সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকে আমি আপনাদের সাথে যেই সফটওয়্যারটি নিয়ে এসেছি তার নাম হল FastStone Capture. এই সফটওয়্যারটি অনেক কাজে ব্যবহার হয়ে থাকে. ধরুন আপনার ইচ্ছা হল আপনি নিজে একটা ভিডিও তৈরি করবেন তখন আপনি এই সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে ভিডিও তৈরি করতে পারবেন.এই সফটওয়্যার এর মাধ্যমে তৈরিকৄত ভিডিও অনেক কোয়ালিটিফুল হয়ে থাকে. আবার আপনার যদি ইচ্ছা করে আপনার ডেস্কটপের ছবি তুলতে তাহলে আপনি খুব সহজে এই সফটওয়ারের মাধ্যমে ছবি তুলতে পারবেন। আমি আমার ডেস্কটপ এর ছবি তুলে আপনাদের উদারণ দিলাম। আসলে ভিডিও উদারণটা দিলাম না শুধু ছবির উদারণ দিলাম কারন ভিডিও করার সময় এখন আমার নাই তাই সবাই আমাকে ক্ষমা করবেন।
এই সফটওয়্যার এর দাম মাত্র $19 . চিন্তা করবেন না এই সফটওয়্যারটি আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না , কারন আমি আপনাকে একদম ফ্রীতে দিচ্ছি, আর সাথে দিব কী যা দিয়ে আপনি এই সফটওয়্যারটি সারাজীবন ফ্রী ব্যবহার করতে পারবেন.
আমার ব্লগে আসার নিমন্ত্রন রইল. সবাই ভাল থাকবেন এই কামনা করে আজকে এইখানেই বিদায় নিচ্ছি.আল্লাহ হাফেজ
আমি BD Tiger। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই ফালতু একটা সফটওয়্যার কে আপনি চরম বলসেন?? আজব, আরে ভাই স্নিপ্পিং টুল দিয়া তো স্ক্রীন শট নেওয়া জায় আরো সহজে!!! আর স্ক্রীন রেকরডিং আর জন্য আর থেকেও আরও ভাল সফট আছে…।