প্রযুক্তি উন্নয়নের সবচেয়ে কার্যকর হাতিয়ার। এটি আজ সুপ্রমাণিত এক সত্য। আজ সবাই স্বীকার করেছেন, জাতীয় জীবনে প্রযুক্তির সুফল সর্বোচ্চ মাত্রায় নিয়ে পৌঁছাতে হলে সাধারণ মানুষকে প্রযুক্তি প্রয়োগে সম্পৃক্ত করতে হবে। আর তা নিশ্চিত করতে হলে প্রযুক্তি প্রয়োগে মাতৃভাষাকে যথাসম্ভব বেশি মাত্রায় কাজে লাগাতে হবে।
"ওপেনঅফিস.অর্গ " মুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। মাইক্রোসফট অফিসের সমকক্ষ এই সফটওয়্যার দিয়ে লেখালেখি, হিসেবনিকেশ, উপস্থাপনা, গ্রাফিক্সসহ সব কাজ করা যায়। ওপেনঅফিস.অর্গ বিশ্বের বেশিরভাগ ভাষায় এবং সব ধরনের অপারেটিং সিস্টেমে এই সফটওয়্যার কাজ করে। এ ছাড়া এটি অন্য কাউকে বিতরণ করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয় না। বাংলা ওপেন অফিসের নতুন এই সংস্করণের অন্যতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে- বাংলা ইউজার ইন্টারফেস হালনাগাদ করা, বাংলা বানান পরীক্ষার জন্য লক্ষাধিক শব্দের বাংলা অভিধান এবং বাংলা ভাষায় হেল্প বা বিশেষ সহায়িকা। এ ছাড়া এর সাথে প্রাথমিকভাবে যুক্ত করা হয়েছে বাংলাভাষায় হাইফেন লেখার সুবিধা এবং বাংলাদেশের জন্য বাংলা লোকাল ফাইল বাংলা একাডেমীর সুপারিশ করা বর্ণনানুক্রম নীতি অনুযায়ী তৈরি করা হয়েছে।
মূলত মালিকানাধীন সফটওয়্যার হিসাবে এটি তৈরী করা হয়েছিল ।স্টার ডিভিশন নামের জার্মানির একটি প্রতিষ্ঠান স্টার অফিস নামে এই সফটওয়্যার নামে এই সফটওয়্যারটি তৈরী করেছিল । পরবর্তীতে সালে মাইক্রোসিস্টেম এর সোর্স কোড কিনে নেয়। ১৯৯৯ সালের আগস্ট মাসে স্টার অফিস বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
সংস্করণ | পরকাশের তারিখ | বর্ণনা |
---|---|---|
Build 638c | অক্টোবর ২০০১ | প্রথম সংস্করণ প্রকাশিত |
১.০ | মে ১, ২০০২ | |
১.০.৩.১ | মে ২, ২০০৩ | Recommended for Windows 95 |
১.১ | সেপ্টেম্বর ২, ২০০৩ | |
১.১.১ | মার্চ ৩০,২০০৪ | TheOpenCD এর সাথে যুক্ত করে দেয়া হয় |
১.১.২ | জুন ২০০৪ | |
১.১.৩ | অক্টোবর ৪, ২০০৪ | |
১.১.৪ | ডিসেম্বর ২২, ২০০৪ | |
১.১.৫ | সেপ্টেম্বর ১৪, ২০০৫ | Last release for 1.x product lineFinal version for Windows 95 It can edit OpenOffice.org 2 files |
1.1.5 | জুলাই ৪, ২০০৬ | নিরাপত্তা patch (macros) |
২.০ | অক্টোবর ২০, ২০০৫ | Milestone, with major enhancements |
২.০.১ | ডিসেম্বর ২১, ২০০৫ | |
২.০.২ | মার্চ ৮, ২০০৬ | |
২.০.৩ | জুন ২৯, ২০০৬ | |
২.০.৪ | অক্টোবর ১৩, ২০০৬ | |
২.১.০ | ডিসেম্বর ১২, ২০০৬ | |
২.২.০ | মার্চ ২৮, ২০০৭ | নতুন নিরাপত্তা প্যাচ যুক্ত করা হয়; Reintroduced font kerning[৩] |
২.২.১ | জুন ১২, ২০০৭ | |
২.৩.০ | সেপ্টেম্বর ১৭, ২০০৭ | Updated charting component |
২.৩.১ | ডিসেম্বর ৪, ২০০৭ | Stability and security update |
২.৪.০ | মার্চ ২৭, ২০০৮ | Bug fixes and new features |
২.৪.১ | জুন ১০, ২০০৮ | Security fix, minor enhancements, and bug fixes |
২.৪.২ | অক্টোবর ২৯, ২০০৮ | Security fix, minor enhancements, and bug fixes |
২.৪.৩ | সেপ্টেম্বর ১, ২০০৮ | Bug fixes and minor enhancements[৪] |
৩.০.০ | অক্টোবর ১৩, ২০০৮ | Milestone, with major enhancements |
৩.০.১ | জানুয়ারী ২৭, ২০০৯ | Bug fixes |
৩.১.০ | মে ৭, ২০০৯ | Overlining and transparent dragging available |
৩.১.১ | আগস্ট, ৩১, ২০০৯ | Security fix, bug fixes |
৩.২ | Schedule: ৫ ডিসেম্বর, ২০০৯ | |
২.৩ | Schedule: ৬ মে, ২০১০ |
ওপেন অফিস এ টেক্সট ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং ডাটাবেজ এর মত সাধারণ ফিচারগুলো তো থাকছেই সাথে থাকছে একটি ড্রইং এডিটর। এছাড়া এইচ.টি.এম. এল, এক্স.এম.এল. ও ফরমুলা নিয়ে কাজ করার ব্যাপক সুবিধা। এইচ. টি এম. এল এর জন্য প্লেইন টেক্সট দেয়া হয়েছে। সেভ করলে সরাসরি .html এক্সটেনশন এ চলে যাচ্ছে। এটি অবশ্য মাইক্রোসফট অফিসে ও আছে কিন্তু আপনি কাজ করতে গিয়ে আরও ছোটখাট বেশ কিছু সুবিধা পাবেন যা আপনার কাজ করার গতি বাড়াবে। ম্যাথমেটিকাল ফরমুলা নিয়ে কাজ করতে প্রায়ই ঝামেলায় পড়তে হয়। এক্ষেত্রে ওপেন অফিস এর ফরমুলা এডিটর একটি সমাধান হতে পারে।
এবার একটি বেশ বড় সুবিধার কথা বলি। ওপেন আফিস থেকে আপনি সরাসরি পি.ডি.এফ ফরমেটে ফাইল সেভ করতে পারবেন। আগে যে কাজটা করতে আপনার আলাদা একটি সফটওয়্যারের প্রয়োজন হতো এখানে তাঁর দরকার নেই।
এছাড়াও রয়েছে ওপেন অফিস এর নিজস্ব ফিচার। এগুলোর মধ্যে ফ্লোটিং ফ্রেম এবং গ্যালারি ফ্রেম। আপনার ডকুমেন্টকে একটু স্মার্ট ভাবে উপস্থাপন করতে পারবেন ফ্লোটিং ফ্রেম এর সাহায্যে। এর সাহায্যে অনেক কম জায়গায় অনেক বেশি ইনফরমেশন দেয়া যায়। অবশ্য ফ্লোটিং ফ্রেম যাদের কাছে ঝামেলা মনে হয় তাদের কথাও ভুলেননি ডেভোরাপারগণ। আপনি চাইলে যে কোন জায়গায় জুড়ে দিতে পারবেন একটি চমৎকার নোট। খুব বেশি জটিল কোন টপিক বা টেকনিক্যাল শব্দকে সহজ করে বণর্না করতে আপনি এই নোট ব্যবহার করতে পারেন। আর গ্যালারি হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে সুন্দর করার অসাধারণ এক টুলস্। এর সাহায্যে আপনি চাইলে প্রতিটা প্যারাগ্রাফের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। এতে দেয়া আছে শ্রুতিমধুর বেশ কিছু সাউন্ড ক্লিপ, অল্প কিন্তু আকর্ষণীয় কিছু বুলেট, চমৎকার কিছু রুলার এবং দৃষ্টিনন্দন কিছু ব্যাকগ্রাউন্ড। এগুলো দিয়ে আপনি সহজেই তৈরী করতে পারবেন আপনার পছন্দের থিম।
ইংরেজী নতুন ভার্সন ৩.২.১ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
বাংলা নতুন ভার্সন ৩.১.১ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অথবা বাংলা ভার্সন ২.০ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
পোর্টেবল ভার্সন ৩.২.০ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আমরা অনেক সময় কাজ করতে করতে গান শুনি। একই সাথে একাধিক সফটওয়্যার চালালে যাদের পিসি ধীর্ হয়ে যায় তাদের জন্য সুখবর হচ্ছে - ওপেন অফিসে একটা অসম্ভব হালকা মিডিয়া প্লেয়ার দেয়া আছে।
এর টুলস মেনুতে পাবেন অপসন ও কাস্টোমাইজ নামে দুটি সাব মেনু। এখান থেকে আপনি নিজের ইচ্ছে মত সাজিয়ে নিতে পারবেন মেনুবার থেকে আরম্ভ করে এক্সটেনশন, ল্যাঙ্গুয়েজ, ফন্ট, সিকিউরিটি, ভিউ, পাথ, কালার, জাভা, লোড, সেভ এবং এক্সপোর্ট – ইমপোর্ট অপসন।আপনার অনেক সমস্যার সমাধান হেল্প ফাইলে ক্লিক করলেই পেয়ে যাবেন।
আমাদের নানা কাজে প্রায়ই কম্পিউটারে বাংলা লিখতে হয়। বাংলা যদিও আমাদের মাতৃভাষা তারপরও দেখা যায় লিখতে গেলেই নানান ভাবে ভুল হয়ে যাচ্ছে। কখনও বানানে কখনো বাক্য গঠনে। তবে বানানে ভুলই হয় সবচেয়ে বেশি। বাংলা বানানে আছে হাজার ও নিয়ম, আছে হ্রস্ব ই, হ্রস্ব উ দীর্ঘ ঈ, দীর্ঘ ঊ-কার ইত্যাদির ঝামেলা। তবে সুখের খবর হল এখন আপনি চাইলে আপনার কম্পিউটার আপনাকে শুধুমাত্র বানান ভুল হলেই লাল কালির ঢেউ দিয়ে দেখাবে, এর সাথে আপনি যদি চান তবে সঠিক উত্তরের জন্য একটি সাজেশন ও দিবে। আপনি ওখান থেকে আপনার কাঙ্খিত বানানটি বেছে নিতে পারবেন।এজন্য যা করতে হবে তা হল- আপনার কম্পিউটারে ওপেনঅফিস.অর্গ ব্যবহার করতে হবে।
সম্প্রতি ওপেনঅফিস.অর্গের জন্য স্বয়ংক্রিয় বানান পরীক্ষক এক্সটেনশনের নতুন সংস্করণ প্রকাশ করেছে। নতুন এই সংস্করণে ৩ লক্ষাধিক বাংলা শব্দ যোগ করা হয়েছে। ফলে এই এক্সটেনশনটি এখন আরও বেশি কার্যকর ভাবে ভুল বানান সনাক্ত এবং এর জন্য বেশী সঠিক শব্দ পরামর্শ দিতে পারে। এক্সটেনশনটি কিভাবে ওপেনঅফিস.অর্গে যোগ করে ব্যবহার করবেন সে বিষয়ে নিচের ধাপ অনুসরন করুন।
বাংলা বানান পরীক্ষক ইন্সটল ও ব্যবহারের ধাপ সমূহঃ
আমরা যখন কোন ডকুমেন্ট তৈরী করি তখন সাধারণত মাইক্রোসফট অফিসের সাহায্যে তৈরী করে থাকি। আর আমরা বেশীর ভাগই মাইক্রোসফটের পাইরাসি কপি ইনষ্টল করে ব্যবহার করি। কিন্তু আমরা যেসকল কাজ মাইক্রোসফট অফিসে করি তা ওপেন অফিসেও করা সম্ভব। মাইক্রোসফট অফিসের অধিকাংশ ফিচার ওপেন অফিসে রয়েছে। মাইক্রোসফট অফিসের সাথে ইন্টারফেস, শর্টকার্ট কী এবং কাজের মিল রয়েছে ওপেন অফিসে। এখানে ওয়ার্ড প্যাড এবং নোট প্যাডের সুবিধাও আছে। ওপেন অফিসে মাইক্রোসফট অফিসের সকল ফাইল সমর্থন করে এবং মাইক্রোসফট অফিসের এক্সটেনশনে ফাইল সেভ করা যায়। তবে ওপেন অফিসের ফাইল মাইক্রোসফট অফিসে সমর্থন করেনা। মাইক্রোসফট অফিস ২০০৭ এর docx ফাইল ওপেন অফিসে ওপেন হয় কি না এই ব্যপারে ধারনা নাই।
আমি Esshan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
OpenOffice.org -এ তৈরী করা ডকুমেন্টস কি MS Office -এ ব্যবহার অথবা MS Office -এ তৈরী করা ডকুমেন্টস OpenOffice.org -এ ব্যবহার করা সম্ভব হবে ?