আজ থেকে চালু হল লিনাক্স মিন্ট বাংলাদেশ!

ডিস্ট্রো হিসেবে সবচেয়ে বেশী সহজ ও সুন্দর ডিস্ট্রো কোনটি?
বলুন তো?

হ্যা.. ঠিকই... এক কথায় লিনাক্স মিন্ট!

এই লিনাক্স মিন্ট কেই আরও একধাপ এগিয়ে নিতে অফিসিয়ালভাবে চালু হল লিনাক্স মিন্ট বাংলাদেশ।

লিনাক্স হচ্ছে ফ্রি অপারেটিং সিস্টেম! এতে চালিত সব সফ্টওয়্যারই ফ্রি এবং ওপেন সোর্স!

লিনাক্স মিন্ট এর ব্লগ থেকে তুলে দিচ্ছি এর সার সংক্ষেপ!

নতুন বছরের সূচনালগ্নে যাত্রা শুরু করছে লিনাক্স মিন্ট বাংলাদেশ কমিউনিটি। এই উপলক্ষে আজ জানুয়ারি ০১, ২০১০ লিনাক্স মিন্ট বাংলাদেশের অফিসিয়াল সাইট http://linuxmint-bd.org/ সবার জন্য উন্মুক্ত হচ্ছে।

আপনারা যারা নিয়মিত লিনাক্স ব্যবহারকারী তারা নিশ্চয়ই ইতিমধ্যে লিনাক্স মিন্ট সম্পর্কে জেনে গিয়েছেন। তবে যারা এখনও এর সাথে পরিচিত নন তাদের জন্য লিনাক্স মিন্টের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছিঃ

লিনাক্স মিন্ট হচ্ছে একটি অত্যাধুনিক ডেস্কটপ অপারেটিং সিস্টেম। এটি জনপ্রিয় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টু এবং ডেবিয়ানের ওপর ভিত্তি করে তৈরি, তবে এর ইন্টারফেস মার্জিত, উন্নততর এবং ব্যবহারবান্ধব। এতে বিভিন্ন মাল্টিমিডিয়া কোডেক ডিফল্টভাবেই দেয়া আছে, ফলে ইনস্টলেশনের পরেই একটি পূর্ণ ব্যবহারযোগ্য ডেস্কটপ পরিবেশ পাওয়া যাবে।

মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সের জগতে লিনাক্স মিন্ট যাত্রা শুরু করেছে ২০০৬ সালে। শুরু থেকেই এটি লিনাক্স প্রেমিদের অন্তরে স্থান করে নিতে সক্ষম হয়েছে এর সৌন্দর্য্য এবং ব্যবহারবান্ধব পরিবেশের কারণে। প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই লিনাক্স মিন্ট আজ বিশ্বের সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেমের তালিকায় চতুর্থ স্থান অধিকার করে নিয়েছে।

লিনাক্স মিন্টের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান এর সাধারণ ব্যবহারকারীদের, যারা তাদের ভালবাসা, সাধনা এবং মেধার দ্বারা লিনাক্স মিন্টের মূল ডেভেলপারদের কর্মপ্রেরণা যুগিয়েছেন। এমনকি নিজেরাও লিনাক্স মিন্টের সার্বিক গঠন এবং উন্নয়নপ্রক্রিয়ায় সহায়তা করে আসছেন। ওপেনসোর্স এবং লিনাক্স জগতের অন্যান্য সফটওয়্যারের মত আমরাও উন্মুক্ত চিন্তা-চেতনা ও সফটওয়্যার স্বাধীনতায় বিশ্বাসী এবং আমরা আরও বিশ্বাস করি, আপামর জনসাধারণের মধ্যেই নিহিত রয়েছে ওপেনসোর্স বিপ্লবের মূল চালিকাশক্তি। কাজেই লিনাক্স তথা ওপেনসোর্স যেন সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যায় এটাই আমাদের মূল প্রচেষ্টা এবং এই লক্ষ্য অর্জনে আমরা সকলেই একতাবদ্ধ।

লিনাক্স মিন্ট বাংলাদেশ কমিউনিটির নেপথ্যের কিছু কথাঃ আমাদের মাতৃভূমি বাংলাদেশের রয়েছে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠার গৌরোবোজ্জ্বল ইতিহাস, যুগে যুগে বিভিন্ন সময়ে বাঙালীরা লড়েছে অত্যাচারি শোষকের বিরুদ্ধে আর তারই ফলস্বরূপ আজ আমরা নিজেদের একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে গর্বের সাথে পরিচয় দিতে পারছি। কিন্তু কম্পিউটার সফটওয়্যারের ক্ষেত্রে আমরা এখনও পরাধীনতার বেড়াজালে আবদ্ধ। সামাজিক অজ্ঞতা ও অবহেলার কারণে আমরা সফটওয়্যার পাইরেসিকে সবসময় খাটো করে দেখে আসছি। যেখানে বহির্বিশ্বের প্রায় সকল উন্নত এবং উন্নয়নশীল দেশসমূহ আজ পাইরেসির বিরুদ্ধে সোচ্চার।

দেশ ও জাতিকে পাইরেসির কলুষতা হতে মুক্তকরণের সবচেয়ে সেরা হাতিয়ার হচ্ছে ওপেনসোর্স, তাই ওপেনসোর্স সফটওয়্যারের প্রচার ও প্রসার আমাদের দেশে অত্যন্ত জরুরি। ওপেনসোর্স আন্দোলনে বাংলাদেশের লিনাক্স এবং ওপেনসোর্স সংগঠনসমূহের সহযাত্রী হয়েই আজ যাত্রা শুরু করছে লিনাক্স মিন্ট বাংলাদেশ কমিউনিটি। বাংলাদেশের সকল লিনাক্স এবং ওপেনসোর্স ব্যবহারকারী, স্বেচ্ছাসেবক, ডেভলপার, সর্বোপরি লিনাক্স এবং ওপেনসোর্সে উৎসাহী ব্যক্তিবর্গ আমাদের সাথে অংশ নেয়ার জন্য সাদরে আমন্ত্রিত। আমরা লিনাক্স মিন্ট ব্যবহারকারী, স্বেচ্ছাসেবক ও সফটওয়্যার নির্মাতারা এখানে এক হয়ে নিজেদের সুবিধা-অসুবিধা, চাহিদা ও সমস্যা সমাধান নিয়ে মুক্ত আলোচনা করব, যার ফলে সৃষ্টি হবে নিত্যনতুন ধারণা, পারস্পরিক যোগাযোগ এবং আমাদের প্রিয় বাংলাদেশে আক্ষরিক অর্থেই শুরু হবে "ওপেনসোর্স বিপ্লব"।

নিজেদের ফোরামে আমাদের জন্য একটি নতুন সাব-ফোরাম বানিয়ে আমাদের অগ্রগতিকে ত্বরান্বিত করেছে প্রজন্ম ফোরাম, আমাদের কমিউনিটি সাইটটি ডিজাইন এবং ডেভেলপ করেছে পিকিউ সফটস্ এবং আমাদের ডেমেইন এবং হোস্টিং স্পন্সর করেছে জেনেক্স ওয়েব সলিউশন্স। এছাড়াও বন্ধু হিসেবে সব সময় আমাদের পাশে থাকবে রেডিও গুনগুন

তো প্রত্যেকেই ঘুরে আসুন তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে...

সাইটের ঠিকানা: http://www.linuxmint-bd.org

আর যারা এখনও লিনাক্স মিন্ট সম্পর্কে জানেন না তারা এই লেখাটি পড়তে পারেন।

@ এডমিন প্যানেল!
পোস্ট যদি পেন্ডিং করতে চান তাহলে আগেই বলে রাখি এই লেখা আমার ঠিকানা (আমার নিজস্ব ব্লগ)এইখানে পোস্টাইছি! কিছু করনের আগে খেয়াল কইরেন!

(জ্বী ভাইেয়রা... লেখাটা লেখার কারণ আছে... এর আগেও আমার পোস্ট পেন্ডিং করছে... কপিপেস্ট সন্দেহে ! কিন্তু যেই সোর্স দেখেছে উনারা ওটা যে আমিই লিখেছিলুম এটা আর দেখে নাই!

Level New

আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওপেন সোর্সের জয় !

ভাই লিনাক্স মিন্ট এর ইনষ্টল প্রসেস সিস্টেম কি উবুন্টর মত?

আমি এক্সপি ব্যবহার করি। লিনাক্স ব্যবহার করলে আসলে সুবিধাটা কি? কারন আমি তো দেখি যে অসুবিধাই বেশী । আপনি ইচ্ছামত সব সফটওয়্যার ইনষ্টল করতে পাবেন না। তারপর কোন সমস্যা হলে সাহায্য দেওয়ার লোক ও খুব পাওয়া যাবে না। একটু বিস্তারিত জানান দয়া করে……………………..

কারন আমি লিনাক্স ব্যবহার করতে চাই…………. কিন্তু এর সিডি কোথায় পাব? আমি বরিশাল থাকি।

    জী হ্যা ! ঠিক এজন্যই! ঠিক এজন্যই লিনাক্স মিন্ট বাংলাদেশের প্রত্যাবর্তন! সাইটে যেয়ে দেখুন একটি ফোরাম আছে… ওখানে আপনার যেকোন প্রশ্ন, সমস্যা, প্রয়োজনীয়তার কথা তুলে ধরুন! লিনাক্স মিন্ট টিম আপনার কথা শুনবে অধীর আগ্রহে!

    @ সোহেল
    যদি সত্যি আগ্রহী হন … ঠিকানা দিলে কুরিয়ারে সিডি পাঠিয়ে দিতে পারবো।

    জ্বী … উবুন্টুর মতই ইনস্টল পদ্ধতি।

    খুব অসুবিধা মনে হলে ডুয়াল বুটিং হিসেবে ইনস্টল করবেন… কিছুদিন ব্যবহারে একটু অভ্যস্থ হলে ঐ সমস্যাগুলোকে আর সমস্যা মনে হবে না। এছাড়া আপনার কোনো সফটওয়্যার লাগলে এবং ইন্টারনেটের সীমাবদ্ধতায় সেটা ইনস্টলে অপারগ হলে অফলাইন ইনস্টলার বানিয়েও কুরিয়ারে পাঠানো সম্ভব।

    শামীম ভাই আপনিই তো প্রজন্মের মডারেটর তাই না? (ছবিটা দেখতেছিনা তো ! এই জন্য! )

    @সাইফ:

    একাউন্টের নাম + ওয়েবপেজের লিংক দেখে তো তাই মনে হয় 🙂

    একই ছবি দিতে দিতে লইজ্জা লাগে … … :-p

    হুমম… ভাল ভাল! আপ্র তে একটা পোস্ট দিয়েছি.. দেখেন তো আমার সমষ্যাটা কোথায়! http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=4958

সাইফ ভাই, লিনাক্স মিনট নিয়ে আপনার সব লেখা ভালো লাগলো। আমি উবুনটু ৯।০৪ এক সপ্তাহ ইউজ করে ফ্যািমিিলয়ার হতে চেষ্টা করছি। আেগ জানলে মিন্ট জোগাড় করার ট্রাই করতাম আপনার কাছ থেকে!
@ Shamim vai, I am interested to use latest Linux Mint. If I send you the CD/DVD cost+ curiour cost, by flexiload to your mobile, is it possible to send me that? If possible, pls inform me at pritimoydas[at]gmail[dot]com