।
আমি নিজে GIS এক্সপার্ট না , আমি নিজেও এখন QGIS ঘাটাঘাটি করে শিখছি , তবে আমরা এর পরে যারাই GIS নিয়ে কাজ করবো তারা যদি শুরু থেকেই মুক্ত সোর্স GIS নিয়ে কাজ করতে পারি তাহলে একটা কাজের কাজ হবে।
QGIS এর বিশাল অনলাইন ফোরাম আছে । এছাড়া তাদের সফটওয়ার এর ম্যানুয়াল তো আছেই ।
আর আমি ঠিক করেছি যখন যেটুকু শিখতে পারি , সেটাই লিখে রাখবো বাংলাতে , আর পারলে পুরা ম্যানুয়াল টাই বাংলা তে আনবো , আমার চোথা প্রজেক্ট এর প্রথম কাজ এটাই হোক।
আর QGIS এর সাইট টা খুবই কাজের। ঘুরে দেখেন আরো তথ্য জানতে ।
( এ নিয়ে আরো লেখা আসছে ,আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য লেখা থাকলেও GIS কিন্তু সবার জন্যই , শিরোনাম লেখার সময় মনে ছিলো না বলে দু;খিত)
আমি পরিবেশবাদী ঈগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo laglo