রিলিজ পেল গুগল ক্রোম বেটার সবচেয়ে ফাস্টেস্ট ব্রাউজার!

গুগল ক্রোম সম্পর্কে নতুন করে কিছু বলার নাই!
২০০৮ সালের অক্টোবর থেকে চালু হওয়া গুগলের এই ব্রাউজারটি নিয়মিত এর অভূতপূর্ব উন্নতি সাধন করে চলেছে! এখন পর্যন্ত পৃিথবীর সবচেয়ে ফাস্টেস্ট ব্রাউজার হিসেবে পুরষ্কার মিলেছে অনেক আগেই ‍!
এবার এসে গেল ক্রোমের এখন পর্যন্ত সবচেয়ে ফাস্টেস্ট ব্রাউজার গুগল ক্রোম 5.0.375.29 Beta

গতকাল ৪ মে তারিখ এই ভার্সনটি মুক্তি পেয়েছে। একে সবচেয়ে ফাস্টেস্ট ব্রাউজার বলা হচ্ছে কারণ ক্রোমের জাভাস্ক্রিপ্ট ইন্জিন V8 এ এই ভার্সনটিতে ব্যাপক উন্নতি সাধন করা হয়েছে।
ক্রোম ব্লগের মতে

The V8 project, Chrome’s JavaScript engine -- we’ve been tuning, testing, and polishing the V8 engine to give Chrome a hefty boost in speed.

নতুন কী?

নতুন এই বেটা রিলিজে V8 ইন্জিনের পারফর্মারমেন্স 30-35% বেড়ে গেছে ... V8 এবং সানস্পাইডার উভয় বেঞ্চমার্কেই এই তথ্য সঠিক বলে প্রমাণিত হয়েছে।
আর যদি প্রথম থেকে দেখা হয় তাহলে দেখা যাবে প্রায় ২১৩%-৩০৫% উন্নতি হয়েছে ভি8 ইন্জিনের!

নীচের দুটি ছবি থেকেই এর স্পষ্ট ধারণা পাওয়া যায়ঃ
V8 Benchmark

Sunspider Benchmark

আরো নতুন ফীচার

যেহেতু গুগল বলে কথা ... সেহেতু শুধু এই এক কাজই তারা ক্ষান্ত থাকবে না ! এর সাথে যোগ হয়েছে আরো নতুন কিছু ফীচার ... এর আগে গুগল ক্রোমের জন্য বুকমার্ক সিঙ্ক নামে একটা ফীচার চালু করে। যা ক্রোম ইউজারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তাছাড়া এই ফীচারটি সকল ইউজারকেই সন্তুষ্ট করেছে। এই ধারণাকে কেন্দ্র করে নতুন এক ফীচারের আগমণ ঘটেছে। এখন শুধু বুকমার্কই নয় ! ব্যাক্তির সকল পছন্দের বিষয়গুলোও মনে রাখবে ক্রোম! যেমন ধরুন থীমস, হোমপেজ, স্টার্টাপ সেটিংস, ভাষা সেটিংস, ওয়েব কনটেন্ট সেটিংস! তাছাড়াও নতুন এ রিলিজে রয়েছে  HTML5 ফীচারসমূহ, যেমন Geolocation APIsApp Cacheweb sockets, এবং ফাইল ড্র্যাগ & ড্রপ সুবিধা!

যেভাবে ব্যবহার করবেন

নতুন রিলিজকৃত এই ক্রোম ব্রাউজারটি উইন্ডোজ,লিনাক্স এবং ম্যাক ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।

এজন্য উইন্ডোজ ব্যাবহারকারীর উইন্ডোজ ক্রোম বেটা দেখুন

আর যদি উইন্ডোজ ব্যবহারকারীরা অফলাইনে ক্রোম সেটাপ দিতে চান তাহলে
এখানে ক্লিক করুন।
এটা ডাইরেক্ট গুগলের লিংক... (@ মামুন ভাই গুগলেরটাই যখন দেওয়া যায় অন্য ওয়েবসাইট কেন দেব ? 😀 )

লিনাক্স ব্যাবহারকারীরা লিনাক্স ক্রোম বেটা দেখুন

ম্যাক ব্যবহারকারীরা ম্যাক ক্রোম বেটা দেখুন।

আশা করি ক্রোম এগিয়ে যাবে তার দুর্বার গতিতেই

আমার ব্লগ থেকে। আগে আমার ব্লগে প্রকাশ করেছি। (New Window)

Level New

আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউন হইছে আশা করি গুগল ক্রম দিনে দিনে আর সফলতা লাভ করবে আপনাকে ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ। মনেহয় আনেক দিন পরে ফেলাম আপনাকে।

ক্রোমের সাথে আছি সবসময় তবে ক্রোমে এখনও কিছু সমস্যা রয়ে গেছে।নতুন ভার্সনটা এখনই ডাউনলোড করবো।আমি ব্যবহার করতাম 5.0.375.23 ।আর এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড লিংকটা দিয়ে দিতে পারো মানে অফলাইন ইন্সটলার আরকি http://filehippo.com/download_google_chrome/

    মামুন ভাই ক্রোম সম্বন্ধে হয়তো অনেক কিছুই জানেন কারণ সেতাই ব্যবহার করেন। দয়া করে বলতে পারবেন ক্রোমে কিভাবে মজিলা ফায়ারফক্সের মত বিভিন্ন ট্যাব সেভ করে রাখতে হয়।

    সবকিছু কিন্তু হিস্টোরি হতে নিয়ে আসতে পারেন ।বা ট্যাবের উপরে রাইট সাইডে ক্লিক করে সবগুলো ট্যাব বুর্কমার্ক করতে পারেন।অথবা এই এক্সটেশনটি ব্যবহার করে ট্যাব সেভ করতে পারেন খুবই সহজে।http://www.chromeextensions.org/tabs/session-saver/

    নাকে অনেক ধন্যবাদ মামুন ভাই।

ক্রোম রকসসসসসসসসসসসস

এখনোই ডাউনলোড দিলাম। ধন্যবাদ 🙂

ডাউনলোড করলাম । ভাল লাগলো 😀

ডাউনলোড করেছি এবং টেকটিউন দেখছি