ফায়ারফক্স এর ১০ কথিকা………লাগবে নাকি আপনার???

ফায়ারফক্স একটি চমৎকার ব্রাউযার। আপনি এটি ইন্সটল করার সাথে সাথে এটি add-ons এর সমাহার নিয়ে উপস্থিত হয়। কিন্তু এর একটু আড়ালে এসে দেখলে আপনি সব মজাদার ট্রিক পেয়ে যাবেন। যেমন আমি পেয়েছি। এমন ১০ কাহন নিয়ে আজকের টিউন।

ফায়ারফক্স এর ১০ কাহন
১।ফায়ারফক্স এর স্ক্রীন এর যায়গা বাড়াতে চান তাহলে চলে যান View >> Toolbars >> Customize এ এবং টিক দিএ দিন use small icons এ

২। এমন নিশ্চয়ই অনেক শব্দ আছে যা আপনি বারবার টাইপ করেন। আর এ জন্য এইটুল টি আপনার কাযে লাগবে। আপনি আপনার পছন্দের সার্চ এঞ্জিনে যান । এবং সেখানে যেয়ে রাইট ক্লিক করুন সার্চ বক্স এ এবং
Add a Keyword for this search থেকে আপনার শব্দ টি যুক্ত করুন। এরপর আপনি যখন কোন সার্চ করতে যাবেন তখন অই শব্দ বসিয়ে দিলে তার সব ধরনের ফল আপনার সামনে।

৩। আপনার জানা দরকার কিছু কি বোর্ড শর্টকাট। এগল আপনার সার্চ কে সহয করে তুলবে। এগুলো আয়ত্তে আনতে সময় লাগবে কিন্তু এসে গেলে আপনার অনেক সময় বাচাবে। তাহলে নিচে দেখুন।

  • Spacebar (page down)
  • Shift-Spacebar (page up)
  • Ctrl+F (find)
  • Alt-N (find next)
  • Ctrl+D (bookmark page)
  • Ctrl+T (new tab)
  • Ctrl+K (go to search box)
  • Ctrl+L (go to address bar)
  • Ctrl+= (increase text size)
  • Ctrl+- (decrease text size)
  • Ctrl-W (close tab)
  • F5 (reload)
  • Alt-Home (go to home page)

৪।এরকম আরেকটি মজার জিনিস।আপনি অ্যাড্রেস বার এ যেতে চান তাহলে মাউস না ধরে সুধু ctrl+l চাপুন।
তেমনি আপনি কোন ওয়েবসাইট এ যেতে চাইলে সুধু সেটি লিখুন যেমন google. এরপর ctrl+enter চাপুন। দেখবেন www আর .com বসে গেছে।তেম্নি .net এর জন্য shift+enter.এবং .org এর জন্য ctrl+shift+enter

৫। আপনি নিশ্চয়ই অনেকগুল ট্যাব খুলে থাকেন। এবং বারবার নাড়াচাড়া করে সেগুলতে যেতে হয়। এই কায টি আপনি করুন কীবোর্ড দিয়ে।
Ctrl+Tab (rotate forward among tabs)
Ctrl+Shft+Tab (rotate to the previous tab)
Ctrl+1-9 (choose a number to jump to a specific tab)

৬। ফায়ার ফক্স নিয়ে মাউস দিয়ে ও অনেক খেলা করা যায়। তাহলে নিচে দেখুন

  • Middle click on link (opens in new tab)
  • Shift-scroll down (previous page)
  • Shift-scroll up (next page)
  • Ctrl-scroll up (decrease text size)
  • Ctrl-scroll down (increase text size)

Middle click on a tab (closes tab)

৭। ফায়ারফক্স এ কোন অ্যাড্রেস লিখলে সেটি তা মনে রাখে এবং আপনার সার্চ এর সময় সাজেশন দেয়। আপনি যদি সেটি ডিলিট করতে চান তাহলে সেটির অপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করুন আর মুছে দিন।

৮। বুকমার্ক এ যান। সেখানে রাইট ক্লিক করে বুকমার্ক প্রপার্টিজ খুলুন। keyword ফিল্ড এ একটি শর্ট কি ওয়ার্ড লিখুন।সেটি সেভ করুন। এখন আপনার সার্চ এর সময় সুধু সেটি লিখে দিন। ব্যাস কাজ শেষ।

৯। আপনি কি ব্রডব্যান্ড কানেকশান ব্যবহার করেন। তাহলে ফায়ারফক্স এর স্পীড বাড়াতে পারেন। wimax বা ৩জি হলেও সমস্যা নেই । তাহলে তফাতটা অবশ্য ধরা দেবে না। তাহলে দেখুন।
Type “about:config” into the address bar and hit return. Type “network.http” in the filter field, and change the following settings (double-click on them to change them):

>Set “network.http.pipelining” to “true”
>Set “network.http.proxy.pipelining” to “true”
>Set “network.http.pipelining.maxrequests” to a number like 30. This will allow it to make 30 requests at once.
ফায়ারফক্স ১৯.০.২ তে এটি ৩২ দেয়া আছে আপনি এটি তাই ৩০ না করে ২৫ করতে পারেন/
>Also, right-click anywhere and select New-> Integer. Name it “nglayout.initialpaint.delay” and set its value to “0″. This value is the amount of time the browser waits before it acts on information it receives.

১০। আপনার কম্পিউটার এর ram কি কম। আপনি চান ফায়ারফক্স কম ram ব্যবহার করুক তাহলে about:config এ যান এবং browser.cache লিখে ফিল্টার করুন এবং browser.cache.disk.capacit এ যান এবং সেখানে আপনি value ৫০০০০ বা ৩৫০০০ দেখতে পাবেন । আপনার যদি ৫১২ বা ১ যিবি ram হয় তাহলে সেখানে ১৫০০০ লিখে বের হয়ে আসুন।

পরিশেষ এ বলব ""বর্ণনার বাহুল্য নাই, বর্ণের প্রাচুর্য নাই , বস্তুত জিনিসটি সর্বাঙ্গে সুন্দর'''. আশা করি টিউন ভাল লেগেছে। আসি তাহলে
আল্লাহ হাফেয।
আমি আছি>http://www.facebook.com/techfreak.unknown
এরকম আর টিপস চান!!!!! তাহলে চলে যান>http:// http://www.facebook.com/CY133R 

Level 0

আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx

Level 0

vai ami brodband chalai ..>>> kintu speed barlo kina bujlam na >>>

ভালো হয়েছে। ধন্যবাদ।