[পোস্টটি পূর্বে প্রযুক্তি ব্লগে প্রকাশিত ]
আস সালামু আলাইকুম!
আজ লিনাক্সপ্রেমী মুসলমান ভাইদের সাথে পরিচয় করিয়ে দেব ‘সাবিলী’কে। ‘সাবিলি’ হল একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। যেটার ডিজাইন করা হয়েছে মুসলমানদের জন্য!
সাবিলি লিনাক্স এর জনপ্রিয় ডিস্ট্রিবিউশন ‘উবুন্টু‘ এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, সাবীলীএকদম ফ্রী , ভাইরাস মুক্তি একটি কার্যকরি অপারেটিং সিস্টেম।
উবুন্টু নিয়ে কোন কথা বলার প্রয়োজন এখন আছে বলে মনে হয় না, আপনি যদি বিভিন্ন ব্লগ আর ফোরামগুলোতে যাতায়াত করেন তাহলেই দেখতে পাবেন, কিভাবে জানালা (উইন্ডোজ)এর মান ইজ্জত প্যাকেট বন্দি করে দিয়ে লিনাক্স/উবুন্টুর প্রচারনা চলছে। অবশ্য “চুরি করে ব্যবহার করি” এই ডায়লগ শুনতে হলেও জানালাই আমার কাছে ভালো লাগে, কিন্তু এই সাবীলি দেখার পর আমি সত্যি এবার লিনাক্সের ভক্ত হয়ে গেছি !!
পুর্বে সাবীলির নাম ছিল ‘উবুন্টু মুসলিম এডিশন’ পরে নাম পরিবর্তন করে ‘সাবিলি’ (SABILY) রাখা হয় । এটা আরবী শব্দ, যার অর্থ হল ‘ আমার পথ’।
সাবিলি তৈরি করেছেন ‘মেহদি মেগনোন (ফ্রান্স)’ এবং ‘আবদেল মোনেম কাওকা (তিউনিসিয়া)’। এবং তাদের সাথে আরো কয়েকজন প্রোগ্রামার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারও রয়েছেন। যারা সবাই সাবিলী তৈরীতে সাহায্য করেছেন ।
ডানে মেহদী, এবং বামে আবদেল মোনেম
সাবিলি ডিজাইন করা হয়েছে মুসলমানদের জন্য, এতে রয়েছে দুর্দান্ত সব ইসলামিক থিম এবং ওয়ালপেপার। ইসলামি সফটওয়্যার, এমনকি নিরাপদ ইন্টারনেট ব্রাউজিং এর সুবিধা, অর্থাৎ এটা ব্যবহারে আপনার সন্তান (অথবা আপনি নিজেও) ইন্টারনেটের ‘অন্ধকার’ জগত থেকে প্রোটেক্ট থকতে পারবেন।
সাবিলির সবথেকে লেটেস্ট ভার্শন হিসেবে যেটা দেখলাম সেটা ১১.১০ যার নাম দেয়া হয়েছে ‘উহুদ’।
সাবিলি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন
আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
আমি rabiul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোঃ রবিউল ইসলাম। একজন তালিবুল ইলম।
oneeek dhonnobad vaiya . Apner moto onek e jodi opensource nia tune korto taile amra onek kichu jante partam