আপনাকে বলছি যে সফটওয়্যার গুলো ব্যবহার করছেন সেগুলো কি দেখে, শুনে ও বুঝে ব্যবহার করছেন? পার্ট-২

কিছু দিন আগে পাইরেটেড সফটওয়ার ব্যবহার বন্ধ করার জন্য একটি পোস্ট লিখে ছিলাম এবং সেটাতে বলেছিলাম পাইরেসি মানে আমার মতে চুরি। তো অনেকেই পক্ষে ছিলেন আবার অনেকেই বিপক্ষে ছিলেন ( বিপক্ষীয় দলটা ভারিই ছিল)। আচ্ছা এখন যদি চুরি ছাড়তেই হয় তাহলেতো দেখা যাচ্ছে যে কম্পিউটার ব্যবহারই বন্ধ করতে হবে । কারণ পিসি যে অপারেটিং সিস্টেমে চলে (উইন্ডোজ ) বা চালাই সেটাইতো পাইরেটেড আর ভেতরের গুলোর কথা বাদ ই দিলাম। তারমানে আমাদেরকে প্রথমে অপারেটিং সিস্টেম (উইন্ডোজ) হয় কিনতে হবে না হয় চুরি মানে পাইরেসি করতে হবে। তো যদি কিনতে চাই বা যাই তাহলে দেখি উইন্ডোজের দাম কেমনঃ

OS(অপারেটিং সিস্টেম)উইন্ডোজ XPউইন্ডোজ 7উইন্ডোজ 8
মূল্য

$199.99

 

 

এক্সপি এবং 7 এর প্রাইস টা জানাতে পারলাম্ না কেউ জানলে জানাবেন।

আশাকরি এই বাজেট করবেন এবং করে কিনে ফেলেন।

ওহ আপনার যদি আমার মত অবস্থা হয় মানে কেনার সামর্থ্যundefined না থাকে তবে আমি আপনাদের কে একটি অপারেটিং সিস্টেমের কথা বলবো যার দাম কতো? মাত্র ফ্রি আর নাম হচ্ছে উবুন্টু। কখনও শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে তো ভালো আর যদি নাশুনে থাকেন তাহলে বলিঃ

 

উবুন্টু হচ্ছে লিনাক্স বেজড একটি অপারেটিং সিস্টেম যা আমাদের মত হত দরিদ্র দেশের(কমেন্ট অনুযায়ী) ব্যবহার কারিদের জন্যে তৈরি। এর ইউজার ইন্টারফেস খুবই চমৎকার ( মানে চালিয়ে মজা পাবেন এবং ইজি)। উবুন্টুর বেশ কয়েকটি ভার্শন আছে যার লেটেস্ট টি হচ্ছে ১২. ১০ এবং আমি ১২.০৪ চালাচ্ছি

আমি অন্য কোন অপারেটিং সিস্টেমের সাথে তুলনা করছি না

 

অশুবিধা সমূহ ১। অবশ্যই শুরুতে অনেক ঝামেলায় পড়বেন বিরক্ত হয়ে ব্যবহার করা বন্ধ করে দিতে চাইবেন। কিন্তু প্লিজ আনইন্সটল করবেন না তাহলে আসল মজা টাই পাবেন না।

২। (এটাই কিন্তু আসল সমস্যা) শুরুতে বেশ কয়েকদিন ইন্টেরনেট কনেকশন থাকতেই হবে তবে বাংলালায়ন, কিউবির বেশ কয়েকটি মডেমি সাপোর্ট করেনা আমার মতে এটা উবুন্টুর দোষ না এটা বাংলালায়ন বা কিউবির দোষ কারণ মডেম গুলির হার্ডওয়ার ভাল দেয় না আর যদি আপনি ব্রডব্যন্ড ইউজার হন তাহলে এটাই সবচেয়ে ভালো এছাড়া মোবাইল দিয়ে কানেক্ট দিতে পারেন পিসি স্যূট এর ঝামেলা নেই । পিসি স্যূট সাপোরটেড সব ব্র্যান্ডের মোবাইলই চলবে চাইনিজ গুলোর কথা জানি না ।

৩। যদি ইন্টেরনেট সমস্যার সমাধান করতে পারেন তবে তাহলে আর কোন সমস্যাই সমস্যা না ।

 

 

 

 

 

 

 

শুবিধা সমূহ ১।একদম ফ্রি যদি সিডি কিনেন তাহলে হয়তো ৫০ টাকা পড়বে আর যদি ডাউনলোড করেন বেশিনা ৭০০ মেগাবাইট বা বেশি হবে তাহলে একদমি ফ্রি পাবেন। চাইলে ডাউনলোড করে রাখতে পারেন।

২। ইন্সটলেশন এক্কেবারে সহজ সময় লাগে অল্প কিছুক্ষণ।

৩। ইন্সটলের পর সি ড্রাইভের জায়গাও খুব কম ব্যবহার হয় ৫ জিবির মতন।

৪। অধিকাংশ প্রয়োজনীয় সফটওয়ারি ফ্রি

৫। বিভিন্ন কাজের সফটওয়ার গুলি প্রিলোডেড থাকে যেমন ওয়ার্ড,এক্সেল, পাওয়ার পয়েন্ট, উবুন্টুতে অবশ্য নাম ভিন্ন

৬। এবং উবুন্টু সম্পর্কে বাংলায় একটি ফোরাম সাইট আছে চাইলেই সেখানে আপনার যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন হেল্প পাবেন । এক ভাইয়ের একটি ব্লগ আছে

 

এছাড়াও অনেক শুবিধা( অবশ্যই ফ্রি) রয়েছে ব্যবহার করলেই বুঝবেন ।

 

undefined

এখন আপনার চয়েজ যদি পারেটেড (চুরি করা) অপারেটিং সিস্টেম ব্যবহারে বেশি আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকে তবে উইন্ডোজই আপনার জন্য । আর যদি নিজেকে নির্ভেজাল রাখতে চান তবে লিনাক্সের উবুন্টু আপনার জন্যে। উবুন্টু সম্পর্কে আরো বিস্তারিত যানতে উবুন্টুর দেশি বা বিদেশি ফোরাম গুলো দেখতে পারেন

আর যদি কুরআন শিখতে চান তবে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন এখানে ভিডিও টিউটোরিয়াল সহ কুরআন শিখার ক্লাশ গুলো পাবেন ।

এই পোস্ট টি পড়ার পর আপনার যেকোনো অনুভূতি কমেন্টের মাদ্ধ্যমে শেয়ার করেন এবং করবেন আর যদি একান্ত কোন কোন পরামর্শ থাকে তাহলে আমার ব্লগের সেম পোস্ট টিতে আপনার কমেন্ট টি করবেন ধন্যবাদ ইনশা আল্লাহ আগামীতে কিভাবে উবুন্টু সেটআপ দিবেন সেটা নিয়ে একটি পোস্ট করার চিন্তা ভাবনা আছে যদি আল্লাহ কবুল করেন ।

 

Level 0

আমি rafarayhan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমি blacktrack and windows একসাথে use করতেছি।

আরে ভাই এতো নীতিবাক্য শুনানোর কি কোনো দরকার আছে নাকি?? আর আমার তো মনে হয় আপনিও অপারেটিং সিস্টেম কিংবা অন্যান্য সফটওয়্যার কিনে ইউজ করেন না৤ সবাই জানে যে তারা পাইরেটেড ভার্সন ইউজ করছে ! তো এই নিয়ে এতো টিউন করার মানে তো দেখি না৤

জীবনে কোনোদিন গানের সিডি কিনে গান শুনেছেন? নাকি উপেন সোর্স গান আছে?

বেচারা!!!!! নীতিবাক্যে শুনাতে গিয়ে উল্টা বাশঁ খাইল!!!!!!! আরে ভাই আপনার বাপের টাকা আছে তাই বলে সবার তো আর টাকা দিয়ে সফটওয়ার কেনা সম্ভব না। তাছাড়া এই পেইজ এর একটা সাধারণ ব্যাপার হচ্ছে যে একজন যদি কোন সুবিধা পায় তাহলে সেটা আরেকটা ভাইকে জানানো যাতে করে প্রযুক্তির সুবিধা হতে কেউ বঞ্চিত না হয়।আপনার টাকা আছে শুধু আপনি কিনবেন আর বাকিরা সবাই বসে বসে কি কলা খাবে??? অন্যরা ফ্রি ইউজ করলে আপনার কি গা চুলকায় নাকি?? আশা করি এই ধরণের পোষ্ট এখানে না দিয়ে নিজের পেইজ এ ইচ্ছামত দিয়েন।

ও আর হ্যাঁ……..টাকা বেশি হলে আশেপাশে কোন এতিমখানা আছে কিনা দেখেন………..

আপনার কথায় যুক্তি আছে । কথা সত্য । আমরা যা ব্যবহার করি তা প্রায় সব ই পাইরেটেড । তবে এখানে আমারো কিছু যুক্তি আছে –

আমরা ফটোশপ ব্যবহার করি । যার মুল্য – US $999 অর্থাৎ ৮৪৯১৫৳ আপনার অথবা আমার অথবা কোন বাংলাদেশীর সাধ্য আছে এই দামে ফটোশপ কিনে ব্যবহার করা?
এখন আপনি বলতে পারেন অন্য ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করতে । কিন্তু অন্য কোন সফটওয়্যার কি ফটোশপ এর বিকল্প হতে পারে? আমার মতে কখনই না!

আপনি বলছেন উইন্ডোজ ব্যবহার না করে উবুন্টু বা লিনাক্স ব্যবহার করতে । হ্যা করতে পারলে ভালো । কিন্তু আমাদের দেশের ইন্টারনেট এর মদ্ধে এখন ওয়াইমেক্স গুলো জনপ্রিয় । আর উবুন্টু তে যদি আমি আমার ওয়াইমেক্স মডেম দিয়ে নেট ই না চালাতে না পারলাম তবে কি ভাবে কি হবে? জানি দোষ উবুন্টুর না । দোষ ওয়াইমেক্স কোম্পানি গুলোর ই । কিন্তু এখানে আমরা সাধারণ জনগন কি করতে পারি?

আমি একজন ছাত্র । এবার এসএসসি পরিক্ষা দিলাম । আমাদের স্কুল এর কম্পিউটার ল্যাব এ আমাদের কম্পিউটার এর বিভিন্ন কাজ শেখানো হয় । যেমন ভিজুয়্যাল বেসিক, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ইত্যাদি । সেখানকার অপারেটিং সিস্টেম কি জানেন? উইন্ডোজ! এবং অবশ্যই তা পাইরেটেড । এছাড়া ওয়ার্ড, এক্সেল, ভিজুয়্যাল বেসিক সফটওয়্যার গুলো ও পাইরেটেড । যেখানে সরকারী স্কুল এ সরকারই সফটওয়্যার কিনতে টাকা দেয় না, পাইরেটেড সফটওয়্যার দিয়ে ছাত্র দের শিক্ষা দেয়া হয় সেখানে আমরা কি পাইরেসি বন্ধ করবো? আমাদের শিক্ষাই তো দেয়া হচ্ছে পাইরেসি দিয়ে!

আপনার কথায় যুক্তি আছে । আমি আপনার সাথে সহমত পোষণ করছি । কিন্তু তারপরও একটি কিন্তু থেকে যায় । আমরা বাধ্য!

এমন অনেক সফটওয়্যার আছে যার বিকল্প হতে পারে না! যেমন এডবি আফটার ইফেক্টস, এডবি ইন্ডিজাইন, ফটোশপ, এবং আরো অনেক কিছু । যার তালিকা দিয়ে শেষ করা যাবে না ।

যখন জন্মের পর থেকেই সবাই উইন্ডোজ ব্যবহার এ অভ্যস্ত সেখানে আপনি আমি আমরা খুব চেষ্টা করেও সবাইকে উবুন্টু বা লিনাক্স এর মত ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এর দিকে নিতে পারবো না । আপনার আগেও অনেকে চেষ্টা করেছে । আমি নিজেও ওপেন সোর্স ব্যবহার করতে চেষ্টা করেছি এখন করি । কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাকে থেমে যেতে হয় ।

অবশেষে সবার জন্য একটি কথা । আমি জানি আমরা বাধ্য, তাও চেষ্টা করবেন যত টুকু সম্ভব ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করতে । আর একটি ইচ্ছা মনে গেথে রাখুন “জীবনে একবার একটি সফটওয়্যার হলেও কিনে ব্যবহার করবো” । আমি এটি মনে গেথে রেখেছি । যখন সামর্থ্য হবে অবশ্যই পূরণ করবো ।

ধন্যবাদ ।

নিজে যা ইচ্ছা তা ইউস করেন গিয়ে।অন্যকে জ্ঞান দিতে কে বলেছে?আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা পাইরেসি করে মহাপাপী।
আচ্ছা আপনিই বলুন তো,আপনি কি গানের সিডি কিনে গান শোনেন?এথন ধরলাম আপনি ইংরেজি সঙ্গীত শিল্পীদের গানের সিডি কিনেন।জেনে রাথুন ইংরেজি গানের একটা সিডিও Original না।কারণ ওদের Original একেকটা সিডির দামই ৪০০টাকার বেশি।ধরলাম আপনার টাকা প্রচুর,কিন্তু যাদের এত টাকা নেই,তাদের কি ইংরেজি গান শোনার অধিকার নেই?
দয়া করে আর এই টাইপের টিউন করবেন না,প্লিজ।ভুতের মুখে রামনাম মানায় না। 😕

Level 0

ভাই কোন কিছুই ফ্রী তে পাওয়া যায় না , Open Sourse মানেই ফ্রী না , আবার অনেক সফটওয়্যার আছে যা Open Source না কিন্তু ফ্রী তে USE করা যায়। IDM এর পরিবর্তে FDM Use Korte paren. Photo shop এর কাজ GIMP দিয়ে করতে পারেন। আমি নিজেই সব Cracked use করি । তবে @ rafarayhan এর সাথে আমি একমত Pirated সফটওয়্যার যতটা সম্ভব Use না করাই ভালো ।
আমার সফটওয়্যার গুলো আমি নিজেই Crack করে নিই এবং একটা সফটওয়্যার crack করতে ১-১.৫ ঘণ্টা সময় লেগে যায় । এ কাজ গুলো অবশ্যই আপনাকে কেও ফ্রী তে করে দেবে না ,হয় আপনাকে কিছু দান করতে হবে আর না হয় সফটওয়্যার এর সাথে নিজের বানানো ভাইরাস or Keylogger দিয়ে দেবে, খুব
কমই আছে যারা কোনকিছুর আশা না করে ফ্রী তে আপনার কাজ করে দেবে । আপনারা হয়ত খেয়াল করেছেন অনেক সফটওয়্যার এর keygen or crack কে ভাইরাস হিসাবে Detect করে অ্যান্টিভাইরাস ।
এগুলি আসলে বিভিন্ন ধরণের ভাইরাস সংযুক্ত ফাইল।
তবে আসল কথা হোল সব কাজের সফটওয়্যার ফ্রী তে পউয়া যায় না আর আমাদের পক্ষে কেনা সম্ভব না, Pirated সফটওয়্যার না চাই লেউ Use করতে হয়। যতটা সম্ভব Cracked থেকে দূরে থাকাই ভালো।
@কম্পিউটার লাভার: কিভাবে Crack করতে হয় এটাও আমদের কে শেখানো হয়েছে।
@Iron maiden আজ আমাদের নিজেদের কারনেই দেশের সংগীত শিল্প ধ্বংস হাওয়ার পথে । অন্তত একটা আসল সিডি কিনুন আর বাকিগুলো না হয় ডাউনলোড করুন। আমেরিকার লোকেরা সব গান ফ্রী তে ডাউনলোড করতে পারলেও তারা এগুলো কিনে নিয়ে শোনে শুধু একটি কারনেই যারা গান টি তৈরি করেছে তাদের পারিশ্রমিক দেওয়ার জন্য । তারা কি বোকা ? তাই না?
আসলে আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়ল মারছি ।
কি আর বলব বলুন ভাই আমরা বাঙালি রা আর পুরুষ নেই বাঙালি জাতি হিজড়া হইয়া গিয়াছি ।
কেও ভালো কথা বলেছে তো, আমরা সবাই মিলে তার পেছনে লেগাছি , একবার বুঝতেও চেষ্টা করি না সে কি বলতে চাইছে ।

Level 0

আর ভাই ধর্ম আর বিজ্ঞান কে এক করবেন না। এগুলো আমাদের কে ধর্ম দেয় নি বিজ্ঞান দিয়াছে তাই pls ধর্ম কে দিয়ে এটাকে বিচার করবেন না। দুটো সম্পূর্ণ আলাদা বিষয় , এগুলকে নিজেদের জাইগাই থাকতে দিন।
কোনটা ভালো কোনটা খারাপ সেটা বিষয়ই না কোনটা আমাদের নিজেদের উন্নতির জন্য ভালো সেটাই বিষয়।

@কম্পিউটার লাভার: সহমত ।

Level 0

আপনাকে আগেও এধরনের “ছাগলামি” করার জন্য নিরুত্‍সাহিত করেছিলাম । আমি একজন ৮ম শ্রেনীর ছাত্র এবং আমার পক্ষে নেট খরচ টা চালিয়ে হাত খরচের জন্য ই পকেট টা টন টন করে আর আপনি বলছেন কিনে ব্যাবহার করতে ! ঠিক আছে আপনি তো খুব ধার্মিক মানুষ তাই না ? আপনি যে ধর্মীয় গান বা এধরনের কিছুর লিংক দেন আপনার ব্লগে তার কয়টা পাইরেটেড আপনি জানেন ? অনলাইন থেকে জেনুইন গান ডাউনলোড করতে upto 0.5 $ অর্থাত্‍ কমপক্ষে ৪০ টাকা লাগে গড়ে । আপনি কয়টা ফাইল চল্লিশ টাকা করে কিনেন ? যদি চল্লিশ টাকা করে কিনতেন তবে আপনার পিসির সবগুলো কন্টেন্টের দাম কত একটু হিসেব করেন । বড় বড় কথা অন্তত এখানে চলে না । একটু ভেবে কথা বলাটাই শ্রেয় ।

যারা হালাল উপার্জন করতে চান শুধু তাদের জন্য ,অন্য কারো চিল্লাচিল্লি গ্রহনযোগ্য নয়
=====================================================
See my comment at this link, if you want solution of this problem
https://www.techtunes.io/open-source/tune-id/195530