আপনাকে বলছি যে সফটওয়্যার গুলো ব্যবহার করছেন সেগুলো কি দেখে, শুনে ও বুঝে ব্যবহার করছেন?

এই জন্যে বলছি কারণ আপনি একজন মুসলিম !!!!!!!!!!!!!

আসসালামু আলাইকুম

প্রথমত যেটা যানতে চাইবো সেটা হচ্ছে আপনি কি মুসলিম ? যদি হন তাহলে আমার মতের সাথে আপনার মতের পারথক্য কোথায় সেটা ধরিয়ে দিবেন আশা করি। পাইরেসি মানে বুঝেন আশা করি, যদি না বুঝেন তাহলে আমি বলবো পারেসি মানে চুরি । চোরের বিধান কি? সেটা আমরা ভালো করেই জানি। এখন যদি আমাদের পিসি গুলো চেক করা হয় তাহলে আমার মনেহয় ৯৯% কম্পিউটারের OS হবে উইন্ডোজ । অনেকে তো আছি গর্ব করেই বলি আমি উইন্ডোজ ৮ চালাচ্ছি । তো ভাই চালাচ্ছেন উইন্ডোজ ৮ চালান আর এক্সপিই চালান কয় টাকায় কিন্সেন? বললে বড়জোর ৫০ টাকা আর যাদের হাইস্পিড নেট আছে তারা তো বলবেন আবার ৫০ টাকা!!!!!!!!!!

দেখুন একটু ভাবুন আপনি একজন মুসলিম মানে আপনার ধর্ম ইসলাম যার অর্থ আল্লাহর সকল আদেশ নিষেধের কাছে আত্মসমর্পণ করা (যদিও আমাদের সমাজে তাগুতেরা প্রচার করে দিয়েছে ইসলাম অর্থ শান্তি)। অথচ আমরা পাইরেটেড ( মানে চুরি করা) সফটওয়ার ব্যবহার (যেমন; উইন্ডোজ,মাইক্রোসফট অফিস , আইডিএম, অটোডেস্ক , 3Dম্যাক্স,আরো অনেক) করছি যা এক্কেবারে হারাম আজকে যদি বিকল্প কিছু না থাকতো তবে সেটা ভিন্ন কথা । উইন্ডোজ এবং মাইক্রোসফট অফিস এর বিকল্প জিনস তো আছেই । অটোডেস্ক , 3Dম্যাক্স এর পুরো পুরি বিকল্প না থাকলেও কাছাকাছি তো আছে । আরে ভাই আউট সোরসিং করে টাকা কামান এত কষ্ট করেন যদি সেটা হালাল না হয় তাইলে আর কি হইলো? চিন্তায় ফেলে দিচ্ছি বললাম তো বিকল্প ব্যবস্থা অবশ্যই আছে । তাই সময় থাকতে আমার মত তওবা করেন আল্লাহর কাছে সাহায্য চান ওপেন সোর্স সফটওয়ার ব্যবহার করেন আর পয়সা থাকলে কিপ্টেমি কইরেন না ফল ভালো হবে না আল্লাহই একটা ব্যবস্থা করবেন ।

আরেক টা কথা কিছু দিন অনেকেই পোস্ট করছেন ফ্রি ইন্টারনেট ব্যবহার সম্পর্কে আসলে ওটা মোটেই ফ্রি না ওটা চুরি চুরি।

সত্যি ভাই আমি আপনাদেরকে শতর্ক হবার জন্যে পোস্ট টি করেছি অন্তত আল্লাহর ভয়ে এগুলো ছেড়েদেন । আল্লাহই সহায় হবেন।

আর আমি কুরআনের ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করছি । শিখতে চাইলে ক্লিক করেন এক্কেবারে اب থেকে

আবারও বলছি চুরি থেকে দুরে থাকুন

Level 0

আমি rafarayhan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনে কি তাহলে legal windows চালান ।

অমুসলিমদের তৈরী করা উবুন্টু ব্যবহার করা কি ইসলামসম্মত?

    Level 0

    @কল্পলোক: ওহ উইন্ডোজ কার তৈরি ভাই?

    Level 0

    @কল্পলোক: আর এখানে মুসলিমদের তৈরি না অমুসলিমদের তৈরি সেটাকে আমি বুঝাইনি আমি বুঝিয়েছি “চুরি” মানে (ভদ্র ভাষায়) পাইরেসি

Vaai….apnar shathe ekmot….In Sha Allah recently Linux e jabo…but ei koydin ei churi kortei hochse:(

ধন্যবাদ আপনার পোস্ট এর জন্য , ভাই আপনি চুরি বলছেন পাইরেসি কে , আচ্ছা ভাই একবার ভাবুন তো ওপেন সোর্স সফটওয়্যার যারা তৈরি করেছেন তাদের কি কোন পরিস্রম হয়নি ? তাদের কি কোন পুঁজি বিনিয়োগ করতে হয়নি ? তাহলে ওরা এগুলো ফ্রী দিচ্ছে কেন ? ওরা কি দাতা হাতেম তাই ? হ্যাঁ ওরা দাতা, তবে হাতেম সাহেব নয় , আচ্ছা বিল গেটস সাহেব কত টাকার মালিক জানেন , না ভাই ভুল বলছি , আসলে উনি দুনিয়ার কততম ধনি মানুষ জানেন ? উনি শুধু এই সফটওয়্যার বিক্রি করেই উনি উনার সিংহ ভাগ অর্থ কামিয়েছেন , যাক , আমাদের মত দরিদ্র দেশের জন্য যেখানে অ্যান্টিভাইরাস কোম্পানি গুলো দাম কমিয়ে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি করছেন এবং এর সুফল ও আসছে , বিল গেটস সাহেব কি পারেনা আমাদের দেশের জন্য উনার তৈরি সিস্টেম সফটওয়্যার টা সুলভ মূল্যে দিতে ? এই ধরুন ১ থেকে ২ হাজার টাকার মধ্যে ? দিবেনা কারণ উনার এবং উনার সফটওয়্যার এর তো তাহলে প্রেস্টিজ কমে যাবে তাইনা ? আর আমাদের কথা হল আমরা যারা কম্পিউটার চালাই তারা মার্কেটে গিয়ে অল্প দামে সিস্টেম সফটওয়্যার কিনি , কেউ তো অরিজিনাল নেব কিনা তাও জিগায় না, আমরা যদি অরজিনাল আছে কিনা জিজ্ঞাসা করি তো উনারা বলেন অনেক দাম ! তাই এটা তো সব জায়গায় পাবেন না একটু বিশেষ মার্কেট এর বিশেষ দোকানে যান , এরপর সালাম দিয়ে বিদায় করে ্‌ একটা কথা, উচ্চ মূল্য ধরা এবং অতি মাত্রায় মুনাফা করা কি ইসলাম সমর্থন করে ? যেখানে মূল্য কমানর যথেষ্ট সুযোগ আছে ? এই দেশের দরিদ্র মানুষের কথা কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর মালিক ভাবেন ? না ভাই ভাবে না , কারণ কি ? আমরা মুসলিম আর গরিব বলে উনার ভাবার সময় নাই ?

    Level 0

    @ইশতিয়াক: ভাই আমিও সহমত পোষণ করছি, এবং ওদের কারনেই আমরা পাইরেসি করতে বাধ্য হইসি। কিন্তু কেউ বাধ্য করলেই যে ওর বাদ্ধতা মানতে হবে এমনটা না । আর আমাদের দেশের পাবলিক পাইরেসি মানেও বুঝেনা সি বিষয়টা সমপর্কে কিছুটা জানানর জন্যই মূলত পোস্টি করা

Level 0

ভাই আপনার লেখা পড়ে ভালোই লাগলো। আপনার জানার কথা William Shakespeare এর একটি মহৎ কথা আছে “All Is Fair In Love And Ware”. বর্তমানে আমরা (বাংলাদেশের নাগরিকরা) ডিজিটাল যুদ্ধের ভেতর আছি, যুদ্ধ বলতে যা বোঝাতে চাচ্ছি তা হল আমারা যুবকরা আমাদের নিজেদের ইচ্ছায়ই এত দূর এসেছি এবং এগিয়ে যাচ্ছি। যেমন ধরুন একজন ফ্রিল্যান্সার কাজ করে থাকেন তার নিজের এবং দেশের উন্নতির তাগিদেই, কিন্তু তিনি কি দেশের কাছ থেকে কোন সহায়তা পাচ্ছেন? উত্তর “না” হওয়াটাই যুক্তিযুক্ত। আপনি আপনার কাছে ই প্রশ্ন করে দেখুন আমাদের আর্থসামাজিক অবস্থায় অবস্থায় লাইসেন্স ভার্সন ব্যাবহার করার উপায় আছে কি না? যেমন ধরুন বর্তমানে বাংলাদেশের যারা এন্টিভাইরাস ব্যবহার করছেন সেগুলো কিন্তু আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে তাই বাংলাদেশের বেশীর ভাগ মানুষই এন্টিভাইরাস জেনুইন ই ব্যবহার করেণ। পক্ষান্তরে উইন্ডোজ বা ফটোশপের মত ওএস এবং সফটওয়্যারের দাম কি বাংলাদেশে প্রচলিত এন্টিভাইরাসের মত আমাদের হাতের নাগালে ? উত্তর আশাকরি “না” হবে। এখন আপনি আপনার নিজের কাছেই প্রশ্ন করে দেখুন আমরা কি চোর হিসেবে পাইরেটেড ওএস এবং এপ্লিকেশন ব্যবহার করছি না কি পাইরেটেড ওএস ও এপ্লিকেশন গুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছি? তবে একথা ঠিক যিনি সজাগ হয়ে ঘুমের ভান করেন তার ঘুম কোনদিনই ভাঙ্গানে সম্ভব নয়।

Level 0

হুবহু একই পোস্ট টিউনার পেজেও আছে। কিন্তু শেষে যেটা বললেন নিচে কমেন্টের ঝড় বয়ে যাবে।

নিচে কমেন্টের ঝড় হতেই পারে। তাতে সমস্যাটা কি?

Level 0

হুম……ভাই, একটা কথা । বলছি , সিস্টেম এর ত্রুটি বের করাই হ্যাকারের কাজ । হ্যাকার অনেকটা নিন্দুকদের কাজ করে । এখানে হারাম হালাল এর প্রশ্ন উঠছে কেন ?

Level 0

Ami ekmot na..
1.dhori windows 2000tk jodi bd te 5000pic bikri hoe tahole 10,000000 tk..thik moto tader softwar eng der beton o utbe na.
2.soft er laicence jodi kom dame bd te dewa hoe tahole other deser manus besi dame kinte caibe keno?jodi apnak boli je india te samsung s3 5000tk r bd te 50000tk.kotha theke kinben?
3..valo hote bolcen?pc kinlam 35000tk diye.jodi 1ta soft 1000tk diye kini taile je taka dia soft kinbo ta diye r ekta pc pawa jai.
4.amra gorib manus ato taka diye licence kinar tk nai.apnar hoeto tk vese jete pare.
5.antivirus er dam kom manlam.koijon laicence kince?maximum e 1ta laicence dia onekjon use kore..”asun vaia niye nin avast er 2038/50 porjonto laicence”ai gula tu tt te deki.
6.ok apnader hazar tk dewar khomota ace manlam.but net er dam komate ato andolon keno??ota dite osubidha kothai.
7..jodi bd te soft er laicence kom dame dei r other country te besi dame dilo..but oi key gula kew nijer blog er maddome net/other country te cole jabena tar garantee k dibe?companyr dristikon theke kemon lagbe jodi soft er malik apni hoten?
8.so ato gayan na dia paireci korteci korte den..apnar tk besi thakle apni kinen.

    Level 0

    @jweal: ভাই আমি তো বললাম আপনার অবস্থা যদি আমার মত হয় তাইলে ওপেন সোর্স সফটওয়ার ব্যবহার করেন সব ফ্রি ফ্রি ফ্রি

আমি একমত। চুরি চুরি-ই, সেটাকে নিজের সুবিধার্থে শত যুক্তি দ্বারা বৈধ করার চেষ্টা করা হোক না কেন। একজন ডিজিটাল চোর হিসাবে আমি লজ্জিত

Level 0

rafarayhan@ota valo lagena..maximum e like korena..
গাধাঁরেনিয়াম@lojja pawar kicui nei..shart-pent pore aci..govt jonogoner tk marte lojja korena amader lojjai lav ki??curi maximum e kore..kew sikkito hoe job e khata-kolom e kore,kew barite kore,kew tar brain diye kore.

    Level 0

    @jweal: vai govt chor hole amra keno cor hobo?
    Kokor apnake kamrale ki apni kokor ke kamraben?

Level 0

ভাইয়া আমি পাইরেসির ব্যাপারে আপনার সাথে একমত। চুরি চুরিই সেটা যে দেশেই হোক আর যে কারনেই হোক। একজন চোরের পরিচয় সে একজন চোর। বিখ্যাত সফটওয়্যার নির্মাতারা একটি আন্তরজাতিক মানদণ্ড অনুযায়ী তাদের সফটওয়্যার গুলোর মূল্য নির্ধারণ করেন যা হথাত করে কমিয়ে দেয়া সম্ভব নয়।

তবে এক্ষেত্রে তারা যেটা করে থাকেন তা হল তাদের নামকরা সফটওয়্যার গুলোর বিভিন্ন লোকাল ভার্সন ছাড়েন। যা কিছু নির্দিষ্ট দেশে একটা নির্দিষ্ট দামে বিক্রি হয়। যেমন মাইক্রোসফটের উইন্ডোজ অফিসসহ বিভিন্ন সফটওয়্যার চীনা এবং ভারতীয় অইসব ভাষায় পাওয়া যায় যা দামে খুব কম আর একদিকে মানুষ কমদামে বৈধ সফটওয়্যার অপরদিকে অইসব সফটওয়্যার নির্মাতারাও তাদের ব্যাবসা চালিয়ে যেতে পারছেন।

আমি মনেকরি, আমাদের দেশের সরকার যদি আন্তরিক হয় তাহলে আমরাও কমদামে বৈধ সফটওয়্যার পেতে পারি। যদিও সেটার মান তাদের প্রফেশনাল এডিশন থেকে কিছু কম হবে কিন্তু তারপরও নাই মামার চেয়ে কানামামাও ভালো। আর সেই সাথে দেশ চুরির অপবাদ থেকে ও জাতি চোরের বদনাম থেকে রক্ষা পাবে। সবাইকে ধন্যবাদ।।

Level 0

কি যে বলমু ভাই ইন্টারনেটের বিল দিতে দিতে অস্থির। আবার যদি সফটওয়্যার কিনতে হয় তাইলে তো দেশে দারিদ্রতার হার আরও বাইরা যাইব।

Level 0

এবার আসি ফ্রি ইন্টারনেট ব্যবহার সম্পর্কে, হতে পারে এটাও একটা চুরি তবে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা মোটেও চুরি নয়।কারন এক্ষেত্রে আগে ইন্টারনেট সার্ভিস প্রভাইডাররা আগে আমাদের সাথে চুরি করছেন। অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি দাম নিয়ে ব্যান্ডউইথ দিচ্ছেন খুবই কম আর তাতেও থাকে বিভিন্ন শর্ত।

এক্ষেত্রে জনগনের অবৈধ পন্থা বেছে নেয়া ছাড়া আর কিইবা থাকতে পারে ?? আপনি একবার দেখেন গত আট বছরে সরকার কতবার ব্যান্ডউইথ মূল্য কমিয়েছে অথচ এর সুফল এখনো জনগন ঠিকমতো পায় নাই। আমার জানা মতে সার্ক এবং আসিয়ান দেশগুলোর মধ্যে একমাত্র আমাদের এইদেশেই ইন্টারনেটের ব্যান্ডউইথ মূল্য সবচেয়ে বেশি।

তাই ফ্রি ইন্টারনেট ব্যবহারকে আমি আমাদের দেশের জন্য মোটেও চুরি বলে মনে করি না। ধন্যবাদ।।

Level 0

@ rafarayhan vai ameo valid soft use korte chai tobe apni regular freeware soft er post den
tahole valo hobe.Amar laptop er sate genuine windows 7 ase.

এসব জ্ঞান প্রোভাইডারদের দেন,পাবলিক কে দেন।৩০০ টকায় ১ জিবি ইন্টারনেট……মজা লাগে আপনার।আমাদের পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে,কোন বিধানে এটা হালাল।১০ পয়সা করে কলরেট দিলেও প্রতি অপারেটরের নিট লাভ কমপক্ষে ১ কোটি টাকা/প্রতিধিন।জানেন সেটা দিবে????????আর কত চেয়ে দেখব?আর শুনুন “মুসলিম নিজে ঠকেনা,অন্যকেও ঠকায় না”ওরা আমাদের ঠকাচ্ছে,তাই আম্রাও আমাদের পাওনা আদায় করে নিব……।।অতএব বাশ

এসব জ্ঞান প্রোভাইডারদের দেন,পাবলিক কে না।৩০০ টকায় ১ জিবি ইন্টারনেট……মজা লাগে আপনার।আমাদের পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে,কোন বিধানে এটা হালাল।১০ পয়সা করে কলরেট দিলেও প্রতি অপারেটরের নিট লাভ কমপক্ষে ১ কোটি টাকা/প্রতিধিন।জানেন সেটা দিবে????????আর কত চেয়ে দেখব?আর শুনুন “মুসলিম নিজে ঠকেনা,অন্যকেও ঠকায় না”ওরা আমাদের ঠকাচ্ছে,তাই আম্রাও আমাদের পাওনা আদায় করে নিব……।।অতএব বাশ

আমি সাড়া পৃথিবী টাকে ওপেনসোর্স করার স্বপ্ন দেখি। আমার কেন জানিনা মনে হয় এটা হলে প্রযুক্তিগত ভাবে আমরা আমাদের পৃথিবীকে আরো উন্নত ভাবে গড়ে তুলতে পারব 🙂

আগে ঘর সামলান ভাই

Level 0

আমি সাড়া পৃথিবী টাকে ওপেনসোর্সকরার স্বপ্ন দেখি।rabbi vai apni ki kosto kore soft baniye free te diben??jara free ditece tara asole famous gulor bazar nosto korte caice..tara o eksom free dibena jokon maximum people tader awatai asbe.

ভাল কথা বলেছেন ভাই

Level 0

ভাই সালাম নিবেন, আপনার লিখা পরলাম, আমি আপনার কাছে এই মর্মে যানতে চাই যে উবুন্টু চালানোর ব্যাপারে আপনার কোন সহযোগিতা কি পাওয়া যাবে ? মানে আমরা যারা নতুন তাদের জন্য আপনার কোন সহযোগিতা পাওয়া যাবে কি ?
mail me [email protected] আমি উবুন্টু চালাতে চাই।

আমিও মনে করি paid version software এভাবে ব্যবহার করা একজন মুসলমানের জন্য উচিৎ ।এক্ষেত্রে আরও একটা বিষয় নেট-এ অনেক content অনেকভাবে free পাওয়া যায় । যেমন বিভিন্ন publication এর বই lynda.com এর Tutorial এগুলো ব্যবহার থেকেও অবশ্যই বিরত থাকা উচিৎ কারণ windows এর মত software এর বিকল্প খুঁজে পাওয়া একটু কঠিন হলেও এইসব Tutorial এর বিকল্প খুব সহজেই net এ পাওয়া যায় ।
আর এই বিষয়টি তুলে ধরার জন্য টিউনারকেও অসংখ্য ধন্যবাদ । আসলে একজন মুসলমানের উচিৎ জীবনের প্রতিটা ক্ষেত্রেই হালাল হারামের বিধি-নিষেধ যে কোনো উপায়ে মেনে চলা ।

Level 0

ভাই ,এত আজাইরা পেছাল সুনার টাইম ও নাই ,বলার ধৈর্য ও নাই , যার মন ছায় করুক চুরি ,আপনি বলে, কয়ে ,কয়টা ঠেক দিবার পারবেন !!!!!

    Level 0

    @sami: একটা হইলেও হয় আর না হইলেও সমস্যা নাই আমার কাজ আমি করেছি এবার আপনারটা আপনিকরুন

শুনুন,যে সব দেশে পেইড সফট তৈরি হয় সেসব দেশের মানুষের অর্থাভাব নেই ও তাই তারা পাইরেসি করে না(অবশ্য এর পেছনে তাদের মানসিকতা জড়িত)।কিন্তু সেখানে আমাদের দেশ!যেখানে কোনো সত্‍ ও স্ট্রিক্ট শাষন ব্যবস্থা নেই,যেখানে প্রচুর মানুষ দরিদ্র,সেখানে আপনার মুখে এসব মানায় না।
খোদ জর্জিয়াতেই তো ৯২% পাইরেসি চলে যাদের আর্থিক অবস্থা আমাদের চেয়ে অনেক ভাল।
আর ওপেন সোর্সের কথা বলছেন?আপনি কি এমন সুবিধে পেয়ে থাকেন?হয়ত আপনি গেমার নন,হলে এমন কথা মুখে আনতেন ও না।পারতেন দুই থেকে আড়াই হাজার টাকায় এক একটা গেম কিনতে?ধরলাম আপনার অর্থ উপচে উপচে পড়ছে,কিন্তু সবার কিন্তু তা না।আমরা মধ্যবিত্ত বলে কি গেম খেলার অধিকার নেই?সেজন্যই হ্যাকাররা আমাদের কথা চিন্তা করে পাইরেসি করেন যাতে স্বল্প মূল্যে সিডি পাওয়া যায়।
মোদ্দা কথা,অপরাধবোধ এত থাকাটা ভাল না।তাছাড়া মিথ্যে কথা বলাও মহাপাপ।আপনি বুকে হাত দিয়ে বলুন তো,আপনি কি সর্বদাই সত্য কথা বলেন?মানলাম আপনি বলেন,কিন্তু ছাত্রজীবনে শুরুতেই যে মিথ্যাচার করা হয় সেটা নিশ্চয় জানেন না।
আচ্ছা এটুকু জানেন তো অনেক ক্ষেত্রেই স্কুলে ভর্তির ক্ষেত্রে বয়স কমিয়ে বলা লাগে,এটা কি মিথ্যেচারিতা নয়?শুধু চুরি বন্ধ করলেই সাধু হওয়া যায় না।
যা হোক,আপনি আমার পছন্দের টিউনার,আপনাকে হার্ট করতে চাই নে।তবে আমার জবাবটা দিয়ে দিলাম।জানিনা আপনার ভাল লাগবে কিনা(ভাল কথা আমি কিন্তু মুসলিম না)।

    Level 0

    @Iron maiden: আচ্ছা ভাই আমি দরিদ্র তাই কি আমি চুরি করবো আমি কম্পিউটার না চালাই তাহলে কি আমার দিন কাটবেনা? আর চালাবই যখন তাহলে চুরি করে কেন চালাবো?
    কোন দেশ চুরি করে আর কোন দেশ চুরি করেনা সেটা আমাদের দেখবার বিষয়না । আমরা চাই বিশ্যের প্রতিটি মানুষ নতুন এক বাংলাদেশকে চিনুক
    আরভাই জানেন হয়তো ফোটা ফোটা পানি দিয়েই সমুদ্রের তৈরি কোন অপরাধী ছোট না
    ভাই পিছে তো কতো কিছুই করেছি তাই বলে এখনো করবো অপরাধ করতেই থাকবো?
    ভাই আমিও কাউকে হার্ট করিনাই করতে চাইনাই অপরাধ মুক্ত সমাজ গড়াই হচ্ছে আমাদের প্রত্যেকের কাম্য
    ধন্যবাদ

    @Iron maiden:আপনার উওরটা কিছুটা অপ্রাসঙ্গিক ও অসম্পূর্ণ।আর কায়দা করে অনেক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন,সেগুলোর জবাব দিন।

    @rafaraihan:আপনার উওরটা কিছুটা অপ্রাসঙ্গিক ও অসম্পূর্ণ।আর কায়দা করে অনেক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন,সেগুলোর জবাব দিন।

Level 0

@অরিজিনাল যামীর: দুঃখিত ভাই মনে কয়েকটা জিনিসের সংজ্ঞা আপনার কাছ থেকে শিখতে হবে

@অরিজিনাল যামীর:ভাই আপনি আমার মনের কথা বলে দিলেন।অনেক মুসলিম আছেন যারা অন্য ধর্মকে ধর্ম ই মনে করেন না।আর নাস্তিকতা তো দেখতেই পারেন না,হুহ।

আর তাদের হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রোশ বেশি।এরাই দেশের অসাম্প্রদায়িক চেতনা ধ্বংস করতে চায়।

@rafarayhan:আপনার মন্তব্যটা নিঃসন্দেহে একগুয়েমি ও বাতুলতা প্রকাশ করে।যে মন্তব্য করেছেন তা নিজে একবার পড়ে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন।

@অরিজিনাল যামীর:গ্রাফিক্স ডিজাইন বিষয়ে আপনার আর কোন টিউন পেলাম না।দিলে ভাল হয়

Level 0

ভাই জেনুইন উইন্ডোস এর দাম কত ? এই দামে বাংলাদেশে কম্পিউটার কেনা যায় ।আপনি pc তে software ব্যাবহার
করেন তা কি credit card এর মাধ্যমে তাদের নিজস্ব web site থেকে কিনে ব্যাবহার করেন? আপনি ফ্রি নেট কে বলেছেন চুরি এটা মোটও চুরি নয়।gp তাদের port খোলা রাখে কেন কারন এতে তাদের গোপন সুবিধা আছে।আপনি এটা স্বীকার করেন বা না করেন।কাস্টোমার যদি চোর হয় gp তাহলে সবচেয় বড় চোর।ভেবে তারপর বলুন ।সবকিছুতে ধর্মের দোহাই দিয়েন না।

এই টিউনটা রিমুভের অনুরোধ করছি।না হলে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে মামলা ঠুকে দেব।

Level 0

এই টিওন টা করা ঠিক হয়নি আপনার । আমাদের এর কোন বিকল্প নেই । কারন জেনুইন সফট এর জন্য বাংলাদেশের একেকজন ছাত্র বা অন্য যেকোন পেশার মানুষের ৫০ হাজার টাকা দিয়ে জেনুয়িন os কেনার মানেই হয় না । এখানে আপনি সরাসরি ধর্মীয়ভাবে আঘাত করেছেন যা করা আপনার উচিত হয়নি । আপনার নেট নিয়ে কথাটা না বলে পারছি না । বাংলাদেশে গ্রামীনফোন ৩৫ টাকায় দেয় ১৫ এম বি । অথচ তারা প্রতি জিবি ব্যান্ড উইথড কেন প্রায় ৬ টাকায় । ভারতে বাংলাদেশী টাকায় ৩৫ থেকে ৩৮ টাকায় ১ জিবি ডাটা দেয়া হয় যার মূল্য বাংলাদেশে কত তা নিশ্চ ই আপনার জানা । এটা চুরি না । এটা আমাদের অধিকার । তারা আমাদের দাবি না মানলে আমরা নিশ্চ ই তা কোন না কোন ভাবে আদায় করব তাই নয় কি ? আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান । বদলে যাবে আপনার অনেক ধারনা । আর ভবিষ্যতে এ ধরনের টিওন না করাই শ্রেয় হবে আপনার পক্ষে । কারন এর জন্য কমেন্ট বক্সে ব্যাপক গালাগালি খাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার । আর অন্যদের বলছি sharecash সম্পর্কে হেল্প চাই । এটায় আপনি কাজ করে থাকলে ইনবক্স করুন fb.com/shovon1999 এ প্লিজ ।

এখানে অনেকেই টিউনের পক্ষে-বিপক্ষে তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন।
তবে এখানে বিপক্ষ মতামত গুলো অপ্রাসঙ্গিক।কারন, টিউনার প্রথমেই বলেছেন,”এই জন্যে বলছি কারণ আপনি একজন মুসলিম”

অনেক ভাই বলেছেন টিউনার নাকি ধর্মীয় অনুভুতি আঘাত করেছেন।আরে ভাই,কেঊ ভুল পথে থাক্লে,তাকে সাবধান করা যদি ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়া হয়,তবে ত পৃথিবীতে একদিন আর সদুপদেশ দেয়ার মত কেউ থাকবে না।{বিঃ দ্রঃ টিউনার প্রথমেই বলেছেন,”এই জন্যে বলছি কারণ আপনি একজন মুসলিম”}
ইস্লাম ধর্মে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করার হুকুম দেওয়া হয়েছে।মুস্লিম অর্থ আল্লাহর কাছে আত্নসমর্পন। আপ্নি যদি মুস্লিম না হন,অথবা নামমাত্র মুস্লিম হন তবে এই টিউনটি আপ্নার জন্য নয়,সুতরাং অযথা চিল্লাচিল্লি করে techtunes এর পরিবেশ নষ্ট করবেন না।

আরেক ভাই বলেছেন দৃষ্টি ভঙ্গি পাল্টান,সেক্ষেত্রে আমি তাকে বলব যে,দৃষ্টিভঙ্গি পাল্টালেই সবকিছু ঠিক হয় না।যেমন আপ্নি যদি দৃষ্টি ভঙ্গি পাল্টিয়ে “পায়খানা” কে বলেন অথবা ধারণা করেন যে “এটা তো নোংরা কিছু না,এতা just হজমকৃত খাদ্য”, তবে সেটা পায়খানা থেকে পরিবর্তিত হয়ে ভাল কিছু হয়ে যায় কি?

তিনি এটাও বলেছেন যে ৫০ হাজার টাকা দিয়ে os কেনার মানেই হয় না।আপ্নি তো ৩০ মিনিটে os set-up দিয়ে ভাবতেছেন এইটা আবার এমন কি ! কিন্তু আপ্নি কি জানেন এই os ১৯৬৫ সাল থেকে কত হাজার হাজার programmer রাত দিন পরিশ্রম করে বর্তমানের এই অবস্থানে এনেছে? তাদের পরিশ্রমের উপর বিবেচনা করে যদি এটার দাম নির্ধারণ করত তবে আপ্নাকে -আমাকে আর computer use করার চিন্তাও করতে হত না।আম্রা বাঙালীরা পরিশ্রমের মুল্য দিতে জানি না,তাই আমাদেরকেও কেউ মুল্য দেয় না।

যারা হালাল উপার্জন করতে চান শুধু তাদের জন্য ,অন্য কারো চিল্লাচিল্লি গ্রহনযোগ্য নয়
=====================================================
এখন আসি আসল কথায়, এর সমাধান কি ?
আপ্নার এই টিউন টা পরে আমিও চিন্তিত হয়ে পরি,কারন আমি আউটসোর্সিং করার জন্য SEO শিখতেছি।
যখন থেকে PC Use করা শিখছি তখন থেকে Microsoft এর windows ই use করছি,তাই ubuntu তে হঠাৎ করে যেতে পারব না।আবার এই মুহুর্তে আমার কাছে os/soft কেনার মত টাকাও নেই।কিন্তু আমার এতো কষ্ট করে উপার্জন করা টাকা যদি হারাম হয় তবে লাভ কি?

তাই আমি গেলাম বগুড়া জামিল মাদ্রাসার প্রধান মুফতি জনাব সামসুজ্জ্বোহার কাছে।
তাকে আমি সবকিছু বলার পর আমি সর্বশেষে যা বল্লাম তার সারমর্ম হচ্ছে ………………………
আমার কাছে যেহেতু বর্তমানে os/soft কেনার টাকা নেই,তাই আমি যদি Income করার পরে ঐ টাকা দিয়ে os/soft কে কিনে নেই তবে কি আমার Income করা টাকাটা হালাল হবে কি না?

তিনি যা বললেন তার সারমর্ম হচ্ছে ,এটা করা জায়েজ হবে,এবং Income হালাল হবে।

সুতরাং,যারা চান যে তাদের ইবাদত কবুল হোক (যেহেতু, হালাল Income, ইবাদত কবুলের পুর্বশর্ত), তারা অতিস্বত্তর os/soft গুলু কিনে নিয়ে বৈধ ভাবে চালান।

আল্লাহ হাফেজ