উবুন্টু ইন্টারপিড আইবেক্স ৮.১০ ইনস্টলেশন পদ্ধতি – ধাপে ধাপে

কেমন আছেন সবাই। আশাকরি আমার পূর্বের উবুন্টু ৮.১০ ইন্টারপিড আইবেক্স এর রিভিউটি আপনাদের ভালো লেগেছে। নিশ্চই এখন উবুন্টু ব্যবহার করতে ইচ্ছে করছে। তাই এবার লিখছি উবুন্টু ইন্টারপিড আইবেক্স ইন্স্টলেশন পদ্ধতি নিয়ে। উবুন্টু ইনস্টল করা খুবই সহজ। যদিও গাইড ছাড়াই উবুন্টু ইনস্টলেশন খুবই সহজ তারপর ও নতুনদের জন্য যারা পূর্বে লিনাক্স ব্যবহার করেন নি তাদের জন্য আজকের এর ইনস্টলেশন পদ্ধতি তুলে ধরছি।

ইন্সটলেশনের আগে

সর্বপ্রথম আপনি আপনার হার্ডডিস্কের পার্টিশন খালি করে নিন যে পার্টিশনে আপনি লিনাক্স ইনস্টল করতে চান। লিনাক্স ইনস্টলেশনের জন্য দুটি পার্টিশন প্রয়োজন হবে একটি লিনাক্স এর জন্য এবং আরেকটি সোয়াপ পার্টিশন (সোয়াপ পার্টিশন মূলত উইন্ডোজের Pagefile এর মত কাজ করে এটি মূল RAM হতে চাপ কমিয়ে সোয়াপ পার্টিশনকে ভার্চুয়াল RAM হিসেবে ব্যবহার করবে। লিনাক্সের মূল বা রুট পার্টিশন ৪ গিগাবাইট রাখতে পারেন এবং সোয়াপ পার্টিশন এর জন্য RAM এর সমপরিমান বা তার দ্বিগুন স্পেস নিয়ে আরেকটি পার্টিশন তৈরী করে নেবেন। অর্থাৎ আপনার RAM ৫১২ মেগাবাইট হলে সোয়াপ পার্টিশনের সাইজ হবে ৫১২×২=১০২৪ মেগাবাইট বা ১ গিগা। এই দুটি পার্টিশন কে আমরা লিনাক্স ইনস্টলেশনে ব্যবহার করবো। তবে পার্টিশন fat বা ntfs হলে সমস্যা নেই উবুন্টু ইনস্টলের সময় আমরা লিনাক্স পারটিশন সিলেক্ট করে নেব।

আসুন শুরু করি

ধরে নিচ্ছি আপনার কাছে উবুন্টু সিডি বা ডিভিডি আছে। এটি সিডি বা ডিভিডি রমে প্রবেশ করুন। তারপর পিসি রিস্টার্ট দিয়ে ডিলিট বাটন চেপে মাদারবোর্ডের বায়োস এ গিয়ে আপনার সিডি রম টি ফার্স্টবুট সিলেক্ট করুন ( বায়োসে অপশনটি পাবেন)। তারপর বায়োস থেকে বের হয়ে পিসি রিস্টার্ট হলে সিডি রম থেকে উবুন্টু বুট হবে। বুট হলে কয়েকটি অপশন দেখতে পাবেন তার মধ্যে প্রথমটি সিলেক্ট করুন। এটি আপনাকে উবুন্টু লাইভ ডেক্সটপে নিয়ে যাবে।

ডেক্সটপ এলে Install আইকনটিতে ক্লিক করুন। ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে।

0.jpg

প্রথম ধাপ - ভাষা নির্বাচন

প্রথম ধাপে আপনাকে ইনস্টলেশনের ক্ষেত্রে ভাষা সিলেক্ট করতে হবে। আমি বাংলা সিলেক্ট করলাম ভাষা হিসেবে আপনি চাইলে ইংলিশ ও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করুন।

11.jpg

দ্বিতীয় ধাপ - অবস্থান নির্বাচন

এ ধাপে আপনাকে আপনার অবস্থান কোথায় দেখিয়ে দিতে হবে। আমি Dhaka সিলেক্ট করলাম। এবার পরবর্তী বাটনে ক্লিক করুন।

21.jpg

তৃতীয় ধাপ - কিবোর্ড বিন্যাস নির্বাচন

এখানে আপনাকে কিবোর্ড বিন্যাস বা কিবোর্ড লেআউট নির্নয় করে দিতে হবে। আপনি USA সিলেক্ট করতে পারেন বা Bangladesh-Probhat সিলেক্ট করতে পারেন । আমি এটিই সিলেক্ট করলাম। এবার পরবর্তী বাটনে ক্লিক করুন।

32.jpg

চতুর্থ ধাপ - হার্ডডিস্ক পার্টিশনিং

এটি চতুর্থ ধাপ এ ধাপে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করবেন যেটি হল হার্ডডিস্ক পার্টিশনিং উবুন্টু লিনাক্স ইনস্টলেশনের জন্য। এখানে দুটি পদ্ধতি আছে তবে আমরা ম্যানুয়ালি পার্টিশনের কাজ সারবো তাই "নিজ হাতে" অপশন টি সিলেক্ট করুন তাহলে উবুন্টু আপনার হার্ডডিস্ক পার্টিশন সমূহ স্ক্যান ও ডিটেক্ট করা শুরু করবে। এতে কিছুটা সময় নেবে ধ্যৈর্য হারাবেন না। স্ক্যান শেষ হলে আপনার পার্টিশন গুলো দেখতে পাবেন।

41.jpg

এখানে একটু ভয় পেতে পারেন কারন লিনাক্স আপনার পার্টিশন সমূহ “C” বা " D” ড্রাইভ হিসেবে দেখাবেনা । লিনাক্স আপনার হার্ডডিস্ক ড্রাইভ কে C,D,E এভাবে দেখাবে না । লিনাক্স দেখাবে বা sda1,sda5 এভাবে অর্থাৎ C drive টি হবে = sda1 D drive =sda5 [ C drive এর পরের ড্রাইভ গুলো শুরু হবে sda”5'” থেকে ]এরপর বাকি গুলো যথাক্রমে

  • E drive = sda6
  • F drive = sda7
  • G drive = sda8
  • H drive = sda9
  • I drive = sda10
  • J drive = sda11

আপনি যেহেতু আগেই দুটো পার্টিশন তৈরী করে রেখেছেন তাই আপনি পার্টিশনের আকার দেখলেই চিনতে পারবেন কোন পার্টিশনটিতে লিনাক্স ইনস্টল করবেন। আমি উবুন্টুর জন্য পূর্বেই দুটি পার্টিশন খালি করে রেখেছি একটি রেখেছি ৫ জিবি উবুন্টুর মূল বা "/” রুট পার্টিশনের জন্য আরেকটি রেখেছি উবুন্টু সোয়াপ পার্টিশনের জন্য। এখন ৫জিবি পার্টিশন টি সিলেক্ট করে ”পার্টিশন সম্পাদন করুন" বাটনে ক্লিক করুন।

তাহলে যে উইন্ডোটি আসবে তাতে ফাইল সিস্টেম হিসেবে ext3 বা jfs ফাইল সিস্টেম সিলেক্ট করুন। যদিও বেশিভাগ ext3 ফাইল সিস্টেম লিনাক্সের জন্য ব্যবহার করা হয় তবে jfs তার থেকে ফার্স্ট এবং রিলায়েবল তাই আমি জে.এফ.এস জার্নালিং ফাইল সিস্টেম সিলেক্ট করলাম। তারপর পার্টিশন ফরম্যাট করো টিতে চেকমার্ক দিন এবার মাউন্ট পয়েন্ট "/” স্ল্যাশ দিন এটিকে লান্কের রুট পার্টিশন বলে এবার ঠিকআছে বাটনে ক্লিক করুন।

51.jpg

এবার সোয়াপ পার্টিশনের জন্য যেই ছোট পার্টিশন টি তৈরী করেছিলেন তা সিলেক্ট করে একই ভাবে ”পার্টিশন সম্পাদন করুন" বাটনে ক্লিক করুন।

61.jpg

এবারর উইন্ডোটি থেকে "যেভাবে ব্যবহার করা হবে" থেকে "সোয়াপ স্থান" সিলেক্ট করুন এবং "ঠিকআছে" বাটনে ক্লিক করুন।

71.jpg

পঞ্চম ধাপ

তাহলে আপনার পার্টিশনের পরিবর্তন গুলো পার্টিশনের তালিকায় দেখতে পারবেন। এখনই কিন্তু পার্টিশন ফরমেট হয়ে যায়নি বা সিস্টেমে কোন পরিবর্তন হয়নি আপনি কোন ভূল করে থাকলে তা সংশোধন করতে পারেন। এবার ৫জিবির পার্টিশন টি বা যেটি "/” মাউন্টপয়েন্ট দেয়া আছে সেটি সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করি।

ষষ্ঠ ধাপ - ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া

এই ধাপে আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড ইত্যাদি সেট করবেন। এখানে প্রথম বক্সে আপনার নাম দিন দ্বিতীয় বক্সে আপনার লগইন নাম দিন, তৃতীয় বক্সে আপনার পাসওয়ার্ড দিন এটিই হবে আপনার এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড।

পরের বক্সে থাকবে আপনার কম্পিউটারের নাম অর্থাৎ নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকলে অন্য নেটওয়ার্কের পিসি সমূহ আপনার পিসিকে এই নামে দেখাবে। শেষের অপশনে চেক মার্ক করলে ইউজারনেম পাসওয়ার্ড দেয়া ছাড়াই আপনি উবুন্টু তে লগইন করতে পারবেন।

8.jpg

শেষ ধাপ - ইন্সটলেশন প্রক্রিয়া শুরু

এবার পরবর্তী বাটনে ক্লিক করলে শেষ ধাপ অর্থাৎ সপ্তম ধাপে আপনি শুধু Installবাটনে ক্লিক করলেই ইনস্টলেশন ধাপ শূরু হয়ে যাবে। প্রথমে এটি আপনার সিলেক্টকৃত লিনাক্স পার্টিশন টি ফরমেট হবে এবং উবুন্টু ইনস্টল হওয়া শুরু হবে। তাই পার্টিশনে কোন পরিবর্তন করতে চাইলে এখনই সময় পূর্ববর্তী বাটনে ক্লিক করে পরিবর্তন সাধন করতে পারেন বা ইনস্টল না করার সিদ্ধান্ত নিলে প্রস্থান বাটনে ক্লিক করতে পারেন। এবার ইনস্টল বাটনে ক্লিক করুন।

9.jpg

ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হলে মেশিন রিবুট করলে আপনি লিনাক্স বুটলোডার হতে উবুন্টু বুট করতে পারেন। পূর্বের উইন্ডোজ থাকলে বুটিং অপশনে উইন্ডোজ ও পাবেন। ব্যাস হয়ে গেল উবুন্টু লিনাক্স ইনস্টলেশন। এখানে কোনকিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করুন।

জেনে রাখুন

আপনি যদি লগইন এর সময় রুট ইউজার হিসেবে লগইন করতে চান তবে System > Administartion > Login Window থেকে Security ট্যাবে গিয়ে Allow local System Administrator loginএ চেক মার্ক দিয়ে দিন।

আর আপনি ইউজার পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে  System > Administartion > Users and Groups এ গিয়ে Unlock বাটনে ক্লিক করে আপনার এডমিনিস্ট্রটর পাসওয়ার্ড দিন তার পর ইউজার সিলেক্ট করে প্রোপার্টিস থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন।

login.png

লিনাক্স ইনস্টলেশন পরবর্তী গাইড নিয়ে সামনে আমার একটি লেখা পাবেন। সেটিও আপনার কাজে আসবে আশা করি।

Level 0

আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Share your knowledge with others..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

উবুন্টু বা লিনাক্সে রুট ইউজার হিসেবে লগিন করা খুব ই আনসিকিউর রুট ইউজার হিসেবে নেট ইউজ করা আরো ভয়ংকর কারন রুট ইউজার সিস্টেমের সর্ব খমতার অধিকারী কেউ যদি তখন আপনার লিনাক্স হ্যাক করে বসে আপনি গেছেন তাই ইনস্টলেশনের সময় আপনি যে ইউজার তৈরী করেছেন সেই ইউজারে লগ ইন করুন এবং নেটে কানেক্ট হ উ ন

জিও ডার্কলর্ড জিও

উবুন্টুর উপর এরকম দারুন টিউটোরিয়াল আর কোথাও লেখা হয়েছে কিনা আমার জানা নেই। পুরো পারফেক্ট একটি টিউটোরিয়াল। ডার্কলড ভাই, (আপনার আসল নামটা জানি না) আপনাকে ধন্যবাদ দিলেও কম হবে।

আপনি তো শেষ পর্যন্ত উবুন্টুতে সুইচ করিয়েই ছাড়বেন। গ্রেইট টিউন।

Level 0

তুমি উবুন্টু তে সুইচ না করলে আমার টিউটোরিয়াল ই ব্থা

Level 0

আমার নাম ইশতিয়াক আহমেদ ফয়সাল

আর আমার এক উবুন্টু ইউজার বন্ধু বললো উবুন্টুর সাথে যেই বাংলা টি এসেছিল সেটি ডেভলপমেন্ট পর্যায়ে ছিল আপনি প্রথম ধাপে ইংলিশ সিলেক্ট করে ইন্সটলেশনের পর সিনাপটিক থেকে বাংলা ইনস্টল করতে পারেন।

চমৎকার এবং কাজে লাগার মত টিউন। আমি কেন যে কালকে উবুন্টু হাতে নিয়েও কিনলাম না? কিন্তু ফেডোরা 10 কিনেছি। এই ধরনের টিউটোরিয়াল আরো চাই। জয় হোক লিনাক্সের।
মোঃ মাহাবুবুর রহমান মাছুম
http://www.banglatutorial.blogspot.com

ফিডোরা ও ভালো তবে আমি পছন্দ করি সুসি । ফিডোরা সুসি নতুন ভার্সন গুলো এখনো আমার হাতে আসেনি , আসলে ওগুলোর ইনস্টলেশন নিয়ে লিখবো

ডার্কলড ভাই আমি নেট থেকে উবুন্টু সিডি পেয়েছি, এখন এটাতে কি সব ফিচার পাব? আর আমি উবুন্টুতে Mp3 গান চালাতে পারছিনা । একটু সাহাজ্য দরকার।

আপনি কি উবুন্টু ইনস্টল করেছেন নাকি লাইভ সিডি চালাচ্ছেন? যদি উবুন্টু 8.10 ডাউনলোড করে থাকেন তাহলে প্রথমে জানা দরকার আপনি উবুন্টুতে নেটে সংযুক্ত আছেন কিনা থাকলে Terminal ওপেন করে

এখানে দেয়া কমান্ডটি এন্টার করুন https://help.ubuntu.com/community/Medibuntu

sudo wget http://www.medibuntu.org/sources.list.d/intrepid.list –output-document=/etc/apt/sources.list.d/medibuntu.list

তারপর সেই কমান্ডের পর এই কমান্ডটি দিয়ে এন্টার করুন

sudo apt-get update && sudo apt-get install medibuntu-keyring && sudo apt-get update

তারপর সিনাপটিক প্যাকেজ ম্যানেজার ওপেন করে w32codecs লিখে সার্চ করুন তারপর উক্ত প্যাকেজটি ইনস্টল করুন তাহলে আশাকরি এমপি3 ও অন্যান্য ভিডিও ফাইল ওপেন করতে পারবেন।

বা প্যাকেজটি আলাদাভাবে ডাউনলোড করতে পারেন এখান থেকে

http://packages.medibuntu.org/intrepid/w32codecs.html

তবে ওটার দুটো ডিপেন্ডেন্সি আছে ওগুলা ইনস্টল আছে কিনা দেখে নিন

ডার্কলর্ড ভাই ……….. পার্টিশনিং এর সময় ফ্রি স্পেস ক্রিয়েটিং এর ব্যাপারটা আমার কাছে একটু কনফিউজিং মনে হচ্ছে …….. শুধুমাত্র এই একটা কনফিউশনেরর কারণে উবুন্তুতে সুইচ করতে পারতেছিনা। তাড়াতাড়ি হেল্প করেন ………

Level 0

আমি আপনার টিউন দেখে উবুন্টু ইনসটল করেছি পুর্বরে HDD format করে । এখন Mp3, Video CD এবং Video ফাইল চালাতে পারছিনা ।

আচ্ছা ফ্রি পার্টিশন মানে হচ্ছে আপনার হার্ডডিস্কের একটি পার্টিশনে ৪ বা পাচ জিবি খালি বা পার্টিশন পুরোটাই খালি আছে তখন সেই পার্টিশন ডিলিট করে দিলে পুরোটাই খালি হয়ে যাবে মানে পার্টিশন টি তে আর কোন ডাটা বা ফাইল নেই তবে ডিলিট করার আগে সেই পার্টিশনে কোন ফাইল থাকলে তা অন্য ড্রাইভে সরিয়ে নিন। এখন খালি পার্টিশন সিলেক্ট করে এডিট ক্লিক করে চার বা পাচ জিবি লিনাক্সের রুট ‘/’ পার্টিশনের জন্য দিন এবং আপনার রেম এর মেমরির সমপরিমান জায়গা নিয়ে তৈরী করুন সোয়াপ পার্টিশন যেটা সম্পর্কে টিউটোরিয়ালে বলেছি এখনো কোন কনফিউশন থাকলে জানান

প্রথমে জানা দরকার আপনি উবুন্টুতে নেটে সংযুক্ত আছেন কিনা থাকলে Terminal ওপেন করে

এখানে দেয়া কমান্ডটি এন্টার করুন https://help.ubuntu.com/community/Medibuntu

sudo wget http://www.medibuntu.org/sources.list.d/intrepid.list –output-document=/etc/apt/sources.list.d/medibuntu.list

তারপর সেই কমান্ডের পর এই কমান্ডটি দিয়ে এন্টার করুন

sudo apt-get update && sudo apt-get install medibuntu-keyring && sudo apt-get update

তারপর সিনাপটিক প্যাকেজ ম্যানেজার ওপেন করে w32codecs লিখে সার্চ করুন তারপর উক্ত প্যাকেজটি ইনস্টল করুন তাহলে আশাকরি এমপি3 ও অন্যান্য ভিডিও ফাইল ওপেন করতে পারবেন।

বা প্যাকেজটি আলাদাভাবে ডাউনলোড করতে পারেন এখান থেকে

http://packages.medibuntu.org/intrepid/w32codecs.html

তবে ওটার দুটো ডিপেন্ডেন্সি আছে ওগুলা ইনস্টল আছে কিনা দেখে নিন

আর কারা কারা লিনাক্স ইনস্টল করলেন জানাবে

Level New

উবুন্টু আমি অনেক দিন থেকেই ব্যাবহার করছি। আগে আমি বাংলা উবুন্টু শ্রবণী ব্যাবহার করেছিলাম। এখন আমি উবুন্টু ৮.১০ ডেক্সটপ এডিসন সেটাপ করতে চাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে আমি যেই উবুন্টু ৮.১০ ডেক্সটপ এডিসন সেটাপ করতে যাচ্ছি পার্টিশন এ গিয়ে আমার সমস্ত ড্রাইভ কে একটা ড্রাইভ দেখাচ্ছে। মানে আমার উইনন্ডোজের কোন পার্টিশনই দেখাচ্ছে না। আমি যখন শ্রবণী উবুন্টু ব্যাবহার করতাম তখন ডাবল বুট সিসটেম ছিল মানে উইনন্ডোজ এবং উবুন্টু দুটোই ছিল, পরবর্তীতে আমি উইনন্ডোজ ইনষ্টোল করলে উবুন্টু শ্রবণী হারিয়ে যায় এবং যে পাটিশনে উবুন্টু শ্রবণী ইনষ্টল করেছিলাম সেই পার্টিশনটা অদৃশ্য অবস্থায় এখন পর্যন্ত আছে। এই অবস্তায় আমি কিছুতেই পার্টিশনে যাবার পর আর কিছুই করতে পারছি না। এখন আমার পার্টিশন ভাংগাও সম্ভব না। কারন আমার হার্ডডিক্সে অনেক ডাটা আছে। কিভাবে পার্টিশন না ভেংগে উবুন্টু ৮.১০ ডেক্সটপ এডিসন সেটাপ করতে হয় তা জানতে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি।

এই টিউটোরিয়াল টির চতুর্থ ধাপ দেখুন আপনি কি ম্যানুয়াল পার্টিশনিং (নিজ হাতে) সিলেক্ট করেছিলেন? নাকি উপরের অপশন টা?

নিচের ম্যানুয়াল পার্টিশন সিলেক্ট করলে আপনার সবগুলো ড্রাইভ দেখতে পাবার কথা

আর আপনি যেহেতু শ্রাবনী ইনস্টল করেছেন ext3 পার্টিশনে তাহলে ext3 পার্টিশন আর সোয়াপ পার্টিশন দেখতে পাবার কথা।
https://www.techtunes.io/uploads/images/tune-images/71.jpg

এখানে পার্টিশন গুলোর type এ যেটার পাশে ext3 থাকবে সম্ভবত সেটাই শ্রাবনীর পার্টিশন। আর উইন্ডোজ থেকে আপনি আপনার লিনাক্স পার্টিশন দেখতে পারবেন না সেজন্য আপনাকে সফটওয়্যার ব্যাবহার করতে হবে

http://www.chrysocome.net/explore2fs

আর আপনি আপনি পার্টিশনিং এর কাজ Parted Magic দিয়ে সারতে পারেন এই টিউন টি দেখুন

https://www.techtunes.io/featured/tune-id/470/

আপনি লিনাক্সের বা শ্রাবনীর জন্য তৈরী পার্টিশন গুলো ডিলিট করে (যদি সি ড্রাইভ ভেঙ্গে ওই পার্টিশন গুলো তৈরী করে থাকেন তবে সেই পার্টিশন গুলো সি ড্রাইভে এ্যাড করে দিতে পারেন বা ওই ext3 পার্টিশন ফরমেট করে তাতে উবুন্টু 8.10 ইনস্টল করতে পারেন

আমি প্রেমে পরে গেলাম। আপনার আর উবুন্টুর। বাকীটা করুনাময় “আল্লাহ” ইচ্ছা।

Level 0

ডার্কলর্ড ভাই উবুনটু ৯.০৪ কিভাবে সেটাপ দিব?

Level 0

Can I have your cell phone number to speak about ubuntu ? please send to [email protected]

ডার্কলর্ড ভাই,
উইন্ডোজ থাকা অবস্থায় আলাদা ড্রাইভ এ উবুন্তু ৯.০৪ সেটআপ দিয়েছিলাম। তখন কোনো সমস্যা হয়নি। কিন্তু কদিন আগে উইন্ডোজ সেটআপ দেয়ার পর বুট করার সময় এখন আর উবুন্তু ওপেন করার কোনো অপশন পাচ্ছিনা। পিসি চালু করলেই উইন্ডোজ চালু হয়ে যায়। কি করে বুটিং অপশনে উবুন্তু কে পাবো?

দাঁড়ান উবুন্টু ১১.১০ ইন্সটল করতাছি…………