এই পর্যন্ত যারা এটা ব্যবহার করেছে সবাই ধন্যবাদ দিয়েছে। আপনি দিবেন তো? সন্তোষ্ঠ হবেন তো এবার? (এবং সবার জন্য একটা মেসেজ)

আমরা মোটামোটি সবাই এন্টিভাইরাস ব্যবহার করি। কেউ কিনে ব্যবহার করি। আবার কেউ কেরেক করে বা ফ্রি ট্রায়াল ব্যবহার করেন।

ফলাফল কি?

কিনে ব্যবহার করলে আপনার পকেটের টাকা খরচ হবে অনেক। কেরেক করে ব্যবহার করলে আপনার কম্পিউটারের ক্ষতি হবে। আর ফ্রি ট্রায়ালে সব সুবিধা পাবেন না। সবচেয়ে বড় কথা হল বাজারের এই সব এন্টিভাইরাসের সাইজ অনেক বড়। যার দরুন যাদের কম্পিউটারের কনফিগারেশন কম। তারা বিপাকে পড়েন। আমার অফিসের ডুয়াল কোর পিসিটা ক্যাস্পারস্কি হ্যাঙ্গ করেছিল (অবস্থা ভেদে যেকোন পিসি হ্যাং করতে পারে অথবা স্লো করতে পারে পারফরমেন্স). আপনার সিপিউর অনেকাংশই দখল করে থাকে এসব এন্টিভাইরাস। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। যাইহোক আজকে আমি এসব সমস্যার সমাধান দিতে চেস্টা করব। পরিচয় করিয়ে দিব একটি অনন্য সাধারণ এন্টিভাইরাসের সাথে। যার নাম Microsoft Security Essential.

আমি জীবনে বহুত এন্টিভাইরাস ব্যবহার করেছি। কিন্তু একটা এন্টিভাইরাসই আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে।

এই এন্টিভাইরাসটি বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা কোম্পানি মাইক্রোসফট কর্তৃক ফ্রি একটি এন্টিভাইরাস। যারা তাদের জেনুইন ইউন্ডোজ  ব্যবহার করে তারা এটি খুব আরামেই ব্যবহার করতে পারবে। আশা করি সবার ইউন্ডোজই জেনুইন হবে। যদি না হয় তাহলে নেটে সার্চ দিয়ে জেনুইন করে নিন। এন্টিভাইরাসটির সাইজ খুবই কম। মাত্র দশ মেগাবাইট। কিন্তু এটির আপডেট ফাইল অনেক বড় প্রায় ৮১ মেগাবাইট। অন্যান্য এন্টিভাইরাসগুলো টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয় এবং এগুলোর সাইজ বড় হওয়াতে কম্পিউটার হ্যাং করে, স্লো করে। আমি নিজে  Microsoft Security Essential ব্যবহার করছি। ‍পিসি চলছে স্বাভাবিক গতিতেই। সব ভাইরাস রিমোভ করেছি। এমনকি আমার সব কেরেক ও হ্যাকিংয়ের সফটওয়্যারও রিমোভ হয়ে গেছে। আমি বুঝতেই পারি নি। তাই আপনাকে বলছি। দরকারী হ্যাকিং কেরেক সফটওয়্যার নিরাপদ স্থানে সংরক্ষণ করুন অথবা স্ক্যান করার সময় কোয়ারেনটাইন থেকে ফিরিয়ে আনুন।

ইনস্টল ও আপডেটের নিয়মঃ -

আপডেট ফাইল বেশি হওয়াতে আপনাদের আপডেট করতে বেশি সময় নিতে পারে এক্ষেত্রে স্লো নেট হলে অনেক বিড়ম্বনার স্বিকার হতে পারেন। তাই আমি আপনাদেরকে অফলাইন আপডেট ফাইল ডাউনলোড লিন্ক দিচ্ছি। অফলাইন ডাউনলোড ফাইলটা ডাউনলোড হবার পর শুধু ডাবল ক্লিক করে ওপেন করলে আপনার আপডেট হয়ে যাবে (আগে ১০  এমবির এন্টিভাইরাসটি ইনস্টল থাকতে হবে।)

Microsoft Security Essential  ডাউনলোড করুন এখান থেকে এবং অফলাইন আপডেট ফাইল ডাউনলোড করুন এখান থেকে।

আমি এই পর্যন্ত যাদেরকে এই এন্টিভাইরাসটি দিয়েছি তারা সবাই কৃতঞ্জতা প্রকাশ করেছে। আগের সব এন্টিভাইরাসের কথা ভুলেই গেছে। সবাই বলেছে এটা আসলেই কাজের একটি এন্টিভাইরাস। এমনকি একজন খুশি হয়ে আমাকে তার মডেমসহ একটা সিমে প্রায় ৮০০ এমবির মত ইন্টারনেট দিয়ে দিছে ব্যবহার করার জন্য। এখন দেখা যাবে আপনি কি দেন......
এটিউনটি সর্বপ্রথম প্রকাশিত হয় এই ব্লগের এখানে (ইংরেজীতে)।   এখানে আপনি এমন আরও অনেক অনন্য সাধারণ জিনিস পেতে পারেন।

এই টিউনের মাধ্যমে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই। একজন টিউনার অথবা ব্লগার দিনরাত অনেক কষ্ট করে অনেক তথ্য সংগ্রহ করে পাঠকদের জন্য টিউন করে থাকেন।  আপনারা টিউন পড়ে উপকৃত হন। কিন্তু যে এত সুন্দর করে টিউনটি লিখেছে আপনার জন্য তার কি স্বার্থ? স্বার্থ শুধু একটাই তার এডে ক্লিক পড়তে হবে। কিন্তু ভিজিটর পর্যাপ্ত থাকলেও দেখা যায় ক্লিক নেই। আপনার একটি ক্লিকেই যদি আপনার উপকার কর্তার একটা উপকার হয়। তাহলে আপনি কেন ক্লিক করবেন না? বিবেকের কাছে প্রশ্ন! ৪০০-৫০০ ভিজিটর থেকে যদি একজন ব্লগার ২-৩টি পায়। তবে সে যথার্থই মর্মাহত হবে। পোস্ট করার উৎসাহ পাবে না।

আপনাদের কাছে জোর আবেদন রইল দয়া করে টিউনারের ব্লগের পোস্টে তার উপকারের উপহার স্বরুপ কষ্ট করে হলেও একটি ক্লিক করুন। তবে হ্যা তা অবশ্যই ভ্যালিড করুন। ঐ এডে গিয়ে দুইটা গুতা (ক্লিক) দিতে পারেন । এতে আপনারও কোন ক্ষতি হবে না আর টিউনারও খুশি হবে এবং নতুন পোস্ট লিখতে উৎসাহী হবে। তবে একথা বলা বাহুল্য এডে ক্লিক করা বা না করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যপার। কিন্তু এডে ক্লিক করা উচিত কিনা তা আপনার বিবেকের কাছে প্রশ্ন রইল। 

এখানে আমি এ কথাগুলো আমার নিজের ব্লগকে কেন্দ্র করে বলি নি। সব ব্লগের ক্ষেত্রেই প্রযোয্য। 

আপনার জন্য (প্রোগ্রামিং বিষয়ে) আমার আরও টিউন (টেকটিউনসেই) ঃ-

আপনি কি প্রোগ্রামিং শিখতে চান অথবা প্রোগ্রামিংয়ে কাঙ্খিত মজা পাচ্ছেন না? একেবারে শুরুর আগের কথা (পর্ব- ০১)।

Download করুন Visual Basic এবং ইনস্টল করুন। (পর্ব- ০২)

Level 0

আমি ehjewel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami amar genuine windows a 1 year theke babohar kori.the best security system.thanks

    Level 0

    @রাসেল(পটুয়াখালী): ধন্যবাদ আপনাকে। আপনার মতামত দেওয়ার জন্য।

এর উপরে অন্ন কোন এন্টী…… হতেই পারে না ।।

এটা আমি windows 7 এ ব্যবহার করতাম। কিন্তু windows 8.1 install দেওয়ায় এটা আর ইন্সটল করা যায়না। তাই উন্ডোজ এইট এ এটা ব্যবহার করার কোনো উপায় থাকলে জানাবেন।

    Level 0

    @সাজিদুল হাসান: উইন্ডোজ ৮ এবং ৮.১ এ Microsoft Security Essential by default দেওয়া থাকে। আপডেট করে নিয়েন। সাথে ইউন্ডোজটা জেনুইনও করে নিয়েন।

ভাই উইন্ডোজ ৮ এবং ৮.১ এ Microsoft Security Essential by default দেওয়া থাকে Windows Defender name আপনি শুধু Control Panel এ গিয়ে check করে নিন এবং Update করে নিতে ভুলবেন না 🙂

    Level 0

    @Hamde Noyon: ধন্যবাদ।

This is only Defender Antivirous. Ami Use korsi tobe 1 month atar sathe onno antivirous sohojei install hoi karon ata to antivirus na.