মুক্ত সফটওয়্যার ও প্রযুক্তি বিষয়ে এফওএসএস বাংলাদেশ এর জনসচেতনতামূলক ও উন্মুক্ত একটি আয়োজন "পেঙ্গুইন মেলা"।. প্রথমবারের মতো চট্টগ্রাম বিভাগে "পেঙ্গুইন মেলা" অনুষ্ঠিত হবে আগামী ২৬শে সেপ্টেম্বর ২০১৩ইং, বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় শহরের আগ্রাবদে অবস্থিত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি'র মিলনায়তনে।
মুক্ত সফটওয়্যার আন্দোলন একটি সামাজিক আন্দোলন যার উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীর অধিকার সংরক্ষণ করা। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মুক্ত সফটওয়্যার আন্দোলন, মুক্ত সফটওয়্যার তৈরি করতে, ব্যবহার করতে এবং মানোন্নয়ন করতে উৎসাহ প্রদান করে। সফটওয়্যার প্রযুক্তিতে স্বনির্ভর ও মুক্তপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্ত সফটওয়্যার, জিএনইউ/লিনাক্স ও উন্মুক্ত সোর্স ভিত্তিক সফটওয়্যার সেবাগুলোকে সকল প্রযুক্তিপ্রেমীর কাছে পৌঁছে দেবার প্রত্যয়ে মুক্ত প্রযুক্তি ভিত্তিক সফটওয়্যার, লিনাক্স এবং বিভিন্ন সেবাসমূহ নিয়ে কাজ করে যাচ্ছে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (এফওএসএস বাংলাদেশ)।
মুক্ত সফটওয়্যার ও প্রযুক্তি বিষয়ে এফওএসএস বাংলাদেশ এর জনসচেতনতামূলক ও উন্মুক্ত একটি আয়োজন "পেঙ্গুইন মেলা"। ২০১৩ইং বছরের প্রথম "পেঙ্গুইন মেলা" অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিভাগে। আয়োজনের সার্বিক সহযোগীতায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি'র কর্তৃপক্ষ।
আয়োজনের বিস্তারিতঃ
তারিখঃ ২৬শে সেপ্টেম্বর ২০১৩ইং, বৃহস্পতিবার।
সময়ঃ সকাল ১১টা থেকে দুপুর ২টা।
আয়োজন স্থলঃ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি'র মিলনায়তন , আগ্রাবদ , চট্টগ্রাম ।
আয়োজন স্থলঃ গুগল মেপ (http://goo.gl/maps/Tp4TE)
ফেইসবুক ইভেন্ট লিংক: ক্লিক
আয়োজনে যা যা থাকছে ……...
# আয়োজনে থাকছে মুক্ত সফটওয়্যার, উন্মুক্ত প্রযুক্তি, জিএনইউ/লিনাক্স বিষয়ক আলোচনা।
# ''সফটওয়্যার মুক্তি আন্দোলন'' ও বিভিন্ন মুক্ত সফটওয়্যার এবং লিনাক্স নিয়ে তথ্যভিত্তিক তথ্য চিত্র প্রদর্শনী।
# আরো থাকছে ''ইনস্টলেশন ও ব্যবহারিক সহযোগীতা সেবা বুথ''।. যেখানে আমাদের স্বেচ্ছাসেবকগণ আয়োজনে অংশগ্রহনকারীদের পছন্দ অনুসারে তাঁদের ল্যাপটপ কিংবা নেটবুকে লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রো ইন্সটল এবং ইন্সটল পরবর্তী নিত্য প্রয়োজনীয় সেটিংসগুলো করে দেবেন। (অনলাইনে ফর্মপূরনকারীরা অগ্রাধিকার পাবেন।)
# এছাড়াও আয়োজনস্থলে থাকবে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ভিত্তিক ডিস্ট্রোগুলো পেনড্রাইভে, পছন্দের মিডিয়াতে এবং সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা।
আয়োজনে অংশগ্রহণ নিশ্চিত করতে -- http://goo.gl/V04jLy লিংক থেকে প্রাপ্ত ফর্মে আপনার তথ্য দিন।
অনুষ্ঠানে যোগদানে কোন সমস্যায় আমাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করুন।
--
আ.ত.ম মাসুদুল বারী : +৮৮ ০১৯১১ ২৪৩০৮৯
আব্দুল মান্নান আসিফ : +৮৮ ০১৮২৮ ১৯১৭১৯
আমি Abdul Mannan Asif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল কিছু করতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়, কিন্তু একটা সময়ের পর কাজের ফলটা চরম আনন্দ দেয় :) মুখবইয়ে আমি ২০১১ইং খেকে টেকটুইটস এবং টেকপৃথিবীতে এডমিন, ২০১২ইং থেকে NanoItBD তে Executive Programmer হিসাবে কাজ করছি।
চোখ বন্ধ করে লিখেছেন? টাইটেল এমুন ক্যা ?