ওয়ার্ডপ্রেস ৩.০ এর সম্ভাব্য৭টি নতুন ফিচার

ওয়ার্ডপ্রেস ২.৯ নতুন অনেকগুলো ফিচার নিয়ে এসেছিল। আগামী কয়েক মাসেই ওয়ার্ডপ্রেসের ৩.০ ভার্সন আসতে যাচ্ছে। আশা করা যায় নিচের ফিচারগুলো যুক্ত হতে যাচ্ছে। আশা করা যায় আমরা ওয়ার্ডপ্রেসের ব্যবহারে আরও এক ধাপ এগিয়ে যাবে।

১. ইউজারনেম ও পাসওয়ার্ড

ব্লগটি সেটআপ করার সময় এডমিন এর যে যে তথ্য চায় তার সাথে পাসওয়ার্ড দিয়ে দিতে বলে না। এখন থেকে ইউজারের ইচ্ছানুযায়ী আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজি: করতে পারবে।

আরও পড়ুন: বাংলায় পোস্ট ও কমেন্ট লেখার ব্যবস্থা

২. নতুন ডিফল্ট থিম

ডিফল্ট থিমটি পরিবর্তন করা হবে। দেখে নিন নতুন ওয়ার্ডপ্রেসের নতুন থিম।

আরও পড়ুন: ওয়ার্ডপ্রেস দিয়ে বাংলা ভাষার ওয়েবসাইট বানানোর পদ্ধতি

৩. পছন্দের ব্যাগ্রাউন্ড সংযোজন

নিজের মতো করে ব্যাগ্রাউন্ড আপলোড করে নিতে পারবেন, থিমে তা দেখা যাবে। আশা করা যায় এটি সবার জন্য সুবিধা হবে।


আরও পড়ুন: ওয়ার্ডপ্রেস প্লাগইন বানানো এত সহজ : আমার প্রথম ওয়ার্ডপ্রেস প্লাগইন

৪. একাধিক সাইট মার্জ

ওয়ার্ডপ্রেসের পার্মালিঙ্ক এ এলো নতুন মাত্রা। অনেকেই একাধিক ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে । তারা mysubdomain.mysite.com বা mysite.com/mysubdirectorygcv এর মতো করে নিজের মাইটের এড্রেসটি কনফিগার করা যাবে।

৫. নতুন পোস্ট টাইপ

এটা একটা বিশাল আপগ্রেট বলে মনে করি। আপনি চাইলেই অসিম সংখ্যক পোস্ট টাইপ ব্যবহার করতে পারবেন। function.php তে নিচের কোড যুক্ত করে নতুন পোস্ট টাইপ বানাতে পারেন। এটিকে থিমে সুন্দরভাবে থিমে ব্যবহার করতে পারবেন।
function post_type_portfolio() {
register_post_type( 'Portfolio',
array( 'label' => __('Portfolio'), 'public' => true, 'show_ui' => true ) );
register_taxonomy_for_object_type('post_tag', 'Portfolio');
}

add_action('init', 'post_type_portfolio');


আশা করা যায় এর মাধ্যমে ভিন্ন ভিন্ন পোস্ট, বিভান্ন ভাবে প্রকাশ করতে সহায়তা করবে।

আরও পড়ুন: ওয়ার্ডপ্রেস প্রেমীদের ক্ষুধা মেটাতে ৭ টি পদ্ধতি.

৬. মেনু ব্যবস্থাপনা

ইচ্ছা মতো মেনু ব্যবস্থাপনা করতে পারেবন। কোনটি আগে কোনটি পরে নিজেই তা ঠিক করে দিতে পারেবন।

৭. বিভাগ ও লেখকের জন্য আলাদা আলাদা টেমপ্লেট

ওয়ার্ডপ্রেস এ কোন বিভাগের পোস্ট দেখার সময় তা category.php এবং লেখকের পাতার জন্য author.php ফাইলটি খুজে দেখে। এখন থেকে একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করবে। যদি লেখকের নাম karim এবং আইডি 1 হলে karim-1.php ফাইলটি খুজে দেখবে। যদি এই ফাইলটি না পায় তবে author.php ফাইলটি এক্সিকিউট করবে। এতে করে লেখকের নিজস্ব টেমপ্লেট ব্যবহার করা যাবে।

আরও কিছু আপডেট যুক্ত হতে পারে বা এর এসব কিছুই নাও থাকতে পারে। আশা করা যায় ওয়ার্ডপ্রেস ৩.০ বেশ জপ্রিয়তা পাবে।
বিস্তারিত আলোচনা এখানে
পোস্ট সূত্র এখানে
আরও জানতে এখানে ক্লিক করুন।

সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের টিউটরিয়াল। আপনাদের মতামত আশা করছি । আগামীতে আমার সাথে থাকার আমন্ত্রন।

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

wordpress is the best….blog

আচ্ছা wordpress এ ব্লগ করে কী adsense ব্যবহার করা যায়।

    হুমম… ওয়ার্ডপ্রেস এ এ্যাড্‌সেন্স্‌ ইউজ্‌ করা যায়। তবে ওয়ার্ডপ্রেস এর মূল সাইট থেকে ফ্রী ব্লগ বানালে তখন এ্যাড্‌সেন্স্‌ ইউজ্‌ করা যাবে না।কারন ওটা তে জাভা স্ক্রীপ্ট সাপোর্ট করে না।

    ও তাহলে তো হবে না।

    চিন্তা কি? পেইড ডোমেইন-হোস্টিং এ ট্রাই করেন 😉 অবশ্য ফ্রী এর জন্য এটার বিকল্প হিসাবে ব্লগস্পট তো রয়েছে। তবে আমি আপনার একটা পোস্ট এ লক্ষ করলাম।এ্যাড্‌সেন্স্‌ এর জন্য আপনার রিকুয়েস্ট এখনও অ্যাপ্রুভ্‌ করছে না। তবে আমি কখনো ফ্রী হোস্টিং বা ব্লগস্পট ইউজ্‌ করিনি। তাই সমাধান টা দিতে পারছি না।

    আপনি https://www.techtunes.io/web-development/tune-id/22010 পোষ্ট দেখতে পারেন।

    ও আচ্ছা এডসেস্ন এর জন্য কোথায় ব্লগ করলে সবচেয়ে ভাল হবে।
    ওকে ভাইয়া দেখতেছি

    ভাই ব্লগস্পট এ ব্লগ লিখে এ্যাডসেন্স এ্যাপ্রুভ করতে পারবেন। ফ্রিতে আর কোথাও যায় বলে আমি জানিনা। তবে ব্লগস্পটে যাবে। ধন্যবাদ।

    ব্লগস্পট নয় ব্লগার। ব্যস্ততার কারণে ভুল লিখেছি।

ধন্যবাদ…

অসংখ্য ধন্যবাদ আপনাকে । পোস্ট টি খুব খুব ভাল লাগল ।

বাইরে বৃষ্টি হচ্ছে । প্রযুক্তি আর ভাল লাগছে না। কবিতা পড়তে ইচ্ছা করছে..জীবনান্দের বইটি হাতের কাছে নেই…..। মতামত দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

    কি কবিতা পড়তে চাইছেন বস বলুন। আমি আবৃতি করি।

    দারুন পোষ্ট

টিউটো ভাই জটিল নিউজ দিলেন