ইমেজকে রুপান্তর করুন টেক্সট-এ : Ascii Generator 2.0

Ascii Generator 2.0 একটি ছোট কাজের সফটওয়্যার । এর দ্বারা যেকোন ইমেজ ফাইলকে আসকি (Ascii) টেক্সট-এ রুপান্তর করতে পারবেন । এগুলোকে সরাসরি টেক্সট বা ইমেজ ফরম্যাটেও সেভ করতে পারবেন । সবচেয়ে ভাল কথা এটি ওপেন সোর্স ও পোর্টেবল ।

পরিচালনা পদ্ধতি:

১. zip ফাইলটি extract করলে এতে একটি exe ফাইল পাবেন , এটি রান করুন ।

২. সফটওয়্যারটি চালু করে File > Load Image থেকে ইমেজ নিয়ে আসুন ।

৩. এটি আপনাআপনি আপনার ইমেজ ফাইলটিকে টেক্সট আকারে দেখতে পাবেন । কালার বেশী কালো হয়ে গেলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ।

৪. এটি আপনি এবার File > Save as থেকে ইমেজ বা টেক্সট আকারে সেভ করতে পারবেন ।

Source Forge থেকে ডাউনলোড


mediafire থেকে বিকল্প ডাউনলোড

টিউনটি সাইবার ফাই থেকে নেয়া

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব কাজের জিনিস দিলেন ধন্যবাদ

আরিফ ভাই আমি তো চেষ্টা করলাম কাজ হয় না… টেক্সট আসে ঠিক কিন্তু JPEG বা SCAN করা ফাইলের সাথে টেক্সট এর কোন মিল নেই । প্রথমে আমি একটা ইমেজ নিলাম যাতে লিখা আছে 1 stone is enough for breaking a glass. 1 sentence is enough for break a heart…. কিন্তু পরবর্তীতে এ লিখা গুলো আসেনা l:,;;;;l;,;;;;;; এ রকম লিখা আসে ফন্ট চেন্জ করে দেখলাম কোন লাভ নেই 🙁

    আপনি সম্ভবত সফটওয়্যারটির কাজ বুঝেন নি ।আপনি “1 stone is enough for breaking a glass” এর মত যে টেস্কট দেখেছেন তা সাইজ ঠিক করার জন্য দেখানো হয়েছে । আর সব ধরনের ফন্ট ( ; , : , a, P , ইত্যাদি) মিলিয়েই টেক্সট আসবে । ইমেজ ফাইল ইনপুট দিয়ে Save as করে দেখুন কি হয় ।

vaijan apni jodi bistarito vabe likhten tahole subidha hoto

    আরো বিস্তারিত কি লিখব ? আপনি একবার ডাউনলোড করে চালিয়ে দেখুন । আর কিছুই লেখার নাই ।

Level 0

দেহি ডাউনলোড কইরা৷ আশা করি বিশাল কাজে দিব!!!!!!!!!!!!!

    Level 0

    ভাইজান এরর দেখায় তো!!!!!!!!!!!!

    Source forge এরর দেখায় , তাই আগেই মিডিয়াফায়ার লিংক দিয়েছি । …. ওটা চেক করেন ।

Level 2

ধন্যবাদ শেয়ার করার জন্য।

যাদের কম্পিউটারে .NET framework 2.0 সেটআপ করা নেই তাদের মেশিনে এটি চলবে না।
.NET framework 2.0 ডাউনলোড করতে নিচের এড্রেসে ক্লিক করুনঃ
http://msdn.microsoft.com/netframework/downloads/updates/default.aspx

উইন্ডোজ ভিস্তায় .NET framework ডিফল্টভাবে সেটআপ থাকে।

এ ধরণের কাজের জন্য একটি ওয়েব সাইট আছে।
যারা প্রয়োজন মনে করেন নিচের লিংকটিতে ঢুঁ মারতে পারেন।
http://www.text-image.com/convert

darun