একাধিক pdf ফাইল জোড়া লাগানো, অথবা একটি ফাইল থেকে কেটে অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া বা পৃষ্ঠাগুলো পূণর্বিন্যস্ত করা অথবা, একাধিক ফাইল থেকে প্রয়োজনীয় পৃষ্ঠাগুলো নিয়ে জোড়া লাগানোর জন্য দুইটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেই।
ডেভেলপার/উৎস: সোর্সফোর্জ; logari81
ধরণ: ওপেনসোর্স
দাম: 0 / ফ্রী-ওয়্যার
আকার: মোট ১৬৮ কি.বা.
অপারেটিং সিস্টেম: All POSIX (Linux/BSD/UNIX-like OSes)
ডাউনলোড: সোর্সফোর্জ থেকে; উবুন্টুতে synaptic package manager থেকে সরাসরি; ইন্টারনেট না থাকলে http://packages.ubuntu.com থেকেও নামিয়ে নিতে পারবেন।।
স্ক্রিনশট:
ডেভেলপার/উৎস: pdfsam.org/
ধরণ: ওপেনসোর্স
দাম: 0 / ফ্রী-ওয়্যার, তবে এনহান্সড ভার্সনের উইন্ডোজ ইনস্টলার সহ ফোরাম সাপোর্ট পেতে কমপক্ষে ১ ইউরো লাগবে।
আকার: উবুন্টুতে ৮৭৭ কি.বা. কিন্তু মোট ৬৪ মে.বা.ডাউনলোড করবে বলে দেখলাম; উইন্ডোজ ইনস্টলার=১২.৭১ মে.বা.+জাভা লাগবে।
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ, লিনাক্স (উবুন্টুতে আছে বলে দেখলাম)
ডাউনলোড: উবুন্টুতে synaptic package manager থেকে সরাসরি; ইন্টারনেট না থাকলে http://packages.ubuntu.com থেকেও নামিয়ে নিতে পারবেন। সোর্সফোর্জ থেকে উইন্ডোজ ইনস্টলার
স্ক্রিনশট:
আরও তথ্য: এখানে
উল্লেখ্য যে, এডবি অ্যাক্রোবেট দিয়েও এই কাজগুলো করা যায়, তবে সেটা ফ্রী নয় (১০৬$ থেকে ৩০০ $)।
আমি শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 449 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুগল আমার সম্পর্কে জানে, কাজেই জানতে চাইলে আমার নাম বা ইউজার নামটা দিয়ে গুগল করুন ... :D
ধন্যবাদ। আমার অনেক কাজে লাগবে।