ওয়েব সাইট ডিজাইনার বা অন্য যেকোন ব্লগারকে ইমেজ নিয়ে প্রচুর কাজ করতে হয় । অনেক ছবি রিসাইজ করার প্রয়োজন পরে । এর জন্য কিছু টুল পাওয়া যায় , কিন্তু অনেক সময় ওগুলোও ঝামেলা করে । এই অবস্থা থেকে মুক্তির জন্য ব্যবহার করতে পারেন একটি চমৎকার ইমেজ রিসাইজার টুল । টুলটি হল Image Resizer । এটি PowerToy এর একটি ক্লোন সফটওয়্যার । সবচেয়ে মজার বিষয় এটি হচ্ছে ওপেন সোর্স টুল ।
কার্যপদ্ধতি:
এটির কার্যপদ্ধতি ও অনেক সহজ । প্রথমে এটি নামিয়ে ডাউনলোড করে নিন । তারপর প্রয়োজনীয় সংখ্যক ছবি সিলেক্ট করে মাউসের রাইট বাটান ক্লিক করুন । এবার "Resize Picture" নামে একটি বাটান দেখতে পাবেন , তাতে ক্লিক করুন । এবার একটি নতুন উইন্ডো দেখতে পাবেন , এতে রিসাইডকৃত ইমেজের সাইজ দিয়ে দিন । তাছাড়া যদি ছোট ইমেজ কে উক্ত সাইজের মত বড় না করতে চান তাহলে "Make pictures smaller but not larger" এর পাশের বক্সে টিক দিন । ডিফল্টভাবে আসল ইমেজও থাকবে এবং রিসাইজ করা নতুন ইমেজ তৈরী হবে , এটা না করতে চাইলে "Resize the original pictures" এর পাশের বক্সে টিক দিন । সব শেষে "OK" চাপুন । একসাথে সব ইমেজ মাপ মত রিসাইজ হয়ে যাবে ।
আমার ব্লগেও প্রকাশিত
মূল লেখা টেককাইটের
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
ধন্যবাদ।