কিছু দিন আগে পাইরেটেড সফটওয়ার ব্যবহার বন্ধ করার জন্য একটি পোস্ট লিখে ছিলাম এবং সেটাতে বলেছিলাম পাইরেসি মানে আমার মতে চুরি। তো অনেকেই পক্ষে ছিলেন আবার অনেকেই বিপক্ষে ছিলেন ( বিপক্ষীয় দলটা ভারিই ছিল)। আচ্ছা এখন যদি চুরি ছাড়তেই হয় তাহলেতো দেখা যাচ্ছে যে কম্পিউটার ব্যবহারই বন্ধ করতে হবে । কারণ পিসি যে অপারেটিং সিস্টেমে চলে (উইন্ডোজ ) বা চালাই সেটাইতো পাইরেটেড আর ভেতরের গুলোর কথা বাদ ই দিলাম। তারমানে আমাদেরকে প্রথমে অপারেটিং সিস্টেম (উইন্ডোজ) হয় কিনতে হবে না হয় চুরি মানে পাইরেসি করতে হবে। তো যদি কিনতে চাই বা যাই তাহলে দেখি উইন্ডোজের দাম কেমনঃ
OS(অপারেটিং সিস্টেম) | উইন্ডোজ XP | উইন্ডোজ 7 | উইন্ডোজ 8 |
মূল্য | $199.99
|
এক্সপি এবং 7 এর প্রাইস টা জানাতে পারলাম্ না কেউ জানলে জানাবেন।
আশাকরি এই বাজেট করবেন এবং করে কিনে ফেলেন।
ওহ আপনার যদি আমার মত অবস্থা হয় মানে কেনার সামর্থ্য না থাকে তবে আমি আপনাদের কে একটি অপারেটিং সিস্টেমের কথা বলবো যার দাম কতো? মাত্র ফ্রি আর নাম হচ্ছে উবুন্টু। কখনও শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে তো ভালো আর যদি নাশুনে থাকেন তাহলে বলিঃ
উবুন্টু হচ্ছে লিনাক্স বেজড একটি অপারেটিং সিস্টেম যা আমাদের মত হত দরিদ্র দেশের(কমেন্ট অনুযায়ী) ব্যবহার কারিদের জন্যে তৈরি। এর ইউজার ইন্টারফেস খুবই চমৎকার ( মানে চালিয়ে মজা পাবেন এবং ইজি)। উবুন্টুর বেশ কয়েকটি ভার্শন আছে যার লেটেস্ট টি হচ্ছে ১২. ১০ এবং আমি ১২.০৪ চালাচ্ছি
আমি অন্য কোন অপারেটিং সিস্টেমের সাথে তুলনা করছি না
অশুবিধা সমূহ ১। অবশ্যই শুরুতে অনেক ঝামেলায় পড়বেন বিরক্ত হয়ে ব্যবহার করা বন্ধ করে দিতে চাইবেন। কিন্তু প্লিজ আনইন্সটল করবেন না তাহলে আসল মজা টাই পাবেন না। ২। (এটাই কিন্তু আসল সমস্যা) শুরুতে বেশ কয়েকদিন ইন্টেরনেট কনেকশন থাকতেই হবে তবে বাংলালায়ন, কিউবির বেশ কয়েকটি মডেমি সাপোর্ট করেনা আমার মতে এটা উবুন্টুর দোষ না এটা বাংলালায়ন বা কিউবির দোষ কারণ মডেম গুলির হার্ডওয়ার ভাল দেয় না আর যদি আপনি ব্রডব্যন্ড ইউজার হন তাহলে এটাই সবচেয়ে ভালো এছাড়া মোবাইল দিয়ে কানেক্ট দিতে পারেন পিসি স্যূট এর ঝামেলা নেই । পিসি স্যূট সাপোরটেড সব ব্র্যান্ডের মোবাইলই চলবে চাইনিজ গুলোর কথা জানি না । ৩। যদি ইন্টেরনেট সমস্যার সমাধান করতে পারেন তবে তাহলে আর কোন সমস্যাই সমস্যা না ।
|
শুবিধা সমূহ ১।একদম ফ্রি যদি সিডি কিনেন তাহলে হয়তো ৫০ টাকা পড়বে আর যদি ডাউনলোড করেন বেশিনা ৭০০ মেগাবাইট বা বেশি হবে তাহলে একদমি ফ্রি পাবেন। চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। ২। ইন্সটলেশন এক্কেবারে সহজ সময় লাগে অল্প কিছুক্ষণ। ৩। ইন্সটলের পর সি ড্রাইভের জায়গাও খুব কম ব্যবহার হয় ৫ জিবির মতন। ৪। অধিকাংশ প্রয়োজনীয় সফটওয়ারি ফ্রি ৫। বিভিন্ন কাজের সফটওয়ার গুলি প্রিলোডেড থাকে যেমন ওয়ার্ড,এক্সেল, পাওয়ার পয়েন্ট, উবুন্টুতে অবশ্য নাম ভিন্ন ৬। এবং উবুন্টু সম্পর্কে বাংলায় একটি ফোরাম সাইট আছে চাইলেই সেখানে আপনার যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন হেল্প পাবেন । এক ভাইয়ের একটি ব্লগ আছে
এছাড়াও অনেক শুবিধা( অবশ্যই ফ্রি) রয়েছে ব্যবহার করলেই বুঝবেন । |
এখন আপনার চয়েজ যদি পারেটেড (চুরি করা) অপারেটিং সিস্টেম ব্যবহারে বেশি আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকে তবে উইন্ডোজই আপনার জন্য । আর যদি নিজেকে নির্ভেজাল রাখতে চান তবে লিনাক্সের উবুন্টু আপনার জন্যে। উবুন্টু সম্পর্কে আরো বিস্তারিত যানতে উবুন্টুর দেশি বা বিদেশি ফোরাম গুলো দেখতে পারেন
এই পোস্ট টি পড়ার পর আপনার যেকোনো অনুভূতি কমেন্টের মাদ্ধ্যমে শেয়ার করেন এবং করবেন আর যদি একান্ত কোন কোন পরামর্শ থাকে তাহলে আমার ব্লগের সেম পোস্ট টিতে আপনার কমেন্ট টি করবেন ধন্যবাদ ইনশা আল্লাহ আগামীতে কিভাবে উবুন্টু সেটআপ দিবেন সেটা নিয়ে একটি পোস্ট করার চিন্তা ভাবনা আছে যদি আল্লাহ কবুল করেন ।
আমি rafarayhan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি blacktrack and windows একসাথে use করতেছি।