স্ক্রীণশট এর দারুন সফটওয়্যার PicPick

কাজের প্রয়োজনে বিভিন্ন সময়ই আমাদেরকে স্ক্রীনশট নিতে হয়। বিশেষ করে আমরা যারা নেট এ বিচরণ করি। আর এ ক্ষেত্রে অসাধারন একটি সফটওয়্যার  হচ্ছে PicPick, এ সফটওয়্যারটির অন্যতম সেরা বৈশিষ্ট হচ্ছে এতে ইমেজ এডিট টুলম বিদ্যমান এর মাধ্যমে ফটোশপের মতোই ইমেজ এডিটও  করা যায়। মাত্র ২.৫৬০ মেগাবাইটের এই ফ্রি ওয়্যার সফটওয়্যারটি দিয়ে চলমান উইন্ডো বা ওয়েবপেইজের নানা ধরণের স্ক্রীনশট নেয়া যাবে। পুরো স্ক্রীন ও স্ক্রীনের  যে কোনো অংশের ইচ্ছানুযায়ী শট নিতে এটি বেশ কার্যকরী । এ ছাড়াও সফটওয়্যারটি ব্যবহার করে ব্রাইটনেস,কনট্রাষ্ট,কালার প্যালেট,ইফেক্টসহ এই ইমেজের সব ধরনের কাজও করা যাবে।

বিস্তারিত জানার জন্য ও সফটওয়্যারটির ডাউনলোডলিন্ক পেতে চাইলে এখানে ক্লিক করুন

Level New

আমি ইলিয়াস আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 396 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইলিয়াস আহমেদ, তথ্য প্রযুক্তি ভালবাসি.নিজেকে সবসময় তথ্য প্রযুক্তির মাঝে ডুবিয়ে রাখতে চাই, আশাকরি আপনাদের মাঝে নিয়মিত থেকে অনেক কিছু জানাতে এবং জানতে পারব ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ।

Level 0

ধন্যবাদদদদদদদদ

apnake onek thanks. eta amar khub dorkar chilo.amito vai cofused.amar ebong amar id ek.

    না ভাই কোন সমস্যা হবেনা যদিও আমাদের নিক নেম এক তারপরও…………………অন্যান্য বিষয়তো আর এক নয়। আপনাকেও ধন্যবাদ

আমাদের সিইও সাহেব এই টুল ব্যবহার করেন ……. ধন্যবাদ

    ঠিক কত্থা। তবে আমি FastStone Capture টা ব্যাবহার করি

এর আগে এটা নিয়ে যে টিউন টি করা হয়েছিল সেখানেও দেখলাম টিউনার এই অতি কাজের সফটওয়্যারটির শুধুমাত্র ইমেজ এডিটিং এবং স্ক্রিনশট নেয়ার ব্যপারটাই উল্লেখ করা হয়েছে। অথচ এই সফটওয়্যারটি কালার পিকার এবং বিভিন্ন মেজারমেন্ট ফিচার ও আছে ।
এখানেও একি কাহিনী? সবাই কি শুধু স্ক্রিনশট ফিচারটাই ব্যবহার করেন নাকি?

ধন্যবাদ। ACA Capture Pro টাও খারাপ না।

Level 0

থাঙ্কসসসসসস