Ascii Generator 2.0 একটি ছোট কাজের সফটওয়্যার । এর দ্বারা যেকোন ইমেজ ফাইলকে আসকি (Ascii) টেক্সট-এ রুপান্তর করতে পারবেন । এগুলোকে সরাসরি টেক্সট বা ইমেজ ফরম্যাটেও সেভ করতে পারবেন । সবচেয়ে ভাল কথা এটি ওপেন সোর্স ও পোর্টেবল ।
১. zip ফাইলটি extract করলে এতে একটি exe ফাইল পাবেন , এটি রান করুন ।
২. সফটওয়্যারটি চালু করে File > Load Image থেকে ইমেজ নিয়ে আসুন ।
৩. এটি আপনাআপনি আপনার ইমেজ ফাইলটিকে টেক্সট আকারে দেখতে পাবেন । কালার বেশী কালো হয়ে গেলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ।
৪. এটি আপনি এবার File > Save as থেকে ইমেজ বা টেক্সট আকারে সেভ করতে পারবেন ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
খুব কাজের জিনিস দিলেন ধন্যবাদ