উইন্ডোজ সেভেন মাইক্রোসফ্ট রিলিজকৃত লেটেস্ট ও এস!
কমবেশী সবাই আমরা এর ফিচার, লেটেস্ট জিনিসপত্র এবং ভিজ্যুয়াল দিক সম্পর্কে অবগত আছি!
আমাদের সবারই কমবেশী উইন্ডোজ দিতে হয়! (আমি একবার ব্যাতিক্রম কিনা! সপ্তাহে তো একবার দেওয়ায় লাগে!) তবে এক্ষেত্রে লিনাক্স ব্যাবহারকারীরা আবার চেইতেন না! Windows Install আপনাদের জন্য নহে!
তো আপনার উইন্ডোজ ইন্সটল করতে হলে কি দিয়ে করেন?
নিশ্চয়ই ডিভিডি দিয়ে?
এটাকে একটু ব্যাতিক্রমও তো করা যায়! তাই না? চলুন তাহলে আমরা এখন থেকে ইউ এস বি দিয়ে উইন্ডোজ ইন্সটল দি!
এর আগেও হয়ত আপনারা হয়ত ইউ এস বি দিয়ে ইন্সটল করেছেন.. কিন্তু নিশ্চয়ই কমান্ড ফমান্ড দিয়া হাত ব্যাথা করে ফেলছেন তাই না? যদি এটাও না হয় তাহলে কেমন হয়?
হ্যা ! এবার সেটাই এনে দিয়েছে মাইক্রোসফ্ট! উইন্ডোজ সেভেন এর বুটেবল ইউ এস বি -র জন্য একটা সফ্ট ছেড়েছে মাইক্রোসফ্ট! নাম:Windows 7 USB DVD Download Tool
কিভাবে কি করবেন?
প্রথমে আপনার দরকার হবে 4 জিবি বা এর অধিক ইউ এস বি! এটা ছেড়ে মুছে সকেটে লাগান! (সকেট নষ্ট হইলে কিন্তুক আমার দোষ না! ) তারপর সফ্টটা অপেন করুন... আই এস ও দেখিয়ে দিন! তারপর আশা করছি নিজেরাই পারবেন!
আর এই Windows 7 USB DVD Download Tool আমার জানা মতে ওপেন সোর্স প্রোডাক্ট! নিচের ইমেজ এ ক্লিক করে মিডিয়াফায়ার হতে ডাউনলোড করুন! Only 2.54 MB!
বি.দ্র লেখাটি আমার দ্বারাই রংমহল ফোরাম, প্রজন্ম ফোরাম এবং আমার ঠিকানা তে প্রকাশিত!
আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...
🙂