বর্তমানে রেডহ্যাট কেন ব্যবহৃত হচ্ছে?

যে কোনো ওপেনসোর্স সফটওয়্যারেরই  বিশেষ সুবিধা রয়েছে। আর এই সুবিধাটি হলো এর সোর্সকোডটি সবার জন্য উন্মুক্ত। ফলে সোর্স কোডটি সকলেই ব্যবহার করতে বা দেখতে পারে। যে কেউ ইচ্ছা করলেই কোডটিতে পরিবর্তন বা পরিবর্ধন করে নিজের ইচ্ছেমতো ব্যবহার করতে পারে।

আবার এসব কোড দেখে নতুন-পুরাতন উভয় প্রকার সফটওয়্যার ইঞ্জিনিয়াররা অনেক কিছু শিখতে পারেন। যেহেতু কোডটি সকলের কাছে উন্মুক্ত তাই এসব সফটওয়্যারের বাগ বা ত্রুটিগুলো খুব সহজেই ধরা পড়ে এবং সহজেই সমাধান করা যায়। তাই ওপেন সোর্স সফটওয়্যারে ত্রুটির পরিমাণ অনেক কম হয় এবং থাকলেও তা দ্রুত সমাধান হয়ে যায়।

ব্যবসা প্রতিষ্ঠান ও সার্ভারের জন্য বিশেষভাবে লিনাক্স কার্নেল থেকে তৈরী রেড হ্যাট । রেড হ্যাটের মাধ্যমে খুবই কমদামে পরিপূর্ণ ব্যবসায়িক সুবিধা পাওয়া যায়।

রেড হ্যাট ব্যবহারের প্রধান সুবিধা হলো:

প্রতিনিয়তই এতে সময়ের সাথে পাল্লা দিয়ে নতুন নতুন টেকনোলজি যুক্ত হচ্ছে।

যে কোনো সমস্যায় বিনামূল্যেই দ্রুত সমাধান পাওয়া যায়।

গ্রাহকদের মতামতের ওপর ভিত্তি করে এরা নিয়মিত তাদের সার্ভিস উন্নত করছে।

why red hat

রেড হ্যাট প্রজেক্টটি ওপেন সোর্স সফটওয়্যারের জগতে সবচেয়ে বড় প্রজেক্ট। বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠানে দীর্ঘ দিন ধরে রেড হ্যাট বিশ্বস্ততার সাথে ব্যবহৃত হয়ে আসছে। এমনকি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কেট- নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে রেডহ্যাট ব্যবহার করা হয়। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ন ক্ষেত্রেও রেডহ্যাট ব্যবহৃত হচ্ছে। রেডহ্যাট ব্যবহার করলে অনেক কম মূল্যেই অনেক উন্নত সুবিধা পাওয়া যায়। রেড হ্যাট ব্যবহারে সুবিধাগুলো বলে শেষ করা যাবে না।

তারপরও আসুন এক নজরে এর কিছু সুবিধা দেখে নিই :

  • 1. রেড হ্যাটের সিকিউরিটি সিস্টেম অনেক উন্নত। এর পারফরম্যান্সও অনেক ভালো।
  • 2. যে কোনো সমস্যায় সার্বক্ষণিক ২৪/৭ সাপোর্টের ব্যবস্থা রয়েছে। আরও রয়েছে এক ঘন্টার ভেতরই জবাব পাওয়ার নিশ্চয়তা।
  • 3. ব্যবসয়িক কাজের জন্য অন্য যে কোনো অপারেটিং সিস্টেমের চেয়ে রেড হ্যাট অনেক সাশ্রয়ী এবং এর সার্ভিসও অনেক বেশি।
  • 4. একটি বিশেষ বোর্ডের অধীনে রেডহ্যাটের সকল কার্যক্রম পরিচালিত হয়। তাও আবার সকলের সামনে। তাই নিশ্চিন্তে রেড হ্যাটকে বিশ্বাস করা যায়।
  • 5. এটি বিশ্বব্যাপী পরিচালিত বা গ্লোবাল প্রজেক্ট। বিশ্বের ২৮ টিরও বেশি দেশে এদের শাখা অফিস অবস্থিত।
  • 6. সাবস্ক্রিপশন চলাকালীন সময়ে ফ্রি-তে রেডহ্যাটের যে কোনো নতুন ভার্সনে আপগ্রেড করা যায়।
  • 7. রেড হ্যাট তাদের কাস্টমারদের চাহিদা অনুযায়ী নিয়মিত বিভিন্ন সুবিধা সম্বলিত নতুন নতুন ভার্সন রিলিজ করে।

ব্যবসা প্রতিষ্ঠান চালনার জন্য রেড হ্যাট অত্যন্ত উপযোগী ও বিশ্বস্ত, যা বলার অপেক্ষা রাখে না। সারা বিশ্বজুড়ে রেডহ্যাটের পরিসেবা বিস্তৃত। তাই যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বা ভালো কোনো চাকরি পেতে চাইলে রেড হ্যাট ব্যবহার করার পদ্ধতি জানা আবশ্যক।

Level 0

আমি মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চট্টগ্রামে আউটসোর্সিং ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষন প্রদানকারী অনেক পুরোনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিস্তারিত জানতে ক্লিক করুন মাইসিসের ওয়েবসাইটে । আমাদের ওয়েবসাইটঃ http://misysinstitute.com ব্লগ: http://misysinstitute.com/blog/ ফ্রিল্যান্সিং টিপস সমৃদ্ধ ফ্যান পেইজঃ http://fb.me/MISYSInstituteOfIT


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

কোন প্রোগ্রাম দিয়ে লিখেছেন বলবেন? কিছু বুঝি না ভালভাবে।

রেডহ্যাট kernel আছে যানা ছিলনা। কোথায় পাইলেন রেডহ্যাট kernel একটু source টা দিবেন।